THE DAIRY GAME. DATE(10/08/2020) আজকের দিনটি

in hive-141731 •  4 years ago 

আজকের দিনটি



সকালে ঘুম ভাঙে নয়টায়। আমি সচরাচর সোফায় ঘুমাই। তো আজকে সকাল নয়টাই টায় ঘুম থেকে উঠে হাত মুখ হাত মুখ পরিষ্কার করে ফেলি। মন বেশ ফুরফুরে আর ভালো ছিল। তারপর তারপর মাকে কিছুক্ষণ রান্নার কাছে সাহায্য করি। সকালের নাস্তায় ছিল সিঙ্গারা। আমার সকাল দশটায় আইসিটি ক্লাস ছিল। তাই এক ঘন্টা যাবৎ আমি ক্লাস করছিলাম। তারপর কিছুক্ষণ গেম খেলি। তাই এক ঘন্টা ধরে গেম খেলেছিলাম। তারপর আমাকে ঘর পরিষ্কার করতে হয়।



দুপুর বারোটা টা করে আমি বাহিরে যায় আমার বাবার সাথে। কারণ আমাকে কলেজ ভর্তির জন্য এপ্লিকেশন করতে হতো। তো আমি বাহিরে গেলাম সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিলাম। প্রায় আধঘন্টা লেগেছিল কাজগুলো করতে। তারপর আমি দুইটা আইসক্রিম কিনে ছিলাম। এটা আমার জন্য আরেকটা আমার ভাইয়ের জন্য। বাসায় আসি আমি পৌনে বারোটায়।তারপর আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ বন্ধু-বান্ধবদের সাথে গল্প করি কলেজ ভর্তি নিয়ে।

IMG20200807175007.jpg

তারপর আমি দুপুরের খাবার খায়। দুপুরের খাবার আছিল ভাতের সাথে আলুর দম। আমি সাধারণত ঘরে শাকসবজি বেশি খায়। মাছ আমি একদমই খাইনা। আমার একদম ভালো লাগে না। যাইহোক দুপুরের খাবার মজাদার ছিল। যদিও আমার মা অনেক ভালো রান্না করে। তারপর আমি দুপুরে তিনটা বাজে ঘুমিয়ে যায়। কারণ বেশি ঘুম পাচ্ছিল।

IMG20200709122924.jpg



যাইহোক বিকাল সাড়ে চারটায় ঘুম ভাঙে আমার। এরপর আমাকে কিছুক্ষণ বইপত্র গুছাতে হয়। কারণ টেবিল খুব অগোছালো ছিল। আর আমি প্রচন্ড রকমের অগোছালো মেয়ে। তারপর কিছুক্ষণ গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। এইসব করতে করতে দুই ঘণ্টা পার হয়ে যায়।

তারপর আমি ম্যাথ ক্লাস করি। আমি সাধারণত ক্লাস গুলো ডাউনলোড করে রাখি। ক্লাস ছিল প্রায় সাড়ে এক ঘণ্টার মতো। যাই হোক তারপর এক বন্ধুর সাথে অনেকক্ষণ গল্পগুজব করি। এসব করতে করতে রাত এগারোটা টা বেজে যায়।

তারপর আমি সাড়ে এগারোটা করে রাতের খাবার খাই। কিছুক্ষণ টেলিভিশন দেখি। আমার সচরাচর তাড়াতাড়ি ঘুম আসেনা। তাই ঘুমাতে আমার প্রতিদিনের মতো দেরি হয়। এভাবেই আজকের দিনটা কেটে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Nice post

Thank you so much

Good Job Apu? Keep posting every day.

Thank you soo muchh vhaia ☺️☺️