আজকে আমি আপনাদের মাঝে একটি অন্যতম ভিন্ন পোকার সাথে পরিচয় করিয়ে দেবো যেটি আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়।
অবশ্যই আপনারা জোনাকি পোকার নাম শুনে থাকবেন এবং জোনাকি পোকার খেলা দেখে আনন্দ পায়ে থাকবেন। তাই অনেকের জোনাকি পোকা সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছে করে।
- চলুন আজ আমরা জোনাকি পোকা সম্পর্কে জানবো।
ছোট লালচে বর্ণের একটু বাদামী টাইপের এই লম্বা পোকাটির আসল বাংলা নাম তমমণি ইংরেজিতে এদের লাইটিং বাল্প বা ফায়ারফ্লাই বলা হয়ে থাকে।
আপনারা আমার হাতের ওপর যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জোনাকি পোকা। পোকাটি আমার হাতের উপরে বসার কারনে আমি এই পোষ্ট করার জন্য বেছে নিয়েছি এবং কিছু ছবি উঠেছিলাম।
প্রজাতিঃ–
- পৃথিবীতে প্রায় 2 হাজার প্রজাতির জোনাকি পোকা রয়েছে।
প্রজাতি ভেদে এদের আলো খাদ্যাভ্যাস বংশ বিস্তার এবং শরীরের গঠন ও ভিন্ন ধরনের হয়ে থাকে। জোনাকি পোকা সাধারণত দুই সেন্টিমিটার লম্বা হয় এবং পাখা ও মাথায় হলুদ রঙের দাগ থাকে। দুইটা এন্টেনা দুইটা চোখ এবং দুইটা পাখা এবং শরীরটা তিনভাগে বিভক্ত থাকে।
জোনাকি পোকা আসলে অন্ধকারে পথ দেখানোর জন্য আলো জ্বালে না মূলত জোনাকি পোকার আলো জ্বালাই কারণ এটি তাদের ভাষা। জোনাকি পোকা একে অপরের সাথে কথা বলার জন্য এবং ভাব আদান প্রদান করার জন্য তাদের নিজেদের আলো জালে এবং ভাব আদান প্রদান করে। প্রজাতিভেদে জোনাকি পোকার আলো সবুজ হলুদ এবং কমলা রঙের হয়ে থাকে।
- জোনাকি পোকার জীবনচক্রঃ-
এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত জোনাকি পোকার ডিম হিসেবে অবস্থান করে। মজার ব্যাপার হচ্ছে তারা ডিমের থেকে লার্ভা হিসেবে বের হয় এবং তাদের জীবনের বেশির অংশই লার্ভা হয়ে কাটে। লার্ভা অবস্থায় জোনাকি পোকার ডানা থাকে না তখন তারা মাটির নিচে জীবন ধারণ করে।
এর পরের ধাপ জোনাকি পোকার জীবনের মধ্যবর্তী ধাপ। লার্ভা থেকে জোনাকি পোকা গুলো যে ধাপে উত্তীর্ণ হয় সেভাবে নাম হচ্ছে পোপা। পোপা থেকে জোনাকি পোকা তিন থেকে চার সপ্তাহের মধ্যে জোনাকি পোকার রূপ নেয় এবং জোনাকি পোকা হিসেবে প্রাধান্য পায়।
একটি প্রাপ্তবয়স্ক জোনাকি পোকা হওয়ার পরে জোনাকি পোকা গুলো মাত্র এক মাস পর্যন্ত বেঁচে থাকে। স্ত্রী প্রজাতির জোনাকি পোকার ডিম দেয়ার সাথে সাথেই মৃত্যুবরণ করে এবং পুরুষ প্রজাতির জোনাকি পোকা স্ত্রী পোকার আগেই মৃত্যুবরণ করে।
জোনাকি পোকার শরীরের শেষ ভাগে লন্ঠন যন্ত্র বা আলোক যন্ত্র কি থাকে। আলোক যন্ত্রটিতে লুসিফেরিন ও লুচিফেরাস নামে দুটি এনজাইম থাকে। লুচিফেরিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লুসিফেরিনাস তৈরি করে। এই লুসিফেরিনাস থেকে আলো বেরিয়ে আসে। অন্যদিকে লুচিফেরাস তাপ প্রতিরোধী যা আলোকে ঠান্ডা রাখে এবং শরীর ঠান্ডা রাখে।
জোনাকির এই আলো জ্বলা ও নেভার ক্ষেত্রে অক্সিজেনের হাত রয়েছে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় তখন আলো জ্বলে ওঠে এবং যখন অক্সিজেন বের হয়ে যায় তখন আলো নিভে যায়।
- বাসস্থানঃ–
জোনাকিপোকারা ভেজা জায়গা পছন্দ করে তাই পানির আশেপাশে এরা বাসা বাঁধে।
- খাদ্যঃ–
কেঁচো শামুক এর বাচ্চা খেয়ে থাকে জোনাকি পোকার বাচ্চার মুখে কাছের ছোট ছোট ধারালো দাত দিয়ে তারা স্বীকার কে আক্রমণ করে। জোনাকি পোকা পচা বা পচা জায়গায় থাকা অন্যান্য পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
জোনাকি পোকার শত্রু রয়েছে । জোনাকি পোকা কে কোন শিকারি পোকা আক্রমণ করতে আসেলে তারাই তাদের এক ফোটা রক্ত ছিটিয়ে দেয় যেটি অনেক টিতো এবং বিষাক্ত। এমনকি টিকটিকি ও সাপ এদেরকে স্বীকার করতে ভয় পায়।
- গবেষকদের মতে দিন দিন নিশাচর প্রাণী ও জোনাকি পোকার সংখ্যা কমে যাচ্ছে। যার কারণ হচ্ছে আলো দূষণ। আলো দূষণ কথাটি আপনাদের কাছে নতুন মনে হতে পারে কিন্তু রাতের বেলা বাইরে আমরা আলোকসজ্জা করে থাকি এবং আলো জ্বেলে রাখি যে কারণে নিশাচর প্রাণীর অনেক অসুবিধা হয়।
তাই আমাদের উচিত এসব নিশাচর প্রাণী কে বাঁচিয়ে রাখার জন্য অতিরিক্ত আলোকসজ্জা এবং অতিরিক্ত বাইরে আলো জেলে না রাখা।
Cc,
@Steem Biodiversity 🥰
It’s really beautiful insect I like it. Thank you to make such a beautiful post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome brother 🥰✌️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অজানা তথ্য জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
✌️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জোনাকি পোকা সম্পর্কে অনেক কিছু জানলাম। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ সব তথ্য শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks ✌️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জোনাকি পোকা সম্পর্কে ভালো তথ্য দিয়েছেন। শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks bro...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post has been upvoted by @bds-curator Community Curation Trail.
Subscribe to our community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই জোনাকি পোকা নিয়ে অনেক জানা অজানা তথ্য শেয়ার করেছেন।অনেকটা পরিশ্রম করেই পোস্ট করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks vai
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জোনাকি সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🥰✌️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit