আসসালামু আলাইকুম। আজকে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করার জন্য রান্নাঘরে চলে গেলাম। আজকে সকালের জন্য খিচুড়ি, গরুর মাংস, রুটি, আলুর ভাজি রান্না করলাম।আজকেও প্রচন্ড গরম সেজন্য আমার ছেলে গরমে অস্থির হয়ে বারবার কান্না করছিলো। সবাই খাওয়া দাওয়ার পর সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। বাড়িঘর উঠান ঝাড়ু দিয়ে দিলাম। উঠানে অনেক ছাগল ও মূরগী হাঁটাচলা করতেছিলো। আমি কাজের ফাঁকে তাদের ছবি তুললাম। এগুলো আমাদের প্রতিবেশীদের ছাগল।
আজকে দুপুরে রান্না করার লাগতেছে না। আমার বড় ফুপু শাশুড়ির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিলো। আজকে খুব গরম পড়েছিল যে দাওয়াত খেতে যেতে ইচ্ছে করছিল না। দুপুরে আমার ছেলেকে গোসল করিয়ে দিলাম৷ সে বালতিতে বসে গোসল করলো৷ তখন একটি বাচ্চা ছাগল আমাদের উঠানে আসছিলো৷ ছাগলটি দেখতে বাদামী রং এর ছিলো৷ ভালোই লাগতেছিলো দেখতে তাকে।
ফুপু শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়া করলাম। দুপুর তিন টার সময় বাড়িতে চলে আসলাম। বিকেলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। রান্নাঘরে আমি একটি ব্যাঙ দেখতে পাইলাম৷ ব্যাঙটি চুপটি করে বসে ছিলো। তারপর সবাইকে চা বানিয়ে খাওয়ালাম। আজকে বড় ভাইয়া, ভাবি রাতে ঢাকায় চলে যাবে। তাদের জন্য আমি কিছু আমের আচার তৈরি করে রেখেছিলাম৷ তাদের সেগুলো দিলাম৷ আমার ছেলে এই ঈদে অনেক টাকা সালামি পেয়েছে৷ সেগুলোর কিছু ছবি তুললাম৷
সেজন্য তারাতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, ডাল, আলুর ভর্তা, গরুর মাংস রান্না করলাম। ভাইয়া, ভাবি খাওয়া দাওয়া করে চলে গেলো আমরাও বিদায় জানিয়ে রাতের খাওয়া দাওয়া করলাম। এখন রাত ১ বাজে আমি ঘুমাবো।
আল্লাহ হাফেজ।