The diary game : 23/08/2020 - Simple day

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম,
আজ রবিবার, ২৩ আগষ্ট ২০২০
আমি #Bangladesh বাস করি।

আজকে আমি সকাল ১০.২০ এ ঘুম থেকে উঠেছি৷ আজ ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ বিছানায় বসে ছিলাম৷ কিছুক্ষণ বিছানায় বসে কয়েকটি diary game পোস্টে কমেন্ট করলাম।

আজ আমার মা Jodda বানিয়েছিলো৷ Jodda হলো আমাদের সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী একটি খাবার। Jodda দেকতে লাল বর্ণের হয়৷ আমার অনেক পছন্দের একটি খাবার৷ মা সকালের নাস্তায় আমাকে ১ বাটি Jodda ও ৩ টি কলা দিয়েছিলেন৷ আমি দুইটি কলা খাইলাম৷

Jodda

20200824_005003.jpg

তারপর আমি ল্যাপটপ অন করলাম। আমি নাটক দেখতে শুরু করলাম৷ ঐ সময় আমার মামা আমাদের বাড়ি আসলেন। আজ আমার বড় ভাই এর ২৯ তম জন্মদিন ছিলো। তাই আমার মা সবাইকে দাওয়াত দিয়েছিলেন৷ আমার Mama এসে সোফায় বসলেন৷ আমার মা আমার মামা এর জন্য নাস্তা তৈরি করলেন৷ মা নুডুলস রান্না করলেন৷ আমার বড় ভাই ও মামা নুডুলস খাইলেন৷

তারপর আমি, আমার বড় ভাই ও মামা বাজারে গেলাম৷ আজকে ভাইয়া আমার মামা কে একটি মোবাইল কিনে দিলেন৷ আমার মামা কে Samsung M21 মোবাইল কিনে দিলেন ভাইয়া৷ আমিও আমার মোবাইল এর জন্য গ্লাস লাগিয়ে নিলাম৷

আমার ভাইয়া ও মামার রাস্তা দিয়ে হাটার দৃশ্য

20200824_005200.jpg

তারপর আমি বিকাশ থেকে টাকা ২০০০ টাকা বের করলাম। কারণ আমার বড় ভাই এর জন্য আমি একটি কেক ওর্ডার দিয়েছিলাম। সেটি আজকে নেওয়ার date ছিলো৷ দোকানদার আমার কাছে ৫০০ টাকা পাইতেন। আমি আশা বেকারিতে গেলাম৷ কেকটি নিলাম। এবং একটি ২ লিটার Coca-Cola এর বোতল কিনলাম৷ তারপর একটা রিকশা নিয়ে বাড়িতে চলে আসলাম।

আমি বাড়িতে এসে প্রথমে হাত ভালোভাবে সাবান দিয়ে ধৌত করলাম৷ তারপর আমি রেফ্রিজারেটর থেকে একটি পেয়ারা বের করলাম৷ পেয়ারা খাইলাম৷

তারপর গোসল করলাম৷ তারপর যোহরের নামাজ পড়লাম৷ তারপর সবার সাথে বসে দুপুরের খাবার খাইলাম। খাবার খাইতে খাইতে আমার ছোট খালা আমাদের বাসায় আসলেন৷ আমার ছোট খালা এর একটি বাবু হয়েছে৷ তার নাম মিলহান। মিলহান এর বয়স ১ মাস ২০ দিন।

মিলহান

20200824_005421.jpg

20200824_005443.jpg

তারপর আমি মিলহান এর পাশে বসে গল্প করলাম৷ তার বাবা-মা দুপুরের খাবার খাইলেন৷ তারপর আমরা সবাই একসাথে গল্প করলাম।

তারপর আমি কিছুক্ষণ দুপুরে ঘুামালাম৷ তারপর ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ সবার সাথে গল্প করলাম৷ তারপর ৬ টার সময় আছরের নামাজ পড়লাম৷ তারপর আমরা নাস্তা করলাম।

তারপর মাগরীবের আজান দিলো। আমি মাগরীবের নামাজ পড়লাম৷ তারপর আমি আমার যাবতীয় সব কাজ করলাম৷

তারপর কিছুক্ষণ @rex-sumon এবং @tarpan এর সাথে মোবাইলে কথা বললাম৷

তারপর আমি আমার মা ও বড় ভাই এর সাথে রাতের খাবার খাইলাম।

তারপর আমি এশার নামাজ পড়লাম। আমি নামাজ পড়ে কিছুক্ষণ কুরআন শরীফ তিলাওয়াত করলাম।

এখন পোস্ট লিখতে বসলাম৷ পোস্ট লেখা প্রায় শেষ। একটু পর পোস্ট আপলোড দিব৷

My Twitter account

My Facebook account

My YouTube Account

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জরদা পোলাও আমার অনেক পছন্দে।

👍

Masallah the baby was look so cute... Nice name....also..milhan...

Thank you

মিলহান দেখতে অনেক সুন্দর। মিলহানের জন্য দোয়া রইল। যেন সবসময় সুস্থ থাকে সে।

ধন্যবাদ

Jodda জিবনেও খাইনি। কেমন খেতে ?

মিষ্টি

Nice dairy . Have a good day .

You wrote dairy very well . Milhan looks so cute. I have never eaten Jodda. If I ever go to Saidpur, I have to taste it. What is the name of the drama that you started watching?

Thank you

#onepercent
#bangladesh

জদ্দা খুবই সুস্বাদু একটি খাবার এবং এই খাবারটি অনেকদিন খাওয়া হয়না। এই খাবারটি অনেকদিন আগে এক বন্ধুর বাসায় গিয়ে খেয়ে ছিলাম। তার মা রান্না করেছিল এই খাবারটি এবং অসাধারণ স্বাদ হয়েছিল খাবার দিতে। আপনার ভাই এবং মামা নুডুলস খেলো ,আপনি নুডুলস খেলেন না? আপনার সাথে একটু যোগাযোগ করার প্রয়োজন এই কমিটির ব্যাপারে। আপনার সাথে সরাসরি কোন মাধ্যমে কথা বললে ভাল হয়।
#onepercent #bangladesh

আমাদের একদিন খাওয়ায়েন ভাই

The baby is too cute and also name.

Your mother's hand-made Jodda has been very tasty to look at. Especially its color is very nice. I have also heard that Syedpur's Jodda is famous.
Happy birthday to your big brother. I wish him good health.
Noodles are also my favorite food. Sometimes in the afternoon my mother cooks noodles for us. I like to eat Sprite more than Coca-Cola among soft drinks. MashaAllah, your little aunt's child has become very beautiful. Milhan seems to be listening to your story attentively.

nice writing. Carry on

#onepercent
#bangladesh

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team