Steem-Bangladesh Contest : Diary Game by @tanvir612 (Diary-05)

in hive-138339 •  3 years ago 

" আসসালামু আলাইকুম "


  • শুরু করছি মহান আল্লাহ্‌র নামে ,
    আশা করি আল্লাহ্‌র রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আজকে আমি @steem-bangladesh কর্তৃক আয়োজিত The Dairy Game কন্টেস্টটিতে অংশ নিতে যাচ্ছি। আমি আজকে একটি ডায়েরি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

আজ রোববার , ২১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, শরৎ-কাল।
৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ।

📖 " আমার ডায়েরি-০৫"📖


⌚ সকাল বেলা:


IMG_20210905_204744.jpg

লোকেশন ( সকালের আকাশ )

ঘড়িতে সময় সকাল ৭ঃ৫০। প্রতিদিনের মত ফোনের এলার্ম বেজে উঠল। সকালে উঠা টা একটু কস্টেরই মনে হয় আমার কাছে। ফ্রেস হলাম। বাসা থেকে বের হয়ে অটোরিকশা যোগে অফিসে পৌছালাম। হাতে আজকে অনেক কাজ। অফিসে পৌছে ডেস্কে বসে চা খেয়ে প্রযেক্টে গেলাম রিসিপশন টেবিলের কাজ তদারকি করতে।

IMG_20210905_193521.jpg

লোকেশন ( রিসিপশন টেবিল )


⌚দুপুর বেলা:


দুপুরে বাসায় চলে আসলাম লাঞ্চ করতে, ভাত রান্না ছিল ডিম ভেজে আর সাথে টমেটোর সালাত লাঞ্চ করে বিশ্রাম নিয়ে আবার অফিস।অফিসে এসে কিছু ইন্টেরিওর প্রযেক্টের ডেকোরেশন কাজের বাজেট করলাম।

IMG_20210905_194947.jpg

লোকেশন (দুপুরের খাবার )


⌚বিকেল বেলা :


অফিসের বস এসে নতুন কাজ দিয়ে গেল ২ টা রুমের 3D ডিজাইন করতে হবে। ব্যাস স্কেচাপ সফটওয়্যার ওপেন করে কাজ শুরু করলাম। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে এল

IMG_20210905_191755.jpg

লোকেশন ( পিসি তে ডিজাইন করা )


⌚সন্ধ্যে বেলা:


হাতের কাজ শেষ করে বসকে রিপোর্ট করলাম।তিনি কিছু কারেকশন দিল। সে অনুযায়ী আবার ডিজাইন করে তাকে দিলাম। সে ড্রইং নিয়ে মিটিং এর উদ্দেশ্যে বের হয়ে গেল। আমি এসে ডেস্কে বসলাম।

IMG_20210905_203727.jpg

লোকেশন ( ড্রইং সাবমিশন। )


⌚ রাত:


অফিস ছুটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে, ফেসবুক ব্রাউজ করলাম কিছুক্ষন এরপর স্টিমিট এ ঢুকে ডাইরি লিখা শুরু করলাম। এরপর পোস্ট করে ইউটিউবে ঢুকে পড়লাম।


তো বন্ধুরা এই ছিল আমার আজকের বোরিং ডায়েরি। আজকে এ পর্যন্তই ভাল থাকবেন সবাই ।

"আল্লাহ হাফেজ"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ছিল আপনার দিনটি।