Why the blackbox remains intact even if the plane crashes. ✈✈✈

in hive-138458 •  4 years ago 

হ্যালো বন্ধুরা।।


সবাইকে ইদের শুভেচ্ছা। আমি আশা করছি আপনারা সবাই সুস্থ ,সুন্দর আর নিরাপদ রয়েছেন।



আমরা সবাই একটা কথা খুব ভালো করেই জানি যে একটি বিমানের ভিতরে যে ব্ল্যাকবক্স থাকে সেটি বিমানটির জন্য কত গুরুত্বপূর্ণ। ছোট হোক কিংবা বড় হোক সব বিমানের ভিতরেই একটি ব্ল্যাক বক্স জুক্ত করা থাকে। ব্ল্যাক বক্সের কাজ হলো বিমানের সকল খুটিনাটি তথ্য সংরক্ষন করে রাখা। সাধারণত একটি বিমানের ভিতরে একটি ব্ল্যাক বক্স থাকে তবে অনেক সময় অনেক বিমানের ভিতরে দুইটি ব্ল্যাকবক্স দেখা যায়। একটি ব্ল্যাকবক্স বিমানের ককপিটের আসনে বসে থাকা পাইলটদের কথা গুলো রেকর্ড করে থাকে। আরেকটি ব্ল্যাকবক্স বিমানের চলাচলের সকল তথ্য রেকর্ড করে থাকে।

image.png

Source



বিমানে ব্ল্যাকবক্স রাখার প্রচলন শুরু হয় ১৯৫০ সাল থেকে। আগে বিমানের তথ্য রেকর্ড করা হতো টেপ রেকর্ডারের সাহায্যে আর এখন দিজিটাল পদ্ধতিতে অনেক বেশি তথ্য ধারন করে রাখা যায়। একটি বিমান যখন দুর্ঘটনার শিকার হয় তখন বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করলেই সেখান থেকে পাইলটদের কথাবার্তা, বিমানবন্দরের সাথে সবশেষ যোগাযোগ, বিমানের গতিবিধি সহ বিভিন্ন রকম জরুরি তথ্য বের হয়ে আসে।


image.png

source



একটি বিমান কি কারনে দুর্ঘটনার শিকার হয়েছে সে সকল তথ্য জানার পর পরবর্তীতে সেগুলো সমাধানের ব্যাবস্থা নেয়া হয়। একটি ব্ল্যাকবক্স খুবই শক্তিশালী করে বানানো হয়ে থাকে জেন প্রচন্ড তাপ, চাপ, সাগরের তলদেশে বিরুপ পরিবেশে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। পানির নিচে বা কোথাও পড়ে থাকলে এটি ক্রমাগত সিগ্নাল পাঠাতে থাকে ফলে উদ্ধারকারীদের এটি খুজে বের করতে খুবই সহজ হয়।


image.png

source



একটি ব্ল্যাকবক্স পানির প্রায় ১৪০০০ ফুট নিচেও অক্ষত থেকে সিগ্নাল প্রেরন করতে পারে। ব্ল্যাকবক্স উদ্ধারের পর এটিকে পরীক্ষাগারে পাঠানো হউ এর থেকে তথ্য বের করার জন্য। মজার বিষয় বল ব্ল্যাকবক্সের নাম ব্ল্যাকবক্স হলেও এটি দেখতে কমলা রঙয়ের হয়ে থাকে। কিন্তু একটি বিমান যখন আগুন লেগে পুড়ে যায় তখন এটি কালো হয়ে যায় বলেই খুব সম্ভবত এর নাম ব্ল্যাকবক্স।

image.png

source



সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

Nice to read your post .

Keep posting and stay with our community .

Thank you

jantam na eta somporke pore valo laglo. Vie aro valo hoilo jodi apni information gular source hisebe referral link diten.

Nxt time ar vul hobe na. Ami chesta korbo source deyar jonno.

You have been upvoted by @tarpan A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.