Step 4: Clear the concept of your Steemit Homepage

in hive-138339 •  4 years ago 

আজ আপনাদের সাথে আপনার Steemit Home page নিয়ে কথা একটু আলোচনা করব। Steemit.com এ ঢোকার পর যে পেজটা দেখতে পান এটি আপনার হোমপেজ ।

Trending

হোমপেজের ডানসাইডে যে Trending লেখা দেখতে পাচ্ছেন। এটার মানে আপনার হোমপেজে এখন Article বা পোস্টগুলি দেখতে পাচ্ছেন সেগুলো এ সপ্তাহের সবচেয়ে বেশি উপার্জিত পোস্ট।

3.1.JPG

New

আপনি যদি new সিলেক্ট করেন তাহলে এই মুহূর্তে যত নতুন পোস্ট steemit এ পাবলিশ বা প্রকাশিত হয়েছে সেগুলো দেখতে পাবেন ।

3.2.JPG

Payouts

এখন পর্যন্ত যে সকল পোস্ট steemit.com উপার্জিত অর্থ পেয়েছে তার তথ্য এখান থেকে দেখতে পারবেন।

3.3.JPG

Muted

এখানে ওইপোস্ট গুলি যে steemit এ বা কোন community তে illegal পোস্ট করেছে। সেখান থেকে তাদেরকে Mute করে দেয়া হয়েছে।

3.4.JPG

My friends

বামকোনায় দেখেন My friends নামে অপশন আছে। এখান ক্লিক করলে আপনি তাদের পোস্ট দেখতে পাবেন যাদের আপনি ফলো করেন।

3.5.JPG

My communities

My communities এ যদি ক্লিক করেন তাহলে আপনি যে সকল communities এ সাবস্ক্রাইব করছেন সেগুলোর পোস্ট দেখতে পাবেন। এখানেও Trending, new, payouts এবং muted পোস্টগুলি দেখতে পারবেন। তবে সবগুলি আপনার সাবস্ক্রাইব করা communities এর পোস্ট।

3.6.JPG

আশা করি আপনার Homepage সম্পর্কে ধারণা পেয়েছেন। পরবর্তী পোস্টে আমি আপনাদের বলব কিভাবে আপনি steemit এ পোস্ট করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!