আসসালামু আলাইকুম
আমাদের বাড়িতে বেশ কিছু নয়নতারা ফুলের গাছ রয়েছে। নয়নতারা ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে। লাল, সাদা, গোলাপি রং নয়নতারা ফুল বেশি দেখতে পাওয়া যায়৷ নয়নতারা ফুল সারাবছরই দেখতে পাওয়া যায়। এই ফুল সারা বছর ফুটে থাকে৷ যেকোন জায়গায় এই ফুল গাছ লাগানো যায়৷ অনেক গাছ আছে। সব জায়গার মাটিতে ভালো ফলন দেয় না৷
নয়নতারা গাছ গুলো খুব একটা বড় হয় না৷ চারা গাছ থেকে বড় হয়ে ফুল ফুটতে ২ মাস সময় লাগে৷ এই ফুল গুলো ৫ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে৷ ফুলটি থেকে তারা মতই দেখতে হয়৷ এই গাছের কান্ড নরম হয়ে থাকে৷ এর পাতা গুলো ২-৩ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। পাতা গুলো চ্যপ্টা হয়ে থাকে। এই ফুলের কোন গন্ধ নেই।
নয়নতারা ফুল এর ঔষধিগুণ রয়েছে। এর পাতা ফুল, বীজ সব কিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। নয়নতারা ফুল ডায়াবেটিস প্রতিরোধ করে। ব্লাড ক্যানসার নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
আমাদের বাড়িতে দুই রং এর নয়নতারা গাছ রয়েছে৷ আমাদের বাড়িতে সবসময় নয়নতারা ফুল ফুটে থাকে। সাদা ফুল গাছ আছে অনেক গুলো৷ লাল বর্ণের একটি গাছ ছিলো৷ কিন্তু ঐটা মারা গেছে। গোলাপি বর্ণের নয়নতারা গাছ আছে কয়েকটি৷ ফুল গুলো দেখতেই ভালো লাগে। অনেক ফুল তার সুগন্ধের জন্য পৃথিবী সেরা হয়। আবার অনেক ফুল সৌন্দয্যের জন্য। যাই হোক এই ফুলটি প্রতিটি বাড়িতেই কম বেশি দেখতে পাওয়া যায়।
Camera | Realme gt |
---|---|
Location | Parbatipur |
Photo taken by | @toufiq1994 |
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাদা নয়ন তারা আমার অনেক পছন্দের ফুল। সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit