THE DIARY GAME 28 June 2024 | A horse carriage is passing in front of our house today

in hive-140292 •  5 months ago 

আচ্ছালামু আলাইকুম


আমি আজ সকাল বেলা উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। মখ ফেসওয়াশ দিয়ে ধুয়েনিলাম। তারপর ফজরের নামাজ আদায় করলাম। তজবি পাঠ করলাম। বাহিরে বের হইলাম। ফুলের গাছে পানি দিলাম। মুরগী এর দরজা খুলে দিলাম। শসা ধরেছে একটা গাছে। শসা গাছগুলো পরিষ্কার করে দিলাম। লেবু গাছ থেকে কয়েকটা লেবু পেরে নিয়ে আসলাম। বাসায় এসে নাস্তা বানাইলাম। রুটি বানাইলাম আর গুরুর মাংস রান্না করলাম। আমার ছেলে'কে ফ্রেশ করায় দিলাম। মেয়ে উঠে ফ্রেশ হয়ে নিলো। তাদের নাস্তা খেতে দিলাম। আমিও নাস্তা করলাম। মেয়ে পড়তে বসলো। ছেলে তার দাদিমার সাথে তার চাচাদের বাসায় গেল। আমি রান্না করলাম সবজি, ডাল ও ভর্তা করলাম।

1000054633.jpg1000054635.jpg1000054631.jpg1000054634.jpg

আমার হাসবেন্ড উঠে ফ্রেশ হয়ে নিলো। তাকে নাস্তা খেতে দিলাম। সে খেয়ে কাজ করছে। আমি রুম পরিষ্কার করে রুম ঝাড়ু দিলাম। ছেলে আসলো সবাই মিলে খাইলাম। আমার হাসবেন্ড খেয়ে চলে গেলেন অফিস। আমি আমার বড় জা এর বাসা গেলাম। তারা ধান শুকাতে দিছে। অনেক ছাগল তাদের। ছাগল আবার ধান খাচ্ছিলো৷ মুরগীর অনেক বাচ্চা হয়েছে। মুরগী'কে খাবার দিলাম। বাসা আসার সময় দেখি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তা দেখে আমার ছেলে মহাখুশি হলো। ছোট মানুষ গাড়ি দেখলেই মজা পায়৷

1000054629.jpg1000054628.jpg1000054632.jpg

দুপুরে ছেলেকে গোসল করায় দিলাম। আমার মেয়েও গোসল করে নিলো। আমিও ফ্রেশ হয়ে নিয়ে যোহরের নামাজ আদায় করলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। আমি কাজ করছি এদিকে আমার মেয়ে আবার সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার শাশুড়ী মায়ের জন্য সুপারি কেটে রাখলাম।

বিকেল বেলা ফ্রেশ হয়ে আছরের নামাজ আদায় করলাম। ছেলে উঠে পরলো ঘুম থেকে৷ তাই তাকে ফ্রেশ করে দিলাম। তাকে বিস্কিট খেতে দিলাম। তারপর পুকুর পাড়ে সবাই বসে আছে আমিও গেলাম সেখানে। আড্ডা দিলাম, গল্প করলাম সবার সাথে। এদিকে আমাদের জমিতে একটা লোক কাজ করছেন। তার সাথে আমার ছেলে গল্প করছিলো। অনেক কথা জিজ্ঞেস করছে উনাকে আমার ছেলে। তারপর বাসা আসার সময় দেখি রাস্তা দিয়ে ঘোড়া যাচ্ছে। সেটা আমার ছেলে'কে দেখাইলাম। সে দেখে লাফাচ্ছিলো আনন্দে।

1000054630.jpg1000054636.jpg

সন্ধ্যা বেলা হাতমুখ ধুয়ে দিলাম ছেলেকে। হাঁস, মুরগীর দরজা লাগাই দিলাম। আমিও ওজু করে মাগরীবের নামাজ আদায় করলাম। নাস্তা করলাম সবাই মিলে। চা করে দিলাম আমার শাশুড়ীমাকে। শাশুড়ীমা আলু কেটে দিলেন। আমি রান্না করলাম। আলুর ডাল আর ডিম ভাজি রান্না করলাম। আমার মেয়েকে পড়াইতে বসাইলাম। ছেলে কার্টুন দেখতেছিলো। পড়াশুনা শেষ করে ছেলেকে খাওয়াই দিয়ে ঘুম পারায় দিলাম।

রাত ৯.৩০ বাজে এশার নামাজ আদায় করলাম। শাশুড়ীমা নামাজ আদায় করে নিলেন। আমার হাসবেন্ড আসলেন। সে ফ্রেশ হয়ে নিলো। সবাই রাতের খাবার খেয়ে নিলাম। তারপর কাজ শেষ করলাম। বিছানা পরিষ্কার করলাম মেয়ে আর শাশুড়ী মা ঘুম গেল। আমি কিছু করে তারপর ঘুম গেলাম।


ক্যামেরাSamsung A10s
লোকেশনলালমনিরহাট

Achievement 1: My presentation on Steemit


ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!