আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সবার প্রথম ধন্যবাদ দিতে চাই @steem-bangladesh কমিউনিটির এডমিন আর মডারেটর দের যাদের জন্য আমরা নিজের মাতৃভাষায় কিছু উপস্থাপন করতে পারছি।
আমি 42 SP ডেলিগেশন করলাম @hive-138339 একাউন্ট এ। এবং সেই সাথে Club75 এর আাবেদন করছি।
নিম্নের ধাপ গুলোর মাধ্যমে ডেলিগেশন সম্পুর্ন করলামঃ
ধাপ১ঃ
প্রথমে আমি Steemwoorld.org গুগল ক্রমে ওপেন করি। তারপর নিজের ইউজার নেম এবং Key দিয়ে লগিন করি।
ধাপ২ঃতারপর deligation অপশনে ক্লিক করি।
ধাপ৩ঃ
তারপর একটি পপ আপ হয় যেখানে আমি সম্পুর্ন তথ্য দিয়ে পুরন করি৷
ধাপ৪ঃতারপর ওকে তে ক্লিক করি এবং কনফার্ম করি।
ধাপ৫ঃ
সর্বশেষে আমার ইউজার নেম এবং Key দিয়ে লগিন করে approved করি৷
ডেলিগেশনের পরে
এভাবে আমি 42 SP ডেলিগেশন সম্পুর্ন করলাম।
Club75
এখন আমি আমার পাওয়ার আপ এর তথ্য শেয়ার করবো যেখানে প্রায় সম্পুর্ণ স্টিম পাওয়ার আপ করেছি।
ধন্যবাদ সকলকে।
বিশেষ কৃতজ্ঞতা
@hive-138339
@toufiq777