সকলে কেমন আছেন?
আশাকরি সকলে ভালো আছেন।
আমি @mazharul002 from bangladesh 🇧🇩
- বিজ্ঞান বিভাগের মধ্যে যে বইটি আমার ভালো লাগে সেটি নিয়ে আজকের আলোচনা করবো আর সেই বইটি হচ্ছে"জীববিজ্ঞান"
https://images.app.goo.gl/TXWSf7itZkP63tRE7
নবম-দশম শ্রেণি
জীববিজ্ঞান কি?
- বিজ্ঞানের যে-শাখায় জীবের প্রকৃতি, গঠন, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, বংশগতি, বিবর্তন, পারস্পরিক নির্ভরশীলতা, পরিবেশের সঙ্গে সম্পর্ক ইত্যাদি আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে।
জীববিজ্ঞানের জনক "অ্যারিস্টোটল" - জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাসবিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত। আধুনিক জীববিজ্ঞান খুব বিস্তৃত একটি ক্ষেত্র, যেটির অনেক শাখা-উপশাখা আছে। আধুনিক জীববিজ্ঞান বলে, কোষ হচ্ছে জীবনের মূল একক, আর জিন হলো বংশগতিবিদ্যার মূল একক।
জীববিজ্ঞান কেন পছন্দ করি?
- অনেকের কাছেই প্রশ্ন জাগতে পারে বিজ্ঞান বিভাগের আরো অন্যান্য বিষয় থাকতে জীববিজ্ঞান কেন পছন্দ করি। আসলে বিজ্ঞান বিভাগের অন্যান্য বইয়ের তুলনায় এই জীববিজ্ঞান বেশি ভাল লাগার কারণ হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এবং জীবের সম্পর্কে অনেক কিছু জানা যায়। তাছাড়া জীববিজ্ঞান পড়তে আমার খুবই ভাললাগে।
এই বইটির অধ্যায় সমূহ:
অধ্যায় | বিষয়বস্তু |
---|---|
প্রথম | জীবন পাঠ |
দ্বিতীয় | জীবকোষ ও টিস্যু |
তৃতীয় | কোষ বিভাজন |
চতুর্থ | জীবনীশক্তি |
পঞ্চম | খাদ্য পুষ্টি ও পরিপাক |
ষষ্ঠ | জীবে পরিবহন |
সপ্তম | গ্যাসীয় বিনিময় |
অষ্টম | রেচন প্রক্রিয়া |
নবম | দৃঢ়তা প্রদান ও চলন |
দশম | সমন্বয় |
একাদশ | জীবের প্রজনন |
দ্বাদশ | জীবের বংশগতি ও বিবর্তন |
এয়োদশ | জীবের পরিবেশ |
চতুর্দশ | জীব প্রযুক্তি |