source
The martain
The martain
The martain মুভি মুলত মঙ্গল গ্রহের নাসার একটি মিশন এর কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে। মঙ্গল মিশন নিয়ে আমরা বিভিন্ন ধরনের মুভি দেখলেও The martain এটি বেশ আলোচিত একটি মুভি। মুভিটি ২০১৫ সালে নির্মাণ করা হয় এবং এটি সাইন্স ফিকশন মুভি। অ্যান্ডি ওয়েয়ার ২০১১ সালে প্রথমে The martain উপন্যাস লেখেন। এরপর সেই উপন্যাসকে ভিত্তি করেই Ridley Scott (রিডলি স্কট) The martain চলচ্চিত্র নির্মাণ করেন। মুভিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন Matt Damon (ম্যাট ডেমন)। Toronto International Film Festival (২০১৫) সালের ১১ সেপ্টেম্বর প্রথম মুক্তি পায় মুভিটি।
পরিচালনা | রিডলি স্কট |
---|---|
অভিনয় | ম্যাট ডেমন,ক্রিস্টেন উইগ,কেট মারা, জেসিকা চেষ্টাইন,আকসেল হেনি,জেফ ড্যানিয়েলস,চিয়েটেল ইজিওফর,মাইকেল পেনা,সেবাস্তিয়ান স্ট্যান |
প্রযোজনা | রিডলি স্কট,সাইমন কিনবার্গ, মাইকেল শ্যাফার,মার্ক হাফাম |
চিত্রনাট্য | অ্যান্ডি ওয়েয়ার |
সংগীত | হ্যারি গ্রেগসন-উইলিয়ামস |
সময় | ১৪১ মিনিট |
ভাষা | ইংরেজি |
বাজেট | ১০৮ মিলিয়ন |
টোটাল আয় | ৬৩০.২ মিলিয়ন |
মুক্তি | সেপ্টেম্বর ১১. ২০১৫, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব,, সেপ্টেম্বর ৩০. ২০১৫ (যুক্তরাজ্য), অক্টোবর ২. ২০১৫ ( যুক্তরাষ্ট্র ) |
দেশ | যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য |
কাহিনি সংক্ষেপে
কাহিনি সংক্ষেপে
সিনেমার শুরুতে দেখা যায় নাসার ছয় সদস্য একটি দল মঙ্গল গ্রহে যায় সেখানকার মাটি পরীক্ষা করার জন্য। মূলত তাদের সেখানে ৩১ দিন থাকার কথা ছিল । পরে ওরা পরে ওদের মিশন সাইটে বড় একটি ঝড় আসছে এবং সেজন্যই তারা মিশনটি বন্ধ করে দেয় এবং পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। পরে তারা সবাই যখন মহাকাশযান উঠার জন্য যায় তখনই প্রচন্ড ঝড় আরম্ভ হয়। তাদের একজন সদস্যর নাম ছিল ওয়াকমি। একটি এনটিনা ঝড়ে এসে ওয়াকমির গায়ে লেগে ওয়াকমিকে উড়িয়ে নিয়ে যায়। পরে তাদের টিম মেম্বার এবং ক্যাপটেন অনেক খুজেও না পেয়ে ভাবে ওয়াকমি মারা গেছে এবং তারা সবাই চলে যায়।
movie screenshot
পরেরদিন ঝড় শান্ত হলে ওয়াকমির জ্ঞান ফিরে এনটিনার একটা অংশ তার পেটে ডুকে যায়। পরে সে ক্যাম্পে ফিরে এসে নিজেই ছোট অপারেশন করে সেটি বের করে। ঝড়ে এনটিনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সে কোনো ভাবেই নাসার সাথে যোগাযোগ করতে পারছিল না। অপরদিকে তার কাছে যতো খাবার আছে তা দিয়ে ৪০০ দিন টিকতে পারবে। তবে নাসার পরবর্তী মঙ্গলে মিশন হবে এরিস-4 যা আরও চার বছর পর। পৃথিবীতে ফিরে যেতে হলে তাকে আরও চার বছর অপেক্ষা করতে হবে কিন্তু খাবার ৪ বছরের জন্য পর্যাপ্ত না। তাই ওয়াকমি কয়েকদিন চিন্তা করে ক্যাম্পের এক পাশে আলু চাষের চিন্তা করে। কিন্তু পর্যাপ্ত পানি ছিল না। পরে সে হাইড্রোজেন এর সাথে অক্সিজেন মিশিয়ে কয়েকবার ব্যর্থ হওয়ার পর শেষে সফল হয় পানি উৎপাদনে।
movie screenshot
এরপর তার লাগানো আলোতে দেখি ছোট্ট একটি গাছ হয়েছে সেটা দেখে সে খুব খুশি হয়। অপরদিকে নাসার তরফ থেকে তাঁকে মৃত ঘোষণা করে কিন্তু আপনি সেখানে বেশ খুশি ছিল। কিছুদিন পরে নাসা থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পায় ওয়াকমি এখনো জীবিত আছে। নাসার তরফ থেকে ফিরিয়ে আনার চেষ্টা পরিকল্পনা করা হয় যদিও পরবর্তী মিশন চার বছর পরে। তারা একটি রকেট বানানোর চিন্তা করে যা বানাতে সময় লাগবে তিন মাস এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে 6 মাস এবং রকেটের মাধ্যমে খাবার পৌঁছে দেবে। এরপর ওয়াকমির আলু চাষে বেশ সফল হয়। ওয়াকমি কয়েকদিন পর একটি স্যাটেলাইট খুজে পায় যা ১৯৯৭ সালে মঙ্গলে এসেছিল এবং এটির নাম পাথ-ফাউন্ডার।
movie screenshot
পরবর্তী দুই পক্ষের চেষ্টার মাধ্যমে ওয়াকমি এবং নাসা যোগাযোগ করতে সক্ষম হয়। ক্যাম্পে একটি বিষফোরন হয়ে ওয়াকমির খাবার নষ্ট হয় এবং যেগুলো আছে খাবার সেগুলোর মাধ্যমে সে ৬০৯ দিন খেতে পারবে। নাসা খাবার পাঠানোর জন্য খাবার ভর্তি একটি রকেট প্রেরণ করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরেই রকেটটি বিস্ফোরণ হয়। তখন ওয়াকমির বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে যায়।
এরপর চিন নাসাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং তাদের একটি প্রস্তুতকৃত রকেট দিতে চায়। এরপর রিচ নামের একজন ব্যক্তির আগমন ঘটে নাসায়। এবং সে অ্যাস্ট্রো ডায়নামিকস দাবি করে। এরপর রিচ একটি পরিকল্পনা শোনায় যার মাধ্যমে ৫০০ দিনেই ওয়াকমিকে ফিরিয়ে আনা সম্ভব হবে।
movie screenshot
কিন্তু নাসার এই পরিকল্পনা পছন্দ হয় নি কিন্তু ওয়াকমির টিম এর অন্যান্য সদস্যরা এটিতে রাজি হয়। পরে ওয়াকমির টিম মেম্বার হার্মিজের দিক পৃথিবী থেকে পরিবর্তন করে মঙ্গল এর দিকে নিতে থাকে। নাসা বুঝতে পারে যে তারা ওয়াকমিকে বাচানোর জন্য ফিরে যাচ্ছে। তাই নাসার তরফ থেকে হার্মিজ এ খাবার পৌঁছে দেয়। এভাবে সাত মাস হয়ে যায়, অল্প খাওয়ার জন্য ওয়াকমির শারীরিক দুর্বল হয়। পরে ওয়াকমি ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন ক্যাম্পের দিকে এগিয়ে যেতে থাকে সেখানে থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে। তার গাড়ী দিনে চার ঘন্টার বেশি চলে না তাই ১৩ ঘন্টা চার্জ করার পর পর চলতে হয়।
movie screenshot
এভাবে নাসার পরবর্তী ক্যাম্প লোকেশন এ পৌঁছায়। কিন্তু যে ম্যভ এর সাহায্য সে মঙ্গলের অরবিট এর বাহিরে যাবে সেটি অনেক ভারী ছিল। তাই সেটার ভিতর থেকে জানালা দরজা অপ্রয়োজনীয় জিনিস এবং ছাদ ও বাদ দেয়। এজন্য এটি হার্মিজের একজন টিম মেম্বার রিমোট দিয়ে এনিমিটা কন্ট্রল করবে। নির্দিষ্ট সময়ে ওয়াকমি মঙ্গল থেকে মহাকাশে যায়। ওয়াকমি এবং হার্মিজ পাশাপাশি অবস্থানের পরে হার্মিজের একজন টিম মেম্বার এর সাহায্যতে সে হার্মিজ এ ডুকতে পারে। পরবর্তী তারা পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীর মানুষ সবাই ওয়াকমির ফিরে আসাতে খুব খুশি হয়।
movie screenshot
মন্তব্য
মন্তব্য
The martain মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে। প্রচেষ্টার মাধ্যমে অনেক অসম্ভব কেও সম্ভব করা যায় এবং জীবন যুদ্ধে অনেক কঠিন সময়েও টিকে থাকা যায়। এই মুভিটির মাধ্যমে আমরা সেরকমই লক্ষ্য করেছি। বিশ্বব্যপী মুভিটি তুমুল সারা ফেলেছিল। যেহেতু এর box office আয় ছিল ৬০০ মিলিয়ন এর অধিক সুতরাং এটি নিঃসন্দেহে বলা যায় The martain মুভি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
রেটিং
রেটিং
- Imdb rating - 8/10
- my rating - 9/10
Valo hoyeche apnar movie review
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nicely delivered vai. Keep it up.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
dhonnobad rijon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লিখছেন অনেক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Movie ta asholei onek xoss..r apnar review ta o onek sundor hoise
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit