আঙ্কারার যুদ্ধঃ পঞ্চদশ শতকের ভয়ঙ্করতম দুটো যুদ্ধের একটি। (The Battle of Ankara: One of the two most horrific wars of the fifteenth century.)

in hive-138339 •  3 years ago 

images (2).jpeg

Image Source

The two most horrific battles in the fifteenth century were the Battle of Ankara and the Battle of Utlukbeli. The most surprising thing is that these two wars took place between the Muslims. At the beginning of the fifteenth century, the Battle of Ankara was fought in 1402 between the Ottoman Sultan Bayezid the Thunderbolt and the Tatar conqueror Timur Long. One of them was a master of defensive warfare, the other a legend of attacking warfare. Bayazid the Thunderbolt, who just three years ago brutally defeated the European crusaders at Nicopolis in Bulgaria, exhausted the power to crusade of Europe for at least fifty years. On the other hand, Taimur, the conqueror who crushed the Golden Horde of Mongol, then began to occupy the entire Tatar Empire with the exception of the Chinese part of the vast Mongol Empire.

পঞ্চদশ শতকরে ভয়ঙ্কর তম দুটো যুদ্ধ হলো, আঙ্কারার যুদ্ধ ও উটলুকবেলীর যুদ্ধ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুটো যুদ্ধই হয়েছিল মুসলিমদের মধ্যেই। পঞ্চদশ শতকের শুরুতে ১৪০২ সালে অটোমান সুলতান বায়েজিদ দ্য থান্ডারবোল্ট এবং তাতার দিগ্বিজয়ী তৈমুর লংয়ের মধ্যে সম্পন্ন হয়েছিল আঙ্কারার যুদ্ধ। তাদের দুজনের একজন ছিল ডিফেন্সিভ ওয়্যারফেয়ারের মাস্টার, অন্যজন অ্যাটাকিং ওয়্যারফেয়ারের কিংবদন্তী। বায়েজিদ দ্য থান্ডারবোল্ট, যিনি মাত্র তিন বছর আগে বুলগেরিয়ার নিকোপলিসে ইউরোপীয় ক্রুসেডার দের নিষ্ঠুরভাবে পরাজিত করে, অন্তত পঞ্চাশ বছরের জন্য ইউরোপের ক্রুসেড করার ক্ষমতা নিঃশেষ করে দিয়েছিলেন। অন্যদিকে মঙ্গল গোল্ডেন হুর্ড কে পিষে ফেলা দিগ্বিজয়ী তৈমুর তখন সুবিশাল মঙ্গল সাম্রাজ্যের চীনা অংশ বাদে পুরোটা দখল নিয়ে শুরু করেছিলেন বিশাল তাতারি সাম্রাজ্যের।

One of the worst wars in history began in 1402 for the flow of events between these two generals. In the battle of Ankara in present-day Turkey, Timur Long's army numbered about six million. On the other hand, due to the internal strife of the Ottomans, the Turkish Ghazis from different parts of the empire did not take part in this war, so Bayezid had only about two lakh soldiers. The Ghazis were the Ottomans' greatest power. But Sultan Bayezid fell behind as the Ghazis did not take part in the war. Then, with a powerful elite force like the Janissary forces, Bayezid narrowed the balance of power.

এই দুই জেনারেলের মধ্যেই বিভিন্ন ঘটনা প্রবাহের জন্য ১৪০২ সালে শুরু হয় ইতিহাসের ভয়ঙ্কর তম যুদ্ধের একটি। বর্তমান তুরস্কের আঙ্কারার ময়দানে হওয়া সেই যুদ্ধে তৈমুর লংয়ের সৈন্য ছিল প্রায় ছয় লাখ। অন্যদিকে অটোমানদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তুর্কি গাজীরা এই যুদ্ধে অংশ না নেওয়ায় বায়েজিদে সৈন্য ছিল মাত্র দুই লাখ মত। গাজীরা ছিল অটোমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা। কিন্তু গাজীরা এই যুদ্ধে অংশগ্রহণ না করায় সুলতান বায়েজিদ কিছুটা পিছিয়ে পড়েন। তারপর ও যেনিসারি বাহিনীর মত শক্তিশালী এলিট ফোর্স হাতে থাকায় বায়েজিদ শক্তির ভারসাম্যের পার্থক্য অনেকটাই কমিয়ে এনেছিলেন।

But in this war, nothing was actually in favor of the Bayezids. In Ankara, Bayezid lost all tactical positions due to a small strategic mistake and they fell into the hands of Timur. When the war broke out on a hot summer day, Timur captured the source of its fresh water. As a result, when the soldiers of Taimur went to the battlefield refreshed and refreshed, the soldiers of Bayezid were almost dying of thirst. But as the dying lion became more violent, so it happened here. Ottoman soldiers risked their lives to fight the Tatars and humiliate them. Just then, when Timur's one lakh freshed reserve force entered the battlefield, the battle turned. The weary, thirsty Ottomans no longer had the power to fight the Tatars. As a result, even a while ago, where the Ottomans were cutting the Tatars, now the Tatars started cutting the Ottomans.

কিন্তু এই যুদ্ধে আসলে কোন কিছুই বায়েজিদের পক্ষে ছিল না। ছোট একটা কৌশলগত ভুলের জন্য আঙ্কারায় বায়েজিদ সকল কোশলগত অবস্থান গুলো হারিয়ে ফেলেন এবং সেগুলো চলে যায় তৈমুরের হাতে। গ্রীষ্মের উত্তপ্ত দিনে যাখন যুদ্ধ শুরু হবে তখন সেখানের সুপেয় পানির উৎসগুলো তৈমুরের কব্জায়। ফলে তৈমুরের সৈন্যরা যখন সতেজ ও তরতাজা হয়ে যুদ্ধের ময়দানে গমন করলো, বায়েজিদের সৈন্যরা তখন পিপাসায় মৃতপ্রায়। কিন্তু আধমরা সিংহ যেমন আরো বেশি হিংস্র হয়ে উঠে এখানেও তাই হলো। অটোমান সৈন্যরা জীবন বাজি রেখে তাতারদের সাথে লড়ে তাদেরকে নাস্তানাবুদ করে ফেলেছিল। ঠিক তখনই তৈমুরের এক লাখ তাজাদম রিজার্ভ ফোর্স যুদ্ধের ময়দানে প্রবেশ করলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ক্লান্ত পিপাসার্ত অটেমানদের পক্ষে তাতারদের বিরুদ্ধে আর যুদ্ধ করার ক্ষমতা ছিল না। ফলে কিছুক্ষণ আগেও যেখানে অটেমানরা কচু কাটা করতে ছিল তাতারদের, এখন তাতার রাই অটোমানদের কচু কাটা করতে শুরু করলো।

After a while the fate of the war was decided. Helping his sons escape the battlefield, he killed hundreds of Tatars with his ax, and Sultan Bayezid the Thunderbolt was captured by the Tatars. The Ottomans were defeated and the Tatars won the battle. On that hot summer day, there were about ninety thousand Ottoman corpses lying on the ground in Ankara, almost twice as many Tatar soldiers.

কিছুক্ষনের মধ্যেই যুদ্ধের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। নিজের ছেলেদের যুদ্ধের ময়দান থেকে পালাতে সাহায্য করে শতশত তাতারকে নিজের কুঠারের আঘাতে কেটে, সুলতান বায়েজিদ দ্য থান্ডারবোল্ট ধরা পড়লেন তাতারদের হাতে। যুদ্ধে অটোমানদের পরাজয় আর তাতাদের বিজয় হলো। সেদিন গ্রীষ্মের সেই অগ্নিঝরা দিনে আঙ্কারার ময়দানে প্রায় নব্বই হাজার অটোমানের লাশের পাশাপাশি পড়ে ছিল প্রায় দিগুণ তাতার সৈন্যের লাশ।

The next episode will come tomorrow with the aftermath of this war and the long-term consequences. Stay tuned. Thank you.

এই যুদ্ধের পরবর্তী ঘটনা প্রবাহ ও দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে আগামী কাল আসবে পরের পর্ব। ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ।l

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!