Steem bangladesh contest | Game Review | Efootball pes 2021 |

in hive-138339 •  4 years ago 

Game Review Post


আসসালমুয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভাল আছি।steem-bangladesh থেকে নতুন করে আবারও দৈনিক কন্টেস্ট চালু করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।আজকের আয়োজিত কন্টেস্ট হলো গেম রিভিউ। তাই আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি গেম রিভিও করার জন্য। গেমটির নাম হলো pes football game.গেমটি খুবই জনপ্রিয় একটি গেম,তাই এই গেমটি সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে বলে মনে করি। চলুন তাহলে আমরা এখন গেমটি সম্পর্কে জেনে আসি।

image.pngsource

E Football pes 2021


আমি এখন এই গেমটি কিভাবে খেলা যায় সেই বিষয়ে কিছু কথা বলবো। তবে এই গেমটি আমার কাছে যে কারণে বেশি ভালো লেগেছে তা হলো,আপনার আইডি এক্টিভ হলে আপনি আপনার বন্ধুদের সাথেই এই গেমটি খেলতে পারবেন। এটা খুবই ভালো একটি ব্যাপার। এটি অনলাইন গেম হলেও আপনি নেট কানেকশন দিয়ে খেলা শুরু করার পর নেট অফ করেও একটি ম্যাচ সম্পন্ন খেলতে পারবেন। তবে এটা ইভেন্ট বেঁধে কিছুটা তারতম্য রয়েছে। তাছাড়া এই গেম কয়েকটি পদ্ধতিতে খেলা যায়।সেই পদ্ধতি গুলো নিয়ে নিচে আলোচনা করেছি।

IMG_20210509_105544.jpg screenshot

How to play:


আমি আগেই বলেছি গেমটি সম্পূর্ণ একটি অনলাইন গেম তবে গেমটি আপনি চাইলে অফলাইনে খেলতে পারেন।প্রথমে আপনি নেট কানেকশন চালু রেখে খেলা শুরু করুন।খেলা শুরু হওয়ার পর নেট কানেকশন বন্ধ করে দিন। এভাবে আপনি একটি ম্যাচ খেলতে পারবেন। পরবর্তী ম্যাচ খেলতে হলে আপনাকে অবশ্যই আবার নেট কানেকশন করতে হবে।
তবে একটি কথা খুবই জুরুরী যে আপনি যখন আপনার বন্ধুদের সাথে অনলাইনে খেলতে যাবেন তখন অবশ্যই সবসময় নেট কানেকশন চালু রাখতে হবে।

IMG_20210509_110106.jpg screenshot

Event Match:


এই খেলার বাস্তবের মতই অনেক ইভেন্টে নিয়ে খেলা যায়।ইভেন্ট গুলো সপ্তাহের কয়েকটি দিন চালু থাকে।দুই দিন তিনদিন সর্বোচ্চ সাত দিন পর্যন্ত একটি ইভেন্ট চালু থাকে।এই ইভেন্টে মধ্যে আপনি যত ভালো খেলতে পারবেন তবে বেশি জিপি কয়েন এবং ট্রেইনার পাবেন।এই ইভেন্ট ম্যাচ দুই ভাবে খেলা যায়। একটি হলো অনলাইন ইভেন্ট এবং অপরটি হলো অফলাইন ইভেন্ট।নিচে আমি অনলাইন এবং অফলাইন ইভেন্ট নিয়ে কিছু আলোচনা করেছি।

IMG_20210509_105502.jpg screenshot

Online events:


অনলাইন ইভেন্টে সর্বমোট তিনটি ম্যাচ খেলা যায়।তিনটি ম্যাচের জন্য আপনি তিনবার করে খেলতে পারবেন। এবং তিনবারের মধ্যে আপনাকে নির্দিষ্ট পরিমাণ গোল করতে হবে। তবেই আপনি জয় লাভ করতে পারবেন।প্রথম খেলায় অর্থাৎ প্রথম তিন ম্যাচে আপনাকে একটি গোল করতে হবে। একটি গোল করতে পারলে আপনি ২৫০০০ জিপি কয়েন পাবেন।
দ্বিতীয় তিন ম্যাচের মধ্যে আপনাকে দুটি গোল করতে হবে। আপনি যদি দুটি গোল করতে পারেন তবে আরো ২৫০০০ জিপি কয়েন পাবেন।এভাবে তৃতীয় খেলায় যদি তিনটি গোল করতে পারেন তবে আপনি আরো ২৫০০০ জিপি কয়েন পাবেন।এভাবে আপনি অনলাইন ইভেন্ট সম্পন্ন করে ৭৫০০০ জিপি কয়েন সংগ্রহ করতে পারবেন।

IMG_20210509_110434.jpg screenshot

Offline events:


এখন আমি যে ইভেন্ট এর কথা বলছি সেটা হলো অফলাইন ইভেন্ট।এই ইভেন্টে আপনি নেট চালু রেখে খেলা শুরু করে নেট অফ করে খেলতে পারবেন। এ সম্পর্কে আগেই বলেছি আমি।এই অফলাইন ইভেন্ট আপনি যত খুশি তত খেলতে পারেন। আর যত ভালো খেলবেন ততো জিপি কয়েন সংগ্রহ করতে পারবেন। যার ফলে আপনার দল অনেক শক্তিশালী হবে।

IMG_20210509_111631.jpg
screenshot

How to build your team:


আপনার টিম শক্তিশালী করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হলো। আপনাকে আপনার পছন্দের খেলোয়াড় কেনার জন্য ড্র দিতে হবে।এখানে আপনি বিভিন্ন ধরনের খেলোয়াড় কিনতে পারবেন। এর জন্য আপনাকে আপনার জিপি অথবা কয়েন দিয়ে ড্র দিতে হবে। এতে করে আপনি আপনার পছন্দের খেলোয়াড় কেনার চেষ্টা করুন।ভালো খেলোয়াড় কেনার পর পজিশন মত সেট করুন। তাহলেই আপনি আপনার টিমকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন। তাছাড়া হার জিত আপনার খেলার উপরে ডিপেন্ড করবে।

IMG_20210509_111120.jpg screenshot

পেস গেমটি নিয়ে আমার এটুকুই বলার ছিল। আপনাদের কাছে এই গেমটি কেমন লাগে? কমেন্টে জানাবেন।আশা করছি গেমটি আপনার কাছে ভালই লাগবে।

একটি কথা আসক্তি খুবই মারাত্মক ব্যাধি সুতরাং গেম খেলার প্রতি আসক্তি হবেন না। সীমিত খেলুন বিনোধন নিন। ধন্যবাদ সবাইকে।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আবার দেখা হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!