The diary game : 20/08/2020 - Busy day

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম,
আজ বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২০
আমি #Bangladesh বাস করি।

আজ সকাল ১০ টায় ঘুম থেকে উঠেছি৷ কি যে হচ্ছে বুঝতেছি না। যেই আমি প্রতিদিন ৮ টায় ঘুম থেকে উঠতাম৷ সেই আমি এখ ৫ দিন ধরে ৯-১০ টায় উঠতেছি৷ যাই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ মোবাইলে সময় দেখা৷ আজ সময় দেখে ঝাপ দিয়ে উঠলাম৷ কারণ আজ আমাকে পার্বতীপুরে মোবাইল আনতে যেতে হবে৷

আমি আর সোহান ভাই

20200821_000706.jpg

তাই আমি ঘুম থেকে উঠে তারাতাড়ি নাস্তা করে নিলাম৷ নাস্তায় চা ও পাউরুটি খেয়েছিলাম৷ নাস্তা খেয়ে দাঁত ব্রাশ করে নিলাম। তারপর মা এর কাছে ১০০ টাকা নিলাম৷ কারণ পার্বতীপুর যাওয়া আসার খরচ ১০০ টাকার মতন। তারপর বের হওয়ার সময় মা বললো তিনিও বাইরে যাবেন৷ তিনি আমার সাথে বের হয়ে আমার ছোট খালার বাড়িতে যাবেন৷

তো দরজায় তালা দিয়ে মা আর আমি বিসমিল্লাহ বলে বেড়িয়ে পরলাম। মা ছোট খালার বাড়ি গেলেন৷ আমি রিকশায় করে বাসটার্মিনালে চলে গেলাম। বাসে আর উঠতে ভালো লাগে না। করোনাভাইরাস এর জন্য বাসের ভাড়া ডাবল করছে৷ কিন্তু একজন এর সিট এ দুইজনকে বসিয়ে নিয়ে যায়৷ এ কেমন বিচার৷

যাই হোক সৈয়দপুর থেকে পার্বতীপুর যেতে ২৫ মিনিট লাগে। আমি ১২ টার সময় পার্বতীপুর গিয়ে পৌঁছালাম। পার্বতীপুরে কেলোকার গেট এ নামলাম। ওখানে যেয়ে দেখলাম। ঐ এলাকার পোলাপান মাঠে কাজ করতেছে৷ তারা তাদের ক্রিকেট খেলার পিচ তৈরি করতেছেন। ওখানে প্রায় ২ ঘন্টা ছিলাম। ওখানে আমাদের steemit এর সদস্য @sohanurrahman, @tarpan, @nahidhasan23, @saany থাকেন। আজ @sohanurrahman আমাদের খাওয়াইছেন৷ তিনি আমাদের একটি ২ লিটার Coca-Cola এবং বিস্কুট খাওয়াইছেন৷

মাঠে কাজ করার দৃশ্য

20200821_000941.jpg

20200821_000921.jpg

তারপর আমি আর @sohanurrahman পার্বতীপুর শহরের বাজারে গেলাম৷ আমরা ভ্যানে করে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিলাম। ঐ খানে একটি দোকানে আমি মোবাইল ঠিক করতে দিয়েছিলাম। দোকানে গেলাম৷ কিন্তু আমি যে মোবাইলটি দোকানে দিয়েছিলাম৷ সেটি এখনও দোকানে আসে নাই৷ দোকানদাররা মোবাইলটি কাস্টমারকেয়ারে পাঠিয়েছেন৷ তারা বললেন আরও ৪-৫ দিন লাগবে৷ করোনাভাইরাস এর জন্য তাদের ডেলিভারি দিতে দেরি হচ্ছে।

তারপর আমি বিকাশ থেকে ৫৭০ টাকা বের করলাম৷ কারণ আমাকে আমার বাড়ির জন্য কিছু জিনিস কিনতে হবে৷

আমি আর @sohanurrahman ভাই পার্বতীপুর শহরের নামকরা হোটেল 'শাহ্ হোটেল' এ ঢুকলাম৷ আমি রসমন্জুরী খাইলাম। আর সোহান ভাই রুটি আর মূরগীর মাংস খাইলো। সে আমাকে খাইতে বলেছিলেন৷ কিন্তু আমি মূরগীর মাংস খাই না তাই আমি খেতে রাজি হই নাই। তারপর আমরা আবার ভ্যানে উঠলাম। @sohanurrahman ভাই তার বাড়ির গেটের সামনে নেমে গেলেন৷ আমি পার্বতীপুর বাসটার্মিনাল এসে নামলাম।

তারপর আমি সিদ্ধান্ত নিলাম৷ এখন আমি বাসে যাবো না৷ আমি ভ্যানে সৈয়দপুর যাবো৷ তাই আমি একটি ভ্যান ঠিক করলাম৷ ভ্যানে করে সৈয়দপুর যেতে ৩০-৩৫ মিনিট সময় লাগে৷ তবে আমার আছে৷ আমি আসতে আসতে পথে অনেক ছবি তুললাম৷ নিজের না প্রকৃতির ছবি তুলছি। আমি ৩.১০ এ সৈয়দপুর এসে পৌছালাম।

প্রাকৃতিক দৃশ্য

20200821_001314.jpg

20200821_001345.jpg

20200821_001447.jpg

20200821_001422.jpg

তারপর আমি বাজারে গেলাম৷ আমি বাজার থেকে ৪ টি আখ, ১২ টি কলা, ২ টি নারিকেল কিনলাম। এবং আমি ৪০ টাকার বাদাম কিনলাম। তারপর রিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম৷ বাজার থেকে আমার বাসা ১ কিলোমিটার মাত্র।

বাসায় এসে আমি প্রথমে হাত ধৌত করলাম সাবান দিয়ে। তারপর আমার মোবাইলটি ডেটল দিয়ে পরিষ্কার করলাম৷ তারপর আমি গোসল করলাম। গা এর কাপড় গুলো ওয়াশিং মেসিনে দিলাম৷ তারপর গোসল করলাম৷ তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম৷ তারপর ল্যাপটপ অন করে কাজ করতে শুরু করলাম৷

বিকালে আছরের নামাজ পড়লাম৷ তারপর মা আমাকে আখ খাইতে দিলেন৷ তারপর আখ খাইলাম৷

আখ

20200821_001529.jpg

My Twitter account

My Facebook account

My YouTube Account

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হইছে🔥

Nice dairy . Have a good day.

Your photography can be very beautiful. I saw , you eat a lot of fruit every day.Sugarcane contains iron, magnesium, calcium and it helps to fights infections on human body . How much price did you buy sugarcane?

Thank you .

#onepercent
#bangladesh

রাতেরবেলা ঘুমান ভাই তাহলে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পারবেন ভা।

Nature environment is very beautiful where it is?

খুব সুন্দর লিখেছেন ভাই।
আপনার উপস্থাপনা দারুণ আর আপনার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

সেই লেখছিস ভাতিজা। আখ, কলা, নারিকেল, বাদাম এতগুলা তোরা কয়দিনে খাইবেন 😅।

10 din a ba

সম্পূর্ণ ডায়েরি পোস্টটা পড়লাম, ভালো লিখেছেন।
খেলার পিচের দারুণ কাজ হচ্ছে। ভাই রসমন্জুরী জিনিসটা কি?? গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো সত্যি অসাধারণ হয়েছে, আমার আছে এগুলো অনেক ভালো লাগে।

#onepercent
#bangladesh

আপনার মোবাইলের কি সমস্যা হয়েছে?
#onepercent
#Bangladesh

where was topu vai. dont you click any photo of topu bro.. .

bye the way nice work. best wishes for you game.

অসাধারণ পোস্ট ভাই।খুব সুন্দর dairy তৈরি করছেন ভাই।অনেক ভাল লাগল মা এবং ছেলের সম্পর্ক দেখে।সব সময় মা এর খেয়াল রাখবেন তিনি যেন কখনো আপনার কাছ থেকে কোনো কষ্ট না পায়।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thank you