আসসালামু আলাইকুম,
প্রিয়
@zerotoinfinity কমিউনিটির সদস্য, কতৃপক্ষ এবং স্টিমিয়ান বন্ধুরা সবাই ভালো আছেন তো?
আশাকরি সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি।
সেই সাথে আসছে মুসলমানদের পবিত্র ঈদুল আযহার অগ্রীম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ-মুবারক
বন্ধুরা আজকে আমি এই কমিউনিটির কন্টেস্ট মোতাবেক আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি তা হলো-আমার প্রিয় ফটো এডিটরের রিভিউ সম্পর্কে। আমার ব্যবহৃত ফটো এডিটর হলো PicsArt নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
আমার নিকট ফটোইডিটের জন্য সবচেয়ে ভালো মোবাইল বা এন্ড্রোয়েড এ্যাপ হচ্ছে পিকসআর্ট।
একটি সহজ সরল ফটো শপের জন্য অনেক সুন্দর একটি এন্ড্রোয়েড এ্যাপ।
ফটোইডিটের জন্য সবচেয়ে ভালো এ্যাপ-পিকসআর্ট এ্যাপটি মোবাইল ফটো ইডিটর সেরা হিসাবে সমাদৃত এবং সবচেয়ে বেশি জনপ্রিয় ও ডাউনলোড হয়েছে।
আমরা অনলাইনে বিভিন্ন মিডিয়া যেমন স্টিমিট,ফেসবুক,ফ্রীলান্সার,টুইটার,ইন্সট্রাগ্রাম,ইউটিউব,ব্লগ,পিন্টারেস্ট, গুগল প্লাস ইত্যাদিতে একাউন্ট বা আইডি খুলে ব্যবহার করে থাকি বা কাজ করে থাকি।
এজন্য একটা নিত্য-নতুন জিনিসের প্রয়োজন তা হলো ফটো বা ইমেজ।
এন্ড্রোয়েড ফোন দিয়ে আর এই সুন্দর সুন্দর বা ভালোমানের ফটো মনের মতো করে তৈরি করতে প্রয়োজন একটা ভাল Photoshop বা ফটো এ্যাপলিকেশন।
একটি ভালোমানের এবং Best Photoshop app হলো PicsArt
এই এ্যাপটি কেন আমার এতো প্রিয়
ফটো এডিট কিভাবে করবোঃ-
প্রথমে PicsArt appটি Open করবো নিচের ছবিতে দেখুন
এ্যাপটির উপর ক্লিক করার পর নিচে একটি যোগ+চিহ্ন আসবে।
যোগ চিহ্নের উপর ক্লিক করলে অটোমেটিক গ্যালারির ফটোগুলো এসে যাবে।সে ফটোটি এডিট করবো তার উপর চাপ দেবো।
ফটোটি অপেন হলে তার নিচে পিকসআর্ট এ্যাপের অপশনগুলো বা টুলগুলো চলে আসবে। যে কাজ করবো, সেই অনুযায়ী আমরা টুলস গুলো ব্যবহার করবো।
আমি ছবিটিকে মোবাইলের মতো সাজাবো সেজন্য Border tools এ ক্লিক করবো।
তারপর প্রথম বর্ডারটির সাদা রং সিলেক্ট করবো এবং দ্বিতীয় বর্ডারের রং কালো দেবো।
তৃতীয় দাগের রেখাটি ডানদিকে একটু টেনে নেবো।তাহলে মোবাইলের কোন গুলো গোল হবে।
উপরের ছবিতে দেখুন কোন ফটোর উপর মার্ক করতে আর একটি টুল ব্যবহার করতে হবে।
কলম চিহ্নের বা Draw নামের একটি টুল ব্যবহার করতে।
আমার ব্যবহৃত পোস্টারগুলোতে দেখুন ছবির উপরে মার্কার গুলোতে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে।
সবকিছু সেট আপ করে নিচে বামপাশ্বে Save বাটনে ক্লিক কররে ছবিটি সেভ হয়ে যাবে।
থাম্বানিল যেভাবে তৈরি করবোঃ-
আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে।
আর চ্যানেলের সাবস্ক্রাইবার ও ভিউয়ার বাড়ার প্রথম ও প্রধান বাহক হচ্ছে একটা সুন্দর থাম্বানিল।
থাম্বানিলকে ভিডিওর আয়নাও বলা হয়।
এরপর যে বিষয়ের উপর থাম্বা তৈরি করবো সেটি সিলেক্ট করবো।
সেটি মনের মতো করে ছবি এ্যাড করতে Add photo তে ক্লিক করে আরেকটি বা দুই বা ততোধিক ছবি এর উপর বসিয়ে দিবো।
এরপর বাংলা বা ইংরেজি লেখা টাইপ করতে Text -এ ক্লিক করে যে বিষয়ে থাম্বা তৈরি করবো সে বিষয়ে পাঠ পাঠ করে লিখে উপরে ডানপাশে টিক মার্কে ক্লিক করবো।
এরপর লেখাটি বড়ো বা ছোট করে জায়গা মতো বসাবো এবং বিভিন্ন রং করতে কালারে ক্লিক করে মনের মতো রং সিলেক্ট করবো।আবার উপরে ঠিক মার্কে ক্লিক করবো।
ছবি সেভ
এভাবে সব লেখাই ছবির উপর সেট করে উপরে ডানদিকে এ্যারো 🔜চিহ্নতে ক্লিক করলে যে অপশন আসবে সেখানে গ্যালারি ক্লিক করলে সেভ হয়ে যাবে।
কিভাবে এ্যাপটি পাবো
এন্ড্রোয়েড ফোন ডেটা চালু রেখে Play store এ ক্লিক করবেন সেখানে সার্চ বক্সে PicsArt লিখে সার্চ দিলে প্রথমে যে এ্যাপটি আসবে সেটিকে Installed করবেন।
Installed করার পর এই এ্যাপটি open করে কাজ করতে হবে।
বন্ধুরা picsart app টি দ্বারা খুব তাড়াতাড়ি ও সহজেই কোন ব্যানার, ফিস্টুন,ফটো,কার্ড, থাম্বানিল তৈরি করা যায়। এই এ্যাপটি ৫/৭ বছর ধরে আমি ব্যবহার করে আসছি। খুব সুন্দর একটি এ্যাপ পিকসআর্ট। তাই এ্যাপটি আমার এতো প্রিয়।
ফটো সংগ্রহ
সংগ্রহ | মোবাইল ফোন স্কিনসট |
---|---|
ফোনের নাম ও মডেল | সিম্ফনি জেড২৫ |
এডিট এ্যাপ | পিকসআর্ট এ্যাপ |
এডিটর | মোঃনায়েব আলী @doctorstripd |
তারিখ | ১৮/০৭/২০২১ |
সময় | সন্ধ্যা ৭ ঘটিকা |
এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ
ধন্যবাদান্তে
@doctorstrips
Nice to read your post.
Keep posting and stay with our community .
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks so so so much for read, check and results sheet in my post. Stay health, Stay well.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
include the source of these photos
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই পোস্টের "ফটো সংগ্রহ" শিরোনামে উল্লেখ আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit