Child's Early Years - What Can Parents Do?

in hive-139765 •  2 years ago 


lesson_path_2-v1.webp
source

Training a child early is so important! Immediately after the birth of each of my kids, I began Reading to them at every opportunity. As they got older we played games, practice counting numbers, identifying letters and sounds, learn how to write, when on an outings, and sing songs. I used to seize every opportunity to play something with them and it's paying off.

My 5 years old boy can read fluently, and can solve both quantitative and qualitative (verbal)reasoning questions. The same goes for my 3-year-old boy he is in nursery 1 class, and he can read and write 4 letters words isn't that amazing! So I'm convinced that the attention and stimulation I gave to my children in their infancy are good.


photo-1554721299-e0b8aa7666ce.jpeg
source

What your child is being exposed to in his or her early years of life will influence how his or her brain develops.

WHAT KIND OF TRAINING TO PROVIDE:

Many parents go to Great lengths of sending their children to the right daycare, not only that they spent lavishly on art and music classes believing that practicing everything at their early stage will help them to be able to do everything when they get older. Preschools and some specialized tutoring our proliferating and some parents are willing to do anything to give their children an advantage over others.

What do you think, does this kind of dedication prove entirely beneficial? Well, it might seem to give children an upbringing with boundless opportunity, but in many cases, these kids miss the most important parts of the learning experience that comes from unstructured play. Spontaneous play stimulates children's creativity and develops kid's mental, social and emotional skills.


photo-1605627079912-97c3810a11a4.jpeg
source

Note micromanage children who are stressed and volatile emotionally can't sleep. They always complain of pains and aches and by the time they reach their teenage age, many don't learn to develop coping skills and are burnout, rebellious and anti-social.

I'm convinced that many parents are in dilemma, they want to help their children to reach their full potential, but please do not push your little kids too hard or fast.

HOW CAN PARENTS STRIKE BALANCE?:

Play with your kids it stimulates creativity and develops your child's skills. Nurturing your child because what he/she learns or does not learn during childhood can affect his/her future abilities. Childhood is a critical time for developing the brain functions to handle information, Express emotions properly and become proficient in language. Yes, their brains grow dramatically in their first few years, so if you create rich stimulation and learning experiences for them then their synaptic connections will multiply and create numerous pathways for them to think, learn, and reason.


photo-1603354350317-6f7aaa5911c5.jpeg
source

Note if your child doesn't get the right kind of stimulus at the right age then their neurological circuit will not be properly developed. So the experience your child is having at an early stage of his life has a definite effect on his adult life. Whether he is resilient or fragile, whether she has learned to think in the abstract or lacking in this ability, whether she becomes empathic or not can be influenced by her early childhood learning , so your role as a parent is so important. Parents nurture and Care for your children, play with them then they will prosper!

In my next article I will discuss your role as a parent in this aspect. Just watch out!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Dear @goodybest, your post is full of extremely important information for parents. Micromanaging the children ultimately makes them incapable of coping with the numerous challenges that life keeps throwing on their way as they grow up. The resilience of children can be build up if children learn to play with parents and peers as that gives them enough space to find out various ways to solve problems on their own. Many parents do not understand this and messes up the child's learning process. I am glad your children have got such a wonderful mama like you who understands the necessity of play time and communication skill. It is really wonderful that they are growing up well and are becoming intelligent human beings. Best of luck to your kids.

Oh dear I appreciate your warm commendations ❤️ thank you for visiting me!

Thank YOU for your beautiful posts and also for following me back. I hope to read more of your informative posts.

Sure dear!

Hello @goodybest, thank you for publishing your content in our community, Your topic is very good. And we can learn a lot from it. Thank you for sharing such a quality article.

Club Status#club75
Steem Exclusive
Plagiarism Free
BOT Free
Voting CSI11.9 ( 0.00 % self, 116 upvotes, 92 accounts, last 7d )
Score (quality/rules)9/10
Verification date:2023-04-05
i invite you to support @pennsif.witness for growth across the whole platform through robust communication at all levels and targeted high yield developments with the resources available.
Click Here

I appreciate your kind words and review dear, thank you!

শিশু শিক্ষা বা প্রশিক্ষনের উপরে আপনার মহামূল্যবান লেখাটি পড়ে আমি খুবই অবাক ও অভিভূত হয়েছি। প্রথমত আপনার কথার গভীরে একটা কথা লুকিয়ে আছে একটা শিশুর প্রথম শেখার জায়গা হচ্ছে তার পরিবার। সমাজে, জীবনে সর্বক্ষেত্রে পথচলার পাথেয় হিসেবে পরিবারের শিক্ষা খুবই গুরুত্ব পূর্ন। আপনার যে কয়টি পয়েন্ট আমার মনের গভীরে স্পর্শ করেছে সেগুলো হলো
১.আপনি একজন অভিভাবক হিসেবে অতুলনীয় এবং আপনি একজন সুযোগসন্ধানী,সন্তানকে ভালো ভাবে শিক্ষা দেয়ার কোনো সুযোগই আসলে আপনি ছাড়েন নি এবং এতে করে তাদের শিক্ষার প্রতি অভ্যাস ও অনুরাগ খুব ছোটবেলা থেকেই গড়ে তুলছেন। প্রতিটা অভিভাবকেরই আপনার এই চিন্তাধারা অনুন্নত করা উচিৎ এতে সন্তানদের উপকৃত হবে।আপনার সন্তানদের জন্যে শুভকামনা।
২. এই পয়েন্টে আপনাকে বিশেষ সম্মাননা দিচ্ছি আমি তার কারন- শিক্ষা যদি এলোমেলো ভাবে সন্তান গ্রহনকরার করে তবে তার পরিমান হয় ভয়াবহ,ডে কেয়ার বা বিশেষ কোনো বিষয়ে এলোমেলো ভাবে শিক্ষা না দিয়ে পরিকল্পনা করে সুন্দর ভাবে শিক্ষা দেয়া ভালো। আমার দেশে একটা প্রবাদ আছে " অর্ধেক ও এলোমেলো কিংবা ভুল জানার চেয়ে না জানা ভালো"।আপনার চিন্তা সঠিক ও সুন্দর।
৩. পিতামাতা হিসেবে আসলে আমরা সন্তানের প্রথম ও শেষ আশ্রয়স্থল সন্তানের পাশে থেকে তাকে সময় দিয়ে প্রয়োজনে খেলাচ্ছলে তার আবেগ প্রকাশের শিক্ষা দিয়ে নানাবিধ প্রতিবন্ধকতা সে কিভাবে মোকাবেলা করবে তার পরিপূর্ন শিক্ষা দেয়ার কথা অনেক গুরুত্বপূর্ন একটা ব্যাপার। জেনারেশন গ্যাপ হয় সন্তান তার অনভূতি আমাদের কাছে প্রকাশ করতে দুর্বল হলে। তাছাড়া সন্তানের মানসিক স্বাস্থ্য বিকাশে আপনার মতামত আমার ভালো লেগেছে।
এতোবড় মন্তব্য করার জন্যে ক্ষমা চাচ্ছি আসলে এতো সুন্দর লেখা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি।
পরবর্তী আর্টিকেলের অপেক্ষায় থাকলাম।

What a breathtaking comment! It warms my heart to know that a lot of my friends like you find this content interesting and Educative. I do appreciate your meaningful contribution and I share this sentiment of yours 👇

Generation gap occurs when children are weak to express their feelings to us. Also, I like your views on developing children's mental health.

You're absolutely correct and it's the responsibility of parents to stop or prevent a generation gap. Once again thank you for visiting my post.

আপনাকেও ধন্যবাদ! আমি আসলে আপনার সুন্দর চিন্তাধারা গুলো পড়ার লোভ সামলাতে পারি না। আসলে এতো সুন্দর গোছানো লেখা পড়ার আনন্দই অন্যরকম।ভালো থাকবেন সব সময়।

Thank you! And I wish you the same

আপনার পোস্ট থেকে আমি এটা জানতে পেরে বেশ খুশি হয়েছি। যে আপনার পাঁচ বছরের ছেলেটি সাবলীলভাবে পড়তে পারে। এবং সে মৌখিক অংক গুলো খুব সহজেই করে নিতে পারে।

তার সাথে আপনি উল্লেখ করেছেন যে, আপনার তিন বছরের ছেলেটাও এর চেয়ে কম নয়। সে চার অক্ষরের শব্দ পড়তে পারে। এবং লিখতেও পারেন।

এখান থেকে আমি বুঝতে পারলাম। আপনি আপনার শিশুদেরকে ছোটকাল থেকেই অনেক সুন্দর ভাবে বড় করার চেষ্টা করেছেন। আপনি প্রথমেই উল্লেখ করেছেন, আপনি তাদেরকে টুকটাক অংক শেখানোর চেষ্টা করতেন। এবং তাদের খেলার ছলেই এই অংক গুলো শেখাতেন।

মাইক্রোম্যানেজ করা বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনি যেই বিষয়টা আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এখানে আমাদের সতর্কতার খুব প্রয়োজন আছে।

আপনি একদমই ঠিক বলেছেন, আমরা চাই আমাদের শিশুগুলো সঠিকভাবে বেড়ে উঠুক। কিন্তু তাদেরকে খুব বড় কঠিন কোন কাজে ঠেলে দেয়া, আমাদের মোটে উচিত নয়।

আপনি একদমই ঠিক বলেছেন, প্রথম কয়েক বছর তারা নাটকীয়ভাবেই বৃদ্ধি পায়। তাদের এই সৃজনশীলতা সিনেমাটিক ভাবেই, তারা অনুশীলন করে।

একদমই ঠিক বলেছেন, আমরা আমাদের বাচ্চাকাচ্চার লালন পালন করার পাশাপাশি। তাদের সাথে খেলাধুলা করা ও প্রয়োজন। এতে করে তাদের ভবিষ্যতের যে বিকাশটা রয়েছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আর হ্যাঁ আমি অবশ্যই আপনার পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষায় রইলাম। আপনার পোস্ট পড়ে আমি প্রতিনিয়তই মুগ্ধ হয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Ah @rubina203 you're a good reader and I'm encouraged by your meaningful contribution and commendations on my posts. I'm just glad to learn that someone out there is always look up to my content. Thank you so much!