Broadband is currently the top choice of everyone. 📶📶📶

in hive-138458 •  4 years ago 

হ্যালো বন্ধুরা।।


আমি আশা করছি আপনারা সবাই সুস্থ ,সুন্দর আর নিরাপদ রয়েছেন।



বর্তমান সময়ে মোবাইল ডাটা ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। ইন্টারনেট ব্যাবহারকারীরা ধীরে ধীরে ব্রডব্যান্ড ব্যবহারের দিকে ঝুকছে। করোনাকালে আমাদের জীবন এখন হয়ে গেছে “নিঊ নরমাল” । এই নতুন পরিবর্তনের সময়ে আমদের জীবনে জুক্ত হয়ে গেছে খুবই সাশ্রয়ী এবং তুলনামূলক বেশী গতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট।

image.png

Source



আমাদের দেশে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ লাখের বেশী মানুষ ব্রডব্যান্ড লাইনের দিকে ঝুকেছে। তুলনামূলক ভালো সেবা ও সাশ্রয়ের কারনেই এটি এখন মানুষের কাছে খুব তাড়াতাড়ি চলে জাচ্ছে। ব্রডব্যান্ডের লাইন যখন একটি বাসায় সংযোগ দেয়া হয় সেখানে সুধু একজন ব্যাবহারকারী থাকেন না। নুন্যতম চারজন ব্যাবহারকারী থাকেন। সেদিক থেকে হিসাব করলে গত ১ বছরে এক্টিভ ইউজার প্রায় ২০ লাখের কাছে চলে গেছে। কিন্তু মোবাইল ডাটায় সচরাচর একটি সিমের ডাটা একজন ব্যাবহারকারী ব্যাবহার করে থাকেন।


image.png

source



একটি সংস্থার হিসেব মতে, দেশে এখন মোবাইল ডাটা ব্যাবহারকারী সংখ্যা ১০ কোটির বেশি সেদিক থেকে ব্রডব্যান্ড ব্যাবহারকারীর সংখ্যা ৮৭ লাখের বেশী। এই সংখাই বলে দিচ্ছে এটি কত তাড়াতাড়ি আমাদের দেশের মানুষের ঘরে ঘরে চলে জাচ্ছে। ব্রডব্যান্ডে আমাদের দেশে প্রায় সাড়ে ৯’শ হতে ১ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। অন্যদিকে মোবাইল ফোন অপারেটরগুলোর নেটওয়ার্কে সব মিলে ৯’শ জিবিপিএসের মতো ব্যবহার হয়।


image.png

source



ব্রডব্যান্ডের সংযোগের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি ১০০০ টি সংযোগের বিপরীতে ৮/১০ জন ব্যাক্তির কর্মসংস্থান হয়। এটি কিছুটা হলেও বেকারত্ব দূর করতে সাহজ্য করছে। এচাড়াও ব্রডব্যান্ডের মোট অবদান হিসেব করলে এটি আমাদের দেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রেখে চলছে। বর্তমান সময়ে লাভজনক একটি ব্যবসার ভিতরে ব্রডব্যান্ড একটি অন্যতম ব্যাবসা।

image.png

source



করোনাকালীন সময়ে শহর অঞ্চল থেকে মফস্বল শহর বা গ্রামে ব্রডব্যান্ড সংযোগের হার অনেক বেশী কারন শহরে একটি মেসে একটি রাউটারের বীপরীতে সাধারণত ৫/৬ জন ব্যবহারকারী থাকতেন। কিন্তু লকডাউনের পর তারা যখন গ্রামে চলে গেলেন সবাইকে তার নিজ নিজ চাহিদা অনুজায়ী সংযোগ নিতে হয়েছে। এই কারনে শহর থেকে গ্রামীন পর্যায়ে ব্যবহারকারী বেড়েছে।

image.png

source



করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস, এসাইনমেন্ট এছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন শিক্ষায় ব্রডব্যান্ড একটি সাশ্রয়ী ব্যাবস্থা। এছাড়াও ব্যাঙ্ক বীমা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড খুবই ভালো একটি চাহিদার জায়গা করে নিয়েছে। েটি এখন আমাদের জীবনের সাথে খুব সুন্দর ভাবেই মিশে জাচ্ছে।করোনার ২য় ঢেঊ যদি বড় হয় তবে এর ব্যবহারকারী আরো অনেক বাড়বে বলে ধারনা করা হচ্ছে।

image.png

source



সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice to read your post .

keep posting and stay with our community .

Thank you .