Steem Bangladesh Contest || Game Review

in hive-138339 •  4 years ago 

গেম রিভিউঃ "Real Cricket 20 "(রিয়েল ক্রিকেট ২০)

Screenshot_2021-07-27-10-18-19-162_com.nautilus.RealCricket3D.jpg

আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের গেমিং রিভিউ এ,আমাদের বাংলাদেশে ক্রিকেট ভালবাসে না এমন লোক পাওয়া দুস্কর।
আমার আজকের গেমিং রিভিউ এ এন্ড্রয়েড প্লে স্টোরে উপলব্ধ ৪.২ রেটিং ধারি "রিয়েল ক্রিকেট ২০"গেমটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।

ভুমিকাঃ

গেমটি ২০১৮ সালের ৫ এপ্রিল প্লেস্টোরে রিলিজ হয়েছে, এটি প্রায় ১ কোটি + ইতিমধ্যেই ডাউনলোড হয়েছে,অনেক ক্রিকেট গেমসের মধ্যে গ্রাফিক্স,কন্ট্রোল, কম্নট্রি,সাউন্ড ইফেক্ট ও অনেক নতুনত্ব নিয়ে সুনাম কুড়িয়েছে গেমারদের।
এই গেমটই আপনারা সম্পুর্ন ফ্রিতে ডাউনলোড করেতে পারবেন।
IMG_20210727_112625.jpg

ডিভাইস প্রয়জনীয়তাঃ

অপারেটিংসিস্টেমএন্ড্রয়েড,আইওএস

ইন্টারফেসঃ

গেমটির ফার্স্ট টাইম এনিমেশন মুগ্ধ করার মত স্টেডিয়ামের শহর রাস্তা থেকে ক্যামেরা আপনাকে স্টেডিয়মের ভেতরে নিয়ে যাবে,ম্যাচ শুরুর আগে উভয় দলের জাতীয় সংগিত,প্রি ম্যাচ ও পোস্ট ম্যাচ কমেন্ট্রি শো আপনারা দেখতে পাবেন গেমটিতে।
Screenshot_2021-07-27-10-24-56-103_com.nautilus.RealCricket3D.jpg

Screenshot_2021-07-27-10-25-17-603_com.nautilus.RealCricket3D.jpg

কমেন্ট্রি প্যাকঃ

গেমটিতে ইংরেজি, হিন্দি সহ আরো বিভিন্ন ভাষার ধারাভাষ্য প্যাক পেয়ে যাবেন আপনারা।মহিলা কমেট্রি উপলব্ধ রয়েছে গেমটিতে।

Screenshot_2021-07-27-10-24-44-426_com.nautilus.RealCricket3D.jpg

গেমিং মুডসঃ

গেমটিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গেমিং মুডস,যা আপনাকে এনে দেবে গেম খেলার পুর্ন স্বাধিনতা,
এখানে অফলাইন,অনলাইন উভয় ভাবে খেলতে পারবেন।

Screenshot_2021-07-27-10-18-45-074_com.nautilus.RealCricket3D.jpg

১.মাল্টিপ্লেয়ার
২.কুইক প্লে
৩.ওয়ার্ল্ড কাপ
৪. টুর্নামেন্ট
৫.টেস্ট ম্যাচ
৬.প্যাক্টিস মুড সহ ১/১,২/২টিম ইত্যাদি ধরনের পদ্ধতিতে খেলতে পারবেন।

উদ্ভাবনী গেমপ্লেঃ

এই গেমটির ভিতরে আপনি একটা দারুন জিনিস লক্ষ্য করবেন সেটা হল বিভিন্ন ব্যাটসম্যান / ব্যাটিং টাইপের মধ্যে পার্থক্য অনুভব করবেন খেলার সময়।
এটার ডিফেন্সিভ, ভারসাম্য ও অগ্রাশন ধরন আপনাকে বাস্তব অভিজ্ঞতার জগতে নিয়ে যাবে
Screenshot_2021-07-27-10-27-07-894_com.nautilus.RealCricket3D.jpg

আপনি গেমটিতে আবহাওয়া ও সময়ের পরিবর্তন ঘটিয়ে দিন/রাত মুডে খেলতে পারবেন।

প্রযুক্তির ব্যাবহারঃ

গেমটিতে লেগ বিফোর উইকেট বা রান আউটের সময় সর্বাধিক জনপ্রিয় বাস্তব অভিজ্ঞতার মত আল্ট্রাএজ, সিনকো মিটার ও হটস্পট এর মত প্রযুক্তির দেখা পেয়ে যাবেন যা প্রশংসার দাবিদার।

সিনারিও গ্রাফিক্সঃ

এবার জেনে নেওয়া যাক গেমটির গ্রাফিক্স সম্পর্কে গেমটির সেটিং থেকে ফোনের ক্ষমতা অনুযায়ী আপনি গ্রাফিক্স ভারসাম্য, হাই, লো,আল্ট্রা করে নিতে পারবেন।
Screenshot_2021-07-27-13-46-44-698_com.nautilus.RealCricket3D.jpg
গ্রাফিক্স কোয়ালিটি ভাল কিন্তু সর্বোত্তম নহে, আরোও আশা করা যায় এখন কিন্তু আপনাকে কোনভাবেই হতাশ করবে না তবে সিনারি গুলো চমৎকার আউট হলে, ৬/৪ বা শতক হাকালে ম্যাচ শুরুর আগে,টস এর সময়ে স্টেডিয়াম কাভারেজ দারুন ভাবে সাজানো হয়েছে গেমটিতে।

কন্ট্রোলঃ

কন্ট্রোল এর কথা বলতে গেলে আপনি পেয়ে যাবেন চার ধরনের পদ্ধতি জয়স্টিক এর মাধ্যমে বা সোয়াইপ করে অনায়াসে খেলতে পারবেন।
Screenshot_2021-07-27-13-46-39-159_com.nautilus.RealCricket3D.jpg

ক্যামেরাঃ

বিভিন্ন সেটাপে ক্যমেরা সেট করে খেলা যাবে গেমটি, বিভিন্ন এংগেল এর সেটাপ খুজে পাবেন এখানে।
Screenshot_2021-07-27-13-46-33-246_com.nautilus.RealCricket3D.jpg
ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং এর সময়ে আলাদা এংগেল এ ক্যামেরা সেটাপ করতে পারবেন।

দল,খেলোয়াড় ও আম্পায়ারঃ

গেমটিতে বড় থেকে শুরু করে ছোট সকল দল পেয়ে যাবেন।সম্প্রতি সকল খেলোয়াড়দের স্কোয়াডে দেখা যাবে গেমটিতে নাম,জার্সি মিলে যাবে বাস্তব খেলোয়াড়দের সাথে।
Screenshot_2021-07-27-14-14-17-818_com.nautilus.RealCricket3D.jpg
প্লেয়ারদের টাইমিং মিটার এর মাধ্যমে ব্যাটসম্যানের দক্ষতা দেখে খেলা যায়,ব্যাটিং এর সর্ট সিলেকশন,ফিল্ডিং, বোলিং এর মুভমেন্ট অনেকটাই বাস্তবমুখি এগুলা চিন্তা করে এতে ১০ এ ৮.৫ দেওয়াই যায়।
তবে বাস্তব চেহারার সাথে মিল নেই খেলোয়াড় দের তবে চোখ মুখের আকৃতি দেখে মিল রাখার চেস্টা করা হয়েছে গেমটিতে।
গেমটিতে আম্পায়ার দের এক্টিভিটি যথেস্ট নজর কেড়েছে দ্রুত রেসপন্স ও আউট, বাউন্ডারি এর ইশারা ও অংগভংগি
বাস্তব অভিজ্ঞতার মত মনে হয়েছে
Screenshot_2021-07-27-10-26-46-401_com.nautilus.RealCricket3D.jpg
ব্যাটসম্যান এর ক্ষেত্রে একটি পারফেক্ট শট খেলার জন্যে টাইমিং, ফুট ওয়ার্ক ও শট সিলেকশন জরুরি এই তিনটির সমন্বয় ব্যতীত পারফেক্ট শট এর বদলে ক্যাচ উঠে যাবে অথবা মিস হবে।
Screenshot_2021-07-27-10-26-25-597_com.nautilus.RealCricket3D.jpg

মিড-গেমপ্লেঃ

খেলার মাঝেমাঝে প্লেয়ারদের এক্সপ্রেশন দেখানো হয় যেগুলো তাও টেলিকাস্টের অনুভুতি দেবে।।। অধিনায়ক বাউন্ডারি হজম করার পর বোলারকে সান্তনা দিচ্ছে, পার্টনারশিপ এর পর দুই ব্যাটসম্যানের হাত মেলানো, উইকেট পড়ার পর প্লেয়ারদের সেলিব্রেশন, ফিফটি করার পর ব্যাটসম্যানের সেলিব্রেশন , প্লেয়ার আউট হয়ে ফেরত যাওয়া বা নতুন ব্যাটসম্যান মাঠে আসা সবই দেখানো হয়ে থাকে।
Screenshot_2021-07-27-17-47-55-436_com.nautilus.RealCricket3D.jpg
আরোও সুন্দর লেগেছে যে বাউন্ডারি,উইকেট এর পর সেগুলোর যে রিপ্লে দেখানো হয়, স্লো মোশনে একাধিক এংগেলে দেখানো হয়ে থাকে যা বেশ উপভোগ্য।

সেভ,অটোপ্লে ও স্টাটিস্টিকসঃ

গেমটি খেলার মাঝেই সেভ করে বের হওয়া যাবে,আবার চালু করলে সেভ অবস্থা থেকে খেলা যাবে।অটো প্লে ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট অভার পর্যন্ত স্কিপ করে খেলা যাবে।
Screenshot_2021-07-27-13-46-54-478_com.nautilus.RealCricket3D.jpg
তাছাড়া খেলার মাঝে গেমটি পজ করে পার্টনারশিপ, স্কোরিং এরিয়া,খেলার সামারি, হাক আই ইত্যাদি পর্যালোচনা বিশ্লেষণ দেখা যাবে।

অপ্টিমাইজেশন এর কথা বলতে গেলে অভারওল ভালই বলা চলে।আর রেডমি কে ২০ প্রো তে স্মুথ চলেছে, কোন ল্যাগ বা স্টাটার দেখা আমি পাই নি।

পরিশেষ মন্তব্যঃ

গেমটিতে ধারাভাষ্য ও কিছু শট মাঝে মধ্যে ঊদ্ভট লেগেছে,
যেমন ১০ নং ব্যাটসম্যান আউট হলে হিউজ উইকেট বলে।কিছু টুকটাক ভুল ছাড়া মোটামুটি স্টাব্যল লেগেছে আমার কাছে আশা করি আপনাদের কাছে গেমটি উপভোগ্য হবে।

নোটঃ ব্যবহৃত ছবি গুলো গেম খেলার সময় স্ক্রিনশট নেওয়া।
বিঃদ্রঃ আমার করা প্রথম গেম রিভিউ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইউজার আইডি @tanvir612 ধন্যবাদ সবাই কে রিভিউ টি পড়ার জন্যে আল্লাহ হাফেজ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে

সুন্দর হয়েছে ভাই

অনেক সুন্দর হয়েছে ভাই

গেমের সব খুঁটিনাটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। নাইস রিভিউ।

Nice post, Thanks for sharing

You have been upvoted by @toufiq777 A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

For general information about what is happening on Steem follow @steemitblog.