📢 Contest Steem For Steem of Animals 📢 : "Animals of the forest are domesticated"

in hive-140292 •  2 years ago  (edited)
20230731_210708.jpg edit pixllabe

সৌন্দর্য সব জায়গাতেই বিকশিত হয়! বিশেষ করে যে মানুষটা বা যে জিনিস যেখানে সুন্দর! সেখানে সেই জিনিসটা থাকাটাই উত্তম।

প্রকৃতির একটা নিয়ম আছে! সেই নিয়ম অনুযায়ী যেই জিনিসটা যে স্থানে রাখলে,,, বা যে জিনিসটা যেখানে থাকলে সৌন্দর্য ফুটে ওঠে! আমার মনে হয় সেই জিনিসটা সেখানে থাকাটাই উত্তম।

প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো! Steem of Animals কমিউনিটিকে,,, এবং ওখানকার এডমিন মহোদয় এবং মডারেটর সবাইকে অসংখ্য ধন্যবাদ! এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য! ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব! প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য।

বন্য প্রাণী খাঁচায় পালন করা উচিত কি না, আপনার মতামত দিন!

a-lion-in-a-cage-4234507_1280.jpg

Image source

আমি কখনোই এখানে একমত পোষণ করব না! কারণ বনের পশু পাখি বনে এই সুন্দর দেখায়! বনের মধ্যে দিয়ে আমরা যখন হাঁটাচলা করি,, তখন তাদের ডাক আমরা শুনতে পাই! আমাদের কাছে প্রকৃতির সাথে,, সেই ডাকগুলো অনেক বেশি ভালো লাগে।

তাই আমার মতে কখনোই বন্য প্রাণীকে খাঁচায় পালন করা উচিত নয়! কারণ সে তার নিজস্ব স্বাধীনতা কখনোই ভোগ করতে পারে না! যখন আমরা তাদেরকে খাঁচায় পালন করি! প্রত্যেকটা প্রাণির স্বাধীনতা আছে! প্রত্যেকটা জিনিসের স্বাধীনতা আছে! অতএব তার স্বাধীনতা তাকে দেয়ার জন্য আপনাকে অবশ্যই তাকে ছেড়ে দেয়া উচিত! আপনার শখ হতেই পারে,, আপনি ইচ্ছা পোষণ করতে পারেন! কিন্তু তাই বলে অন্যের স্বাধীনতাকে কখনো নিজের দখলে নিয়ে,, আপনার ইচ্ছা পোষণ আপনি কখনোই করতে পারেন না।

অতএব বনের পশু পাখিকে বনে ছেড়ে দিন! তারা নিজেদের মত বসবাস করুক,,, এটাই সবার কাছে অনুরোধ করব।

বনের সৌন্দর্য নষ্ট করার জন্য কি চোরা শিকারীরা দায়ী?

forest-3622519_1280.jpg

Image source

বনে সৌন্দর্য নষ্ট করার জন্য আমরা সাধারণ মানুষও দায়ী! আবার সেই ক্ষেত্রে কিছু চোরা শিকারি আছে! যারা কিনা রাতের বেলায় বা দিনের বেলায় তাদের ইচ্ছেমতো বনের পশু পাখি ধরে নিয়ে যায়! এবং সেগুলোকে ইচ্ছামত বিক্রি করে দেয়,,, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়।

আমরা সাধারণ মানুষ যদি একটু সতর্ক থাকতাম! এবং প্রশাসনের সাথে যদি আমাদের একটু যোগাযোগ থাকত!তাহলে হয়তো আমরা এই চোরা শিকারি গুলোর কাছ থেকে! আমাদের বনের পশু পাখিগুলোকে অবশ্যই রক্ষা করতে পারতাম।

এক্ষেত্রে আমি বলব,, বনে সৌন্দর্য নষ্ট করার ক্ষেত্রে অবশ্যই চোরা শিকারীরা দায়ী।

আপনি কি মনে করেন জঙ্গলের প্রাণীদের তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত?

nature-3231907_1280.jpg

Image source

অবশ্যই আমি মনে করি,, জঙ্গলের প্রাণীদেরকে জঙ্গলে ছেড়ে দেয়া উচিত! কারণ আমরা যেমন মানুষ নিজেদের স্বাধীনতা অনুযায়ী চলাফেরা করি! তাদেরও তো একটা স্বাধীনতা আছে।

আমরা একটা পশু বা পাখিকে খাঁচার মধ্যে বন্দী করি!নিজেদের ইচ্ছেমতো খাবার দেই,, তারা হয়তো বা এটা পছন্দ নাও করতে পারে! একটা পাখিকে আমরা যখন খাঁচার মধ্যে বন্দী করি! তখন পাখিটার মধ্যে স্বাধীনতা কাজ করে না! সে চায় স্বাধীন আকাশে উড়ে বেড়াতে! কিন্তু আমরা তাকে বন্দী করে রাখি,,, এটা আমাদের সবচাইতে খারাপ দিক।

আমি সবার কাছেই অনুরোধ করবো! জঙ্গলের প্রাণীদেরকে জঙ্গলেই ছেড়ে দিন! কারণ তাদের নিজেদের একটা জীবন আছে তারা! নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করে! সৃষ্টিকর্তা তাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে! আমি আপনি কেন তাদেরকে খাঁচায় বন্দী করব।

মানুষ বিভিন্ন প্রাণীর শরীরের অংশ দিয়ে বিভিন্ন বস্তু তৈরি করে। তারা কি সত্যিই সঠিক? তোমার মতামত দাও!

elephant-3325312_1280.jpg

Image source

আমার কাছে কখনো মনে হয় না এটা সঠিক! কারণ আমরা মানুষেরা নিজেদের সৌখিনতা এবং শখ পূরণ করার জন্য! প্রাণী হত্যা করা মোটেও ঠিক না! পশু পাখিকে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে সৃষ্টি করেছে! তাদের আলাদা একটা স্বাধীনতা আছে! কিন্তু আমরা মানুষেরা নিজেদের শখ পূরণ করতে গিয়ে,, তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসি।

আমরা আমাদের আশ পাশটা একটু লক্ষ্য করলেই দেখতে পাই! বিভিন্ন ধরনের মানুষ টাকার লোভে বন থেকে পশু হত্যা করে! সেই পশুগুলোকে বিক্রি করে দেয় বিভিন্ন দেশে! অনেকেই দেখা যায়,, এই পশু হত্যা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে! এবং অনেকেই বলছে এটা নাকি অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশকে স্বাবলম্বী করছে! এর সঠিক তথ্য আমার জানা নেই! তবে আমি মনে করি,, একজনকে হত্যা করে আপনি তার রক্তের উপর পা রেখে,,, নিজের জীবন সুন্দর করা মোটেও ঠিক নয়।

আর তাই আমার পক্ষ থেকে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব! আপনারা কখনোই পশু পাখি হত্যা করবেন না! এবং তাদের স্বাধীনতা ছিনিয়ে নেবেন না! আপনার যেমন এই পৃথিবীতে বসবাস করার স্বাধীনতা আছে! পশু পাখির ও এই পৃথিবীতে বসবাস করার স্বাধীনতা আছে! কেউ যদি আপনাকে বলে,, পশু হত্যা করার জন্য! তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন।

আমি ঠিক জানিনা সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা! তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি! যতটুকু সম্ভব,, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য।

আমি এখানে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই! আপনারা এখানে আসুন,,, এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।
@jakaria121, @baizid123, @mamun123456

আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Welcome and welcome to the Steem of Animals community. Where it will be a gathering place for animal lovers and activists who care about the living creatures that we need to protect and care for.

Team verification results

Verified userYES
Plagiarism-freeYES
Bot-freeYES
Tag #steemexclusiveYES

Activist concern for steem growth

Support #burnsteem25YES
Club status#club5050
Period(01-07-2023 To 01-08-2023)
Voting CSI[ ? ] ( 0.00 % self, 0 upvotes, 0 accounts, last 7d )
Verification date
August 01, 2023

Determination of Club Status : https://steemworld.org/transfer-search

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

TEAM BURN

Your post has been successfully curated by @ripon0630 at 35%.

Thanks for setting your post to 25% for Null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.


image.png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

Thanks for support me ❤️