আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। এসকল যন্ত্রপাতির অসংখ্য পরীক্ষা/পরিমাপ করা হয়ে থাকে। সেসকল পরিমাপের মাঝে একটি হলো রেজিস্ট্যান্স পরিমাপ। অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্রপাতির রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স এর অন্তর্গত। তাই যন্ত্রপাতির রেজিস্ট্যান্স পরিমাপ ধারণা অর্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ১Ω থেকে ১০০kΩ পরিসরের রেজিস্ট্যান্সকে মিডিয়াম রেজিস্ট্যান্স বলে।
মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপের পদ্ধতি
(Methods of measurement of medium resistance)
নিম্নলিখিত পদ্ধতিতে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়, যথা-
- অ্যামিটার-ভােল্টমিটার পদ্ধতি
- সাবস্টিটিউট পদ্ধতি
- হুইটস্টোন ব্রিজ পদ্ধতি
- ক্যারী ফোস্টার ব্রিজ পদ্ধতি।
হুইটস্টোন ব্রিজ পদ্ধতিতে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ
(The Measurement of Medium Resistance by the Wheatstone Bridge Method)
মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপের জন্য এটি একটি সর্বোত্তম এবং সাধারণতম পদ্ধতি।
P ও Q দুটি জ্ঞাত স্থির মানের রেজিস্ট্যান্স,
S= জ্ঞাত পরিবর্তনশীল মানের রেজিস্ট্যান্স, এবং
R = অজ্ঞাত মানের রেজিস্ট্যান্স। [ চিত্র দ্রষ্টব্য]
G একটি স্পর্শকাতর গ্যালভানােমিটার, যার সাথে পরিবর্তনশীল মানের রেজিস্ট্যান্স (N) প্যারালালে সংযুক্ত হয়েছে, যাতে গ্যালভানােমিটারের অতিরিক্ত বিক্ষেপ এড়ানাে যায় ।
B, দু বা তিনটি সেল দ্বারা গঠিত একটি ব্যাটারি এবং M, একটি রিভার্সিং সুইচ, যা দ্বারা ব্রিজের ব্যাটারি সংযােগ পরিবর্তন করা যায়, যাতে অজ্ঞাত রেজিস্ট্যান্সের দু'টি পৃথক পাঠ পাওয়া যায়।
প্রথমে ব্যাটারি সুইচ (KB) অন' করতে হবে এবং এর পরে গ্যালভানােমিটারের সুইচ (KG) 'অন' করতে হবে । S-কে অ্যাডজাস্ট করে গ্যালভানােমিটারকে ব্যালেন্স অবস্থায় আনা হয়। ব্যালেন্সের সময় P ও Q-এর মধ্য দিয়ে একই কারেন্ট (i1) প্রবাহিত হবে, যেহেতু গ্যালভানােমিটারের মধ্য দিয়ে কোন কারেন্ট (i2)প্রবাহিত হবে না। R ও S-এর মধ্য দিয়েও একই কারেন্ট প্রবাহিত হবে। এ অবস্থায় c ও d পয়েন্টের ভােল্টেজ সমান হবে। সুতরাং,
P-এর আড়াআড়িতে ভােল্টেজ ড্রপ = R-এর আড়াআড়িতে ভােল্টেজ ড্রপ
এবং Q-এর আড়াআড়িতে ভােল্টেজ ড্রপ = S-এর আড়াআড়িতে ভােল্টেজ ড্রপ।
অর্থাৎ, i1P = i2R — (i)
এবং i1Q = i2S — (ii)
(i) নং সমীকরণকে (ii) নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই,
P/Q = R/S
» R = (P/Q). S
P, Q এবং S-এর সাহায্যে R-এর মান নির্ণয় করা যায় ।
হুইটস্টোন ব্রিজ পদ্ধতির সুবিধা
(Advantages of Wheatstone Bridge method)
- এ পদ্ধতিটি একটি 'নাল' পদ্ধতি। সুতরাং ইন্ডিকেটিং ইনমেন্টের ত্রুটির কারণে সৃষ্ট ভ্রম সম্পূর্ণ পরিহার করা হয়, যেহেতু
গ্যালভানােমিটার শুধুমাত্র শূন্য কারেন্ট নির্দেশের জন্য ব্যবহৃত হয়। - যেহেতু ব্যালেন্স সিস্টেমটি উৎসের প্রভাব হতে মুক্ত, সেহেতু উৎসের ই.এম.এফ-এর উঠানামার কারণে পরিমাপে কোন
সমস্যা সৃষ্টি হয় না। - আধুনিক হুইটস্টোন ব্রিজের সাহায্যে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপের পাশাপাশি লাে ও হাই-রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় ।
হুইটস্টোন ব্রিজ পদ্ধতিতে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপের সময় সাবধানতা
(Precautions in measuring medium resistance by Wheatstone Bridge method )
হুইটস্টোন ব্রিজের সাহায্যে মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপের সময় যে সকল সাবধানতা অবলম্বন করতে হয়, তা নিম্নে প্রদত্ত হল ঃ
- ব্যালেন্সিং অপারেশনের প্রাথমিক অবস্থায় গ্যালভানােমিটারকে ভালভাবে শান্ট করা উচিত, যাতে প্রচণ্ড বিক্ষেপ এড়ানাে যায়
এবং ব্রিজটি ব্যালেন্স হওয়ার দিকে অগ্রসর হওয়ার প্রাক্কালে শান্ট রেজিস্ট্যান্স বৃদ্ধি করতে হয়, যাতে শান্টিং কারেন্ট হ্রাস
পায় এবং গ্যালভানােমিটারের স্পর্শকাতরতা (Sensitivity) বৃদ্ধি করা যায়। - ব্যাটারির চাবিকে (Key) সর্বদাই গ্যালভানােমিটারের চাবির পূর্বেই বন্ধ (Close) করা এবং পরে খােলা (Open) উচিত,
যাতে গ্যালভানােমিটারের প্রচণ্ড বিক্ষেপ এড়ানাে যায়। - অজানা রেজিস্ট্যান্স পরিমাপের বেলায় একটি পাঠের পর ব্যাটারি সংযােগ উল্টিয়ে আরেকটি পাঠ নেয়া উচিত এবং এরূপে
নেয়া দুটি পাঠের গড়মানকে সঠিক পাঠ ধরা হয়। থার্মোইলেকট্রিক ই.এম.এফ.-এর কারণে সৃষ্ট ভ্রম এড়ানাের জন্য এটা
করতে হয়। - গ্যালভানােমিটারটি খুব সেনসিটিভ হতে হয়। অন্যথায়, ব্রিজটি ঠিকমতাে ব্যালেন্স হয় না।
Your post has been supported by @tarpan using @steemcurator07 account.
Thank you for making a post in the #Science/ #Computing/ #Technology category. We appreciate the work you have put into this post.
We have analyzed your post and come up with the following conclusion:
Follow @steemitblog for all the latest update.
Feedback:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I invite you to you join #club5050. and also check the community update.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit