create by poster maker apps
আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রতিনিয়ত ফুলবাড়িগেট যাওয়ার সময় একটা রাস্তা নতুন তৈরি হচ্ছে সেটা আজ আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারা আজ জানতে পারবেন কি করে বাংলাদেশের গ্রামীণ রাস্তা তৈরি করা হয়?
বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাই এদেশের রাস্তা অনেক টিকসই করে করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই রাস্তাও টেকসই ভাবেই তৈরি করা হবে। রাস্তা নির্ভর বালু কিনতে হয়েছে।বালু অনেক লাগবে তার কারন রাস্তা অনেক উচু হবে। আর এটা ঢালায় রাস্তা।
এখানে আছে ভ্যান ভরা সিমেন্ট।এই সিমেন্ট দিয়ে আর খোয়া আর বালু দিয়ে তৈরি করা হবে এক মিশ্রনের যেটা দিয়ে সকল প্রকার ঢালাও ইমারত তৈরি করা যায়। আমি দেখছি একটা মাপ অনুসারে সিমেন্ট ব্যবহার করছে।কম ও না আবার বেশি ও না।যতটা লাগবে ঠিক ততটা।
এটাই ঢালায় মেশানো মেসিন।যেটা ইট বালু আর সিমেন্ট তার সাথে পরিমান মত পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা দিয়ে রাস্তার ঢালায় দিবে।আমি অনেকটা খেয়াল করে দেখলাম এই মেসিন চালানোর জন্য একজন অপারেটর আছেন। যিনি তদন্ত করছেন ভালো ভাবে মিশছে কিনা। এই কাজে অনেক রিক্স আছে যেমন কারর যদি এর মধ্যে হাত চলে যায় তবে হাত নিশ্চয়ই আর হাত থাকবে না। তাই তাদের কাজ দেখি আমি ভয় পাচ্ছিলাম কিছু না হয় আবার।তবে তাদের হাত অনেক পাকা ভুল হবে না ইন্সাল্লাহ।
দেখুন তাদের কাজের নমুনা।অতিব সুক্ষ ভাবে কাজ করে চলেছে।কেউ ব্যাস্থ খোয়া দিতে কেউ বা বালু আবার কেউ বা সিমেন্ট কেউ বা পানি। আরেকটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে কেউ অপেক্ষায় দাঁড়িয়ে আছে।মেশানো হলেই মাথায় করে নিয়ে যাবেন।
এখানে এই ঢালায় ফেলা হবে।কত কষ্ট করে কাজ করছে।আর আমরা এর সুফল ভোগ করবো বহু বছর। রাস্তার নিজে বালু তার উপর রড দেওয়া।আবার তার উপর এবার ঢালাও দিবে।
এখানে দেওয়ার পরে আরো কিছু জোন আছে যারা এখানে কাঠ দিয়ে সমান করবে।উচু নিচু হলে মানুষের অকল্যাণ হবে।সকলে যার যার নিজ যায়গাতে ভালো কাজ করা উচিত তবেই সফলতা আসবে।কেউ ফাকি দিলে সেটার রেশ থেকেই যাবে।এই জন্য কর্মে কখনো ফাকি দিতে হয় না।
তাদের এই অসাধারণ কাজ আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি।তাদের এই কাজ আমাদের অনেক কিছু শিক্ষা দেয়।আমি মানুষের কল্যান মানুষের সৃজনশীলতার ছাপ দেখতে পাই সব যাইগাতে।আর খুজে বের করার ট্রাই করি তার কর্মকান্ডের। আমি তাদের এ অসাধারন কাজ কাজ ক্যামেরা বন্দি করতে পেরে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগলো।জানবেন। এই মেহোনতি মানুষের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ার মত কেউ নেই। আছে সমালোচনার মানুষ। আমাদের সচেতনতা তাদের সৃজনশীলতা কে বুঝতে জানতে সাহায্য করবে।
আপনাদের মুল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পড়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ
@aatik
My Twitter entry,,,
https://twitter.com/Atiik007/status/1669769243959918593?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit