When one empire begins to turn into a ruin, standing on top of that ruin is the beginning of another empire. This is exactly what happened in the late thirteenth century. The once mighty Roman Byzantine Empire was on the brink of collapse. Although Rome, the capital of the Western Roman Empire, became a haunted city by the fourth century, Constantinople, the capital of the Eastern Roman Empire, survived as the capital of the whole of Europe for centuries. But that power also rotted one day. Which later created a new history. Usman, the son of Artugrul Gazi, the leader of the Kayi tribe in Aghuz Turks, was standing tall on this ruin of the Byzantine Empire. And the beginning of the mighty Ottoman Empire, also known to many as the Ottoman Empire.
এক সাম্রাজ্য যখন ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে, সেই ধ্বংসস্তুপের উপরে দাড়িয়ে আরেক সাম্রাজ্যের সূচনা হতে শুরু করে। ঠিক এই ঘটনায় ঘটেছিল ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে। এক সময়ের প্রবল পরাক্রমশালী রোমান বাইজান্টাইন সাম্রাজ্য তখন ধ্বংসের দারপ্রান্তে। যদিও চতুর্থ শতাব্দী নাগাদ পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী রোম এক ভূতুড়ে নগরীতে পরিণত হয়, কিন্ডু তারপর ও কয়েক শতাব্দী ধরে প্রবল ক্ষমতা নিয়ে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল টিকে ছিল পুরো ইউরোপের রাজধানী হিসেবে। কিন্তু সেই ক্ষমতায় ও একদিন পচন ধরেছিল। যা পরবর্তীতে এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছিল। বাইজান্টাইন সাম্রাজ্যের এই ধ্বংসস্তুপের উপর মাথা উচু করে দাঁড়িয়েছিল অঘুজ তুর্কিদের মধ্যে কায়ী গোত্রের নেতা আর্তুগ্রুল গাজীর ছেলে উসমান। এবং সূচনা করেন প্রবল পরাক্রমশালী উসমানীয় সাম্রাজ্যের, যেটাকে অনেকে অটোমান সাম্রাজ্য বলেও জেনে থাকেন।
When the Byzantine Empire was on the verge of collapse, they focused more on defending their capital. The extra expense of this work emptied their coffers. As a result, they reduced the cost of defending Bithynia by vanishing the protector army group of Bithynia named akritayi, an agriculturally prosperous region of western Anatolia, to reduce costs, leaving the region to its own devices. As a result, the Aghuz Turkish tribes occupied these territories in a short period of time, as far as it could. The Byzantines were expelled from Anatolia at once.
বাইজান্টাইন সাম্রাজ্য যখন প্রায় ধ্বংসের দারপ্রান্তে তখন তারা তাদের রাজধানী কে রক্ষা করতে বেশি মনোযোগ দিল। এই কাজে বাড়তি ব্যয় তাদের কোষাগার শূন্য করেছিল। ফলে তারা খরচ কমাতে পশ্চিম আনাতোলিয়ার কৃষি সমৃদ্ধ অঞ্চল বিথীনিয়াকে রক্ষা কারী আকৃতায়ী বাহিনী ভেঙ্গে দিয়ে এই অঞ্চল কে শুধু ভাগ্যের উপর ছেড়ে দিল। ফলাফল, অঘুজ তুর্কি গোত্র গুলা অল্প কিছু সময়ের মধ্যেই এসব অঞ্চল দখল করে নেয়, যে যতখানি পারে। বাইজান্টাইন রা আনাতোলিয়া থেকে একবারে বিতাড়িত হয়।
The Kayi tribe of Usman Ghazi was one of the most powerful Turkish tribes in Bithynia at that time. Before he died, his occupied territory was more than ten thousand square miles. After his death, his son Orhan Sultan occupied other parts of Bithynia and occupied the whole of western Anatolia. Then he looked across the Sea of Marmara to Europe. At that time, various political problems in Balkan Europe gave the Ottomans the opportunity to set foot in Europe.
যেসব তুর্কি গোত্র গুলো বিথীনিয়ায় সেসময় সবচেয়ে বেশি শক্তিশালী ছিলা তাদের মধ্যে উসমান গাজীর কায়ী গোত্র অন্যতম। তিনি মারা যাবার আগে তার অধিকৃত অঞ্চলের আয়তন ছিল দশ হাজার বর্গমাইলের বেশি। তার মৃত্যুর পরে তার ছেলে ওরহান সুলতান বিথীনিয়ার অন্যান্য অঞ্চল দখল করে পশ্চিম আনাতোলিয়া পুরো টাই নিজের করায়ত্ত করে। তারপর তিনি নজর দিয়েছিলেন মর্মর সাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে। সেসময় বলকান ইউরোপের নানা রাজনৈতিক সমস্যা অটোমানদের ইউরোপে পা রাখার সুযোগ করে দিয়েছিল।
When the Ottomans firmly entered Europe, they saw that the Balkan Orthodox Christians were spontaneously embracing the Ottomans and taking up positions one by one under the banner of Islam. The biggest reason for such positive behavior of Orthodox Christians was the unspeakable persecution of the Church over the years and the use of unimaginable good from the Ottomans. Later, within a century, the entire Balkans took refuge under the banner of Islam under the Ottomans.
যখন অটোমানরা পাকাপাকিভাবে ইউরোপে প্রবেশ করেছিল তখন তারা দেখলো যে, বলকান অর্থোডক্স খ্রিস্টান রা স্বতঃস্ফূর্ত ভাবে অটোমাদের গ্রহণ করছে এবং একে একে ইসলামের পতাকা তলে অবস্থান নিচ্ছে। অর্থোডক্স খ্রিস্টানদের এধরনের ইতিবাচক আচরণের সবচেয়ে বড় কারণ ছিল বছরের পর বছর ধরে তাদের উপর চলা চার্চের অকথ্য নির্যাতন এবং অটোমানদের থেকে কল্পনাতীত ভল ব্যবহার। পরে আস্তে আস্তে এক শতাব্দীর মধ্যেই পুরো বলকান অটোমানদের অধীনে ইসলামের পতাকা তলে আশ্রয় নেয়।
We will talk about this again in the next episode. Stay tuned.
এসম্পর্কে আবার কথা হবে আগামী পর্বে। ততক্ষণ সাথেই থাকুন।
Thanks for sharing
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I am very happy to see you in my blog. Thanks a lot dear.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit