The Dairy Game || 30/06/2024 || Today I went to my uncle's house with my son

in hive-140292 •  6 months ago 

আচ্ছালামু আলাইকুম


আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি সকাল সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠেছি। আজকেও সকালে বৃষ্টি হচ্ছিলো। বাইরে বের হওয়া যাচ্ছিলো না। আজকে সকালের খাবার পডরাটা, সেমাই, ডিম ভাজি বানিয়েছিলাম। আজকে বিকেলে আমার ননদ বাড়ি চলে যাবেন। সেজন্য তাড়াতাড়ি করে ঘরবাড়ি ঝাড়ু দিলাম। তারপর তরকারি কাটা ধোয়া করে চুলায় রান্না করার জন্য চলে গেলাম। আমাদের বাড়ির উঠানে একটি পেঁপে গাছ রয়েছে। পেঁপে গাছটিতে নতুন করে পেঁপে ধরার সময় হয়ে গিয়েছে৷

IMG20240630170639.jpgIMG20240630172003.jpgIMG20240630171734.jpg

আজকে দুপুরের জন্য মুরগির মাংস, পটল ভাজি, মাছ ভাজি, ছোট মাছ আলু দিয়ে ভাজি আর ভাত রান্না করলাম। বৃষ্টি ছিল সেজন্য ছেলেকে গোসল করালাম না। শুধু হাত মুখ পরিষ্কার করে দিলাম। দুপুরে সবাই খাওয়া দাওয়া করলাম। আমার ননদ খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। ননদ বাড়ি যাবে সেজন্য আমার খুব খারাপ লাগতেছে। ওরা চলে যাওয়ার পর পুরো বাড়ি ফাঁঁকা হয়ে গেছে। আমার ছেলে বারবার তার ফুফুকে খুঁজতেছে। সেজন্য ছেলেকে নিয়ে চাচির বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্প করে আসলাম। আমার ছেলে চাচির বাড়ি গেলে আসতেই চায় না। আমাদের গাছে অনেক গুলো রঙ্গন ফুল ফুটেছিলো। আমি আসার সময় সেই গাছের ছবি তুললাম।

IMG20240630130329.jpgIMG20240630120024.jpg

বিকেলে চা বানালাম। এরপর আমি একটু বাইরে হাঁটতে বের হলাম। বিকেল বেলা বাইরে হাঁটতে অনেক বেশি ভালো লাগে আমার৷ আজকে সারাদিন আকাশ মেঘলা ছিল। বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল না। তাই আমার ছেলেকে নিয়ে একটু বাইরে হাটাহাটি করে আসলাম। বাড়িতে এসে ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পর হঠাৎ করে দেওয়ালে একটি টিকটিকি'কে দেখতে পেলাম। টিকটিকি'টা দেখতে কালো রংয়ের ছিলো৷ টিকটিকি সব সময় দেওয়ালে হেটে বেড়ায়। আমাদের বাড়িতে অনেক বেশি টিকটিকি দেখতে পাওয়া যায়। সন্ধ্যার পর ছেলেকে হাল্কা নাস্তা খাওয়ালাম। আমার শ্বশুরের সাথে গল্প করার জন্য তিন জন লোক আসছে। তাদেরকে চা, বিস্কিট, চানাচুর, পান ও সুপারি দিয়ে আসলাম।

IMG20240630202510.jpg

রাত ৮ টা বাজে আমি ভাত ও তরকারি গরম করে রাখলাম। রাত ৯.৩০ টা বাজে আমার সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। রাত ১১ টার পর আমি ঘুমাতে যাবো।আল্লাহ হাফেজ।

Achievement 1 - Introduction Post


Thank you everyone for reading my post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর আপু।টিকটিকির ছবিটা দেখতে সুন্দর লাগছে।

একজন গৃহিণীর যে কাজগুলো করার তার আপনি মনে প্রামে করিয়েছেন। সকালে রান্না করা, ফুলের গাছের ছবি, যা আপনার পোস্ট টিকে আরো সৌন্দর্য করে তোলে। এবং সারাদিনের মুহুর্তগুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার পোস্ট টি তে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, 🥰❤️