আসসালামু আলাইকুম
কালকে রাতে ঘুমাই নাই। রাতে এক জায়গায় গিয়েছিলাম। বাড়ি আসছি রাত ১.৩০ টায়। বাড়ি আসার পর থেকে তুমুল বৃষ্টি আরম্ভ হয়েছিলো৷ বিদ্যুৎ চমকাচ্ছিলো আর বৃষ্টি হচ্ছিলো৷ মাঝে মাঝে আকাশটা উজ্জ্বল হয়ে উঠতেছিলো বিদুৎ এর ঝলকানিতে। এটা দেখে ভয় লাগতেছিলো৷ ঐ সময় আমি বেলকনিতে বসে ছিলাম৷ কারণ ঘুমই আসতেছিলো না। ভোর ৫ টায় ঘুম গিয়েছিলাম৷ তাই সকালে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিলো৷ সকালে ঘুম থেকে উঠে দপখি দুপুর ১২.৩০ বাজে।
ঘুম থেকে উঠে নাস্তা করলাম৷ এর আগে একটু বেলকনিতে গিয়েছিলাম। কারণ জোরে বৃষ্টি হচ্ছিলো আর বাচ্চা বৃষ্টিতে গোসল করতেছিলো৷ আমাদের সৈয়দপুরে একটু বৃষ্টি হলেই পানিতে ভরে যায় রাস্তাঘাট। গাছে সুন্দর ঘাস ফুল ফুটেছে সেগুলোর কিছু ছবি তুললাম৷ এরপর নাস্তা খাইতে বসলাম৷ আজকের নাস্তাতে গরুর মাংসের ঝোল দিয়ে পুরি খেয়েছিলাম। দুপুর ১.১৫ মিনিটে বৃষ্টি থামছিলো৷ আজকে জুমার দিন৷ নামাজে যেতে হবে। বৃষ্টি যেহেতু থামছে তাই দ্রুত নামাজ আদায় করতে মসজিদে চলে গেলাম৷ আমাদের মসজিদে ১.৪০ এ নামাজ শুরু হয়৷ রাস্তায় পানি জমেছিলো৷ পানির মধ্যে দিয়ে নামাজে গেলাম৷ বৃষ্টি হওয়া সত্যেও সবাই নামাজে এসেছেন৷ আমি আজকে দেরি করে মসজিদে যাওয়ার কারণে আজকে আমাকে তিনতলায় বসতে হয়েছিলো৷ যেহেতু দুপুরে নাস্তা করেছিলাম৷ তাই আর দুপুরে ভাত খাই নি৷ দুপুর ৪ টার পর একটু ছাদে গিয়েছিলাম৷ ছাদে বৃষ্টি পানি জমে ছিলো৷ গাছের পাতায় বৃষ্টির পানি জমে ছিলো৷ দেখতে বেশ ভালোই লাগতেছিলো।
বিকালে আছরের আজান দেওয়ার পর আমি ঘরে চলে আসলাম৷ ঘরে এসে টিভি ছাড়লাম৷ টিভিতে ইন্টারনেট কানেকশন লাগিয়ে ইউটিউবে হরর কার্টুন দেখা আরম্ভ করলাম। এরপর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলাম।
সন্ধ্যায় আমার কিছু কাজ ছিলো সেগুলো করলাম৷ সন্ধ্যায় মা আমাকে পাউরুটি চা দিলেন৷ আমি সেগুলো খেয়ে নিলাম। এরপর আমি পাকিস্তান ও হংকং এর খেলা দেখতে বসে পরলাম৷
Camera | Samsung M10 |
---|---|
Location | Parbatipur |
Photo taken by | @toufiq1994 |
ধন্যবাদ
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই এত রাতে বাইরে থেকে আসতে ভয় লাগেনি? হংকং এত কম রানে অলআউট হবে তা আশা করিনি। সুন্দর ডায়েরি লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit