The diary game season-3 || Simple day

in hive-138339 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম



আমি তো সকালে উঠতে পারি না। কারণ রাতে দেরি করে ঘুমাই। আজকেও সকাল ৯ টায় ঘুম থেকে উঠোছি। ঘুম থেকে উঠে মা বললো সকালে নাকি আকাশে অনেক মেঘ ছিলো৷ কিন্তু ৯ টায় ঘুম থেকে আমার উল্টাটা মনে হচ্ছিলো। আমি আমার মাকে বলতেছি যে রোদ তুমি মেঘ কই পাইলা৷ একেই বলে বর্ষার আকাশ৷ কখন কি হবে বলা যাবে না৷ আকাশে এই মেঘ এই রোদ৷ ঠিক নাই কোন কিছুর৷ বর্ষাকালের শুরুতে যে ভাবে বৃষ্টি হয়েছি। মাঝে একদমই বৃষ্টি হয় নামই এখন আবার বর্ষা কাল তার আসল রূপে ফিরে এসেছে৷ সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নেই৷ এরপর আমার মা আমি ও আমার বউ একসাথে সকালের খাবার খাইলাম৷ আজ সকালের খাবারে গরুর মাংসের বিরিয়ানির খাইলাম৷ আমার ঠোঁট কেটে গিয়েছিলো৷ ঠোঁট এর জন্য কিছুই খেতে পারতেছিলাম৷ তাই শরীরও খারাপ হয়ে যাচ্ছিলো। আবার গ্যাসেরও সমস্যা হচ্ছিলো। রাতে খুবই পেট ব্যাথা ছিলো। সকালে একটু কমেছিলো৷ কিন্তু থেকে থেকে হালকা পেট ব্যাথা লরতেছিলো।



দুপুর বাসার কিছু কাজ করলাম৷ দুপুর ২ টার সময় আমি একটু বাজারে গেলাম৷ আমাদের ছাতা বাড়িতে একটা৷ তাই একটি ছাতা কিনলাম৷ একটি ক্যাপ কিনলাম৷ এরপর একটু টার্মিনালে গেলাম৷ যাওয়ার সময় হালকা বৃষ্টি হচ্ছিলো৷ টার্মিনালে গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে৷ সেখানে গিয়ে আমার বউ এর জন্য চিেস কিনলাম৷ এরপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমার প্রচুর গ্যাসের সমস্যা শুরু হলো। তাই মাকে বলে একটি গ্যাসের ট্যাবলেট নিয়ে খেলাম।



বিকাল ৪ টার সময় আমি বাসা থেকে বের হলাম৷ আজকে আমার বন্ধুর সাথে এক জায়গায় যাওয়ার প্লান ছিলো৷ তাই দুইজনে ৪ টায় বের হলাম৷ বাড়ি থেকে বের হয়ে রাবেয়া গেলাম৷ রাবেয়াতে গিয়ে ১ টি ভ্যান নিলাম৷ ভ্যানে করে আমাদের গন্তব্যে গেলাম। গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে যেতে সেই ভালো লাগে। কারণ দুই ধারে ধানের ক্ষেত৷ আর চারপাশে ফাঁকা থাকে। বাতাস সরাসরি শরীরে এসে লাগে৷ ঠান্ডা একটা আবহাওয়া৷ দুইদিন ধরে বৃষ্টি হচ্ছে৷ তাই নদী নালা, খাল বিল এ পানি বেড়ে গেছে৷ পানির স্রোত বাড়ছে৷ আমরা ১ টার মধ্যে আমাদের গন্তব্যে পৌছালাম৷ এরপর ২০-৩০ মিনিট থাকার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম৷ বাড়িতে আসার সময় আমি ভুল করে আমার ছাতা রেখে এসেছিলাম৷ আর আসার সময় আকাশ সেই মেঘ করছিলো৷ আমাদের ভাগ্য ভালো যে বৃষ্টি হয় নাই। আমরা ৬.৩০ এ বাড়ির কাছে আসলাম। আমার বন্ধুকে বাড়িতে রেখে আমি বাজারে গেলাম৷ হালকা বৃষ্টি হচ্ছিলো। তারপর কিছুক্ষণ বাজারে থাকার পর একটি সেভেনআপ নিয়ে বাড়ি চলে আসলাম৷ বাড়িতে এসে কিছুক্ষণ ছাদে গিয়ে হাটাহাটি করলাম। ছাদে বেশ ভালো লাগতেছিলো।



আজকে পাকিস্তান ও ভারতের খেলা আছে। আমি ভারতের সাপোর্ট করি। যেহেতু আমার পছন্দের দলের খেলা তাই আমি টিভি চালু করে খেলা দেখতে বসলাম৷ এর মাঝে আবার ছাদে গিয়ে কিছুক্ষণ হাটাহাটি করে আসলাম। খেলা দেখার মাঝখানে হঠাৎ চ্যানেলে সমস্যা হওয়ায় আমি কিছুক্ষণ ইউটিউবে কার্টুন দেখলাম৷ এরপর আবার খেলা দেখা আরম্ভ করলাম৷ এরপর রাতের খাবার খাইলাম৷ রাতে চিপস খেতে চেয়েছিলাম৷ পরে আর খেতে মনে ছিলো না৷ রাতে আমার বউ আমার মাথায় তেল লাগিয়ে দিলো।



রাতে আমাদের ঘুমাতে দেরি হয়৷ আমার বউ রাতে বই পড়ে৷ ওর সামনে এসএসসি পরীক্ষা। ঐ ঘরে একা বই পড়ে৷ আমি ঘরে থাকলে ওর ডিস্টার্ব হতে পারে তাই আমি টওভির রুমে বসে টিভি দেখি৷ তাও মাঝে মাঝে ঐ আমার কাছে আসে৷ বকা দিয়ে পড়তে পাঠায় দেই৷ এরপর রাত ২.৩০ টার সময় ঘুমিয়ে পরলাম মাথা ব্যাথা করতেছিলো। কিন্তু তারাতাড়ি ঘুম আসতেছিলো না।

20220829_123406.jpg

20220829_125154.jpg

20220829_125150.jpg

20220828_213810.jpg



CameraSamsung M10
LocationParbatipur
Photo taken by@toufiq1994

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER: