THE DIARY GAME DATE(11/8/2020): আজকে সারাদিনের দিনলিপি

in hive-141731 •  4 years ago 

IMG_20200804_173531.jpg
আজ ১১/৮/২০২০ , বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকের সকাল টা অনেক সুন্দর সুর্যের আলো চারদিকে ছরিয়ে পরেছে,সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি।সূর্যের আলো পুকুরের পানিতে পড়ে পানি ঝকঝক চকচক করছে, সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর বাসায় গিয়ে হাত মুখ দুয়ে সকালের নাস্তা টা সেরে নিলাম। আজকে অবশ্য আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। আমি আমাদের গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম যে বন্ধুরা তোমরা সবাই রেডি হও। আমারা ঠিক ১০ টায় বাসা থেকে বের হব সেটা বলে দিলাম সবাই কে। তারপর আমি রেডি হতে লাগলাম। আমি রাস্তায় আসার পর দেখলাম আমার বন্ধুরা সবাই চলে আসছে, আমি মটর সাইকে টা নিয়ে রাস্তায় আসলাম এবং সিদ্ধান্ত নেয়া হল আমরা উল্লাপাড়া ফুলঝারি নদীতে যাব।
IMG_20200804_172102.jpg
ফুলঝারি নদীতে রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ওপর রয়েছে ২ টা ব্রিজ। একটা বাস ট্রাক চলাচল করে অন্য ব্রিজটা হল রেল লাইনের ব্রিজ, এই দুইটা ব্রিজের জন্য প্রাকৃতিক সৌন্দর্য টা আরো সুন্দর দেখতে লাগে। আমরা সবাই মটর সাইকেল চালাতে শুরু করলাম। লোকেশন
Screenshot_20200812-101244.pngউল্লাপাড়া, সিরাজগঞ্জ।
আমাদের বেলকুচি থেকে ফুলঝরি নদীর দুরত্ব ১১ কিলোমিটার। যেতে সময় লাগে ৪০ মিনিট । নদীর তীরে যাওয়ার যায়গা টা আকাবাকা পথ, রাস্তার চারপাশে গাছপালা দিয়ে ভরপুর। দক্ষিনা বাতাশে আমাদের চুল উরতেছে, অনেক ভাল লাগছে আমার। অবশেষে আমরা নদীতে পৌছালাম। নদীর তীরে গেলেই প্রাকৃতিক সৌন্দর্যে আমার মনটা ভরে যায়। মটর সাইকেল টা থামিয়ে রেল লাইনের ওপরে উঠলাম।
IMG_20200804_173822.jpg
রেল লাইনের ব্রিজটা দেখার মত। ব্রিজটা তৈরি হোয়েছিল অনেক বছর আগে, রেল লাইনের ব্রিজ টা তৈরি করেছিল ইংরেজরা। ইংরেজরা আমাদের দেশে অনেক কিছুই তৈরি করে গেছে যা এখুনো আমরা দেখতে পাই।রেল লাইনের ব্রিজের ওপর উঠলে ফুলঝারি নদীর আসল সুন্দর্যটা দেখতে পাওয়া যায়। আমরা বন্ধুরা মিলে সেখানে অনেক ছবি উঠলাম। নদীর তীরে ঝালমুরি বিক্রি করে আমারা সেখান থেকে ঝালমুড়ি কিনে খেলাম। অনেক মজা করলাম আমরা সেখানে। তারপরে ওখান থেকে সলপ ষ্টেশন গেলাম ঘোল খাইতে। আমাদের এখানে সলপের ঘোল খুবই বিক্ষাত। আমরা গাড়ি নিয়ে স্টেশন এ আসলাম আর ঘোল কিনলাম , আমরা সবাই ১গ্লাস করে ঘোল খেলাম । তারপর সবাই বাড়ি ফেরার জন্য রওনা হলাম। আমরা ৩০ মিনিট এর মধ্য বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময় মটর সাইকেল একটু স্পিরিটেড চালানো হইছে এই জন্য বাড়ি ফিরতে খুব একটা সময় লাগেনি। বাড়ি ফিরে এসে সন্ধায় আমরা জমিয়ে আড্ডা দিলাম। আজকের দিনটায় অনেক মজা করছি। ভ্রমনে গেলে মন টা ফ্রেশ হয়ে যায়। তাই মাঝে মাঝে ভ্রমনে বের হই।এভাবেই চলে গেল আজকের দিন। ধন্যবাদ সবাইকে । ভাল থেকো বন্ধুরা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The two bridges are so beautiful to look at. During the monsoon season, the rivers are full of water. So its natural beauty from the bridge looks very nice.

Walking over the railway bridge is thrilling but a bit risky. So it is better to be careful.

Some of your Bengali spelling words are wrong. Edit these and get them right. such ( হোয়েছিল, এখুনো, মোটর সাইকে etc).

great writing. Carry on

You looked so beautiful and you looked so beautiful in the first picture you shared. The place was on the railway line and I also took pictures a few days ago while passing through the railway line. Take pictures from such a place, the pictures are actually good

Please share this post on #Twitter

#onepercent #bangladesh

  ·  4 years ago (edited)

You have written very nice. I can give suggestions only and that is use "#steemexclusive" and "#100daysofsteem" tag in your blog. Steemexclusive tag is used for only those posts uploaded on steemit and 100daysofsteemit is you are participating.

#onepercent
#bangladesh

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team