আচ্ছালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করি আল্লাহ তায়ালা সবার উপর রহমতে সবাই ভালো আছেন।
আমি ঘুম থেকে দেরিতেই উঠি। এর পর ফ্রেশ হই৷ তার পর আমি পাখি, বিড়ালকে খাবার দেই৷ আমার পাখি ও একটি বিড়াল আছে৷। এদের খাবার দিতে হয় ঠিক সময় সময়। আমার সারাটা দিন কাজের মধ্যেই কাটে৷ আমার কাজ কাম করতে ভালোই লাগে৷ আমাদের ছাদে পাখির ঘর আছে। আমি সকালের নাস্তা শেষে পোষা প্রাণীদের সাথে সময় কাটাই৷ এর পর মাকে পরিবারের কাজে সহযোগীতা করি৷ কখনও ঘরের কাজ করে দেই৷
বর্তমানে বিশ্বকাপ খেলা চলতেছে৷ আজকে ভারত আর পাকিস্তানের খেলা দেখার জন্য বসে ছিলাম৷ ভারত ম্যাচ জিতছে৷ পাকিস্তান অনেক খারাপ খেলছে কাল৷ তাদের ব্যাটিং অনেক খারপা হইছে৷ ১৯১ রানে অলআউট হয়ে গিয়ে ছিলো।
দুপুরে ভাত খেয়ে নেই৷ এরপর শুয়ে বিশ্রাম নেই। আমি মোবাইলে গেমস খেলি।
বিকালে বাইরে ঘুরতে যাই৷ বিকালে খেলা খেলা মাঝে মাঝে৷
রাতে ভাত খেয়ে ঘুমাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit