THE DAIRY GAME. DATE(11/08/2020)ABOUT TODAY

in hive-141731 •  4 years ago 

:::::প্রতিদিনের মতো:::::::



আজকের দিনটা সাধারণ ছিলো। প্রতিদিনের মত সকাল ৯ টাই ঘুম থেকে উঠি। সকালে নাস্তা করি। নাস্তায় ছিলো সিঙ্গারা। তবে সিঙ্গারা টা খেতে মজাদার ছিলো। আমার সপ্তাহে ৩ দিন ক্লাস করতে হই । ক্লাস হচ্ছে আইসিটি। তো কালকেও ছিলো। কিন্তু কাজ করতে করতে ঠিক সময় মতো ক্লাসটা করতে পারিনি। যাই হোক কিছুক্ষণ ম্যাথ প্র্যাক্টিস করি।


যদিও ম্যাথ আমার কিছুটা ভালো লাগে। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে বিজ্ঞান এর সাবজেক্ট গুলো। কিন্তু যখন পড়া মুখুস্ত করতে হই সেটা খুবই বিরক্তিকর। যাই হোক কিছুক্ষণ ম্যাথ প্র্যাক্টিস করি। ম্যাথ গুলো অত কঠিন ছিল না। যাই হোক, তারপর কিছুক্ষণ মোবাইল এ কিছুক্ষণ গেম খেলি।


কিছু সাইট এ কাজ করি। এইসব করতে করতে প্রায় এক ঘন্টা কেটে যাই। তারপর আমি স্নান করি। বন্ধুদের সাথে অনেকক্ষন কথা বললাম। কারণ পরেরদিন আমাকে স্কুল এ কিছু কাগজপত্র নিয়ে আসার কথা। বন্ধুদের সাথে অনেকদিন দেখা হবে। এটা ভেবে অনেক এক্সাইটমেন্ট এ ছিলাম। তারপর আমি ভাত খেলাম। ভাতের সাথে ছিলো পনির এর তরকারি। খবরটা বেশ টেস্টি ছিলো। আমার প্রিয় খাবার। আমার মা এইটা ভালো বানাই। তারপর আমি কিছুক্ষণ টিভি দেখি। টিভি দেখার সাথে সাথে কিছুক্ষণ গেম ও খেলি।

photo.jpg



তারপর বিকাল ৪ টাই আমার আইসিটি ক্লাস ছিলো। যেটা সাধারণত আমি সকালে করি। প্রায় এক ঘন্টা যাবত ক্লাস হই। আমি ক্লাস করার পর রেডি হয়ে আমাদের বাসার ছাদে চলে যাই। অনেকদিন পর আমি আমার বাসার ছাদে যাই। ছাদে গেলে বেশ হাওয়া বাতাস পাওয়া যাই। যেটা আমার বেশি ভালো লাগে। গ্রামে সেটা আরো বেশি ভালো লাগে। যাই হোক প্রায় ৭ টা পর্যন্ত ছাদে ছিলাম। অনেক কিছু ভাবছিলাম। তবে বেশ ভালো লাগছিলো। মন সতেজ হয়ে গেছিলো। তারপর আমি ঘরে চলে আসি।


তারপর আমি কিছুক্ষণ ক্লাস করি। বায়োলজি ক্লাস করতে হয়। অনেকক্ষন বায়োলজি ক্লাস করার পর আমি বন্ধুদের সাথে ঘুরার প্ল্যান করছিলাম। কারণ পরেরদিন আমাদের স্কুলে যেতে হবে। অন্যরকম লাগছিলো। অনেকদিন পর সবার সাথে দেখা হবে। স্কুল জীবনটাকে মিস করছিলাম। যাই হোক এইসব করতে করতে ১১ টা বেজে যাই।


আমি অনেকক্ষন কাজ করি। তারপর আমি ভাত খেয়ে নিন ভাতের সাথে সেই পনিরের তরকারী ছিলো। আমি সবসময় টিভি দেখতে দেখতেই ভাত খাই। তারপর সোফার মধ্যেই টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে যাই।

এইভাবেই দিন কেটে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi @himadridey A Really Really Beautiful Blog. Thank you share this diary game. Keep it up.

Thank you so much

Whats your favourite subject in science?

#onepercent

#bangladesh

greeting from @tarpan