THE DIARY GAME:DATE(02/08/2020); today's activity

in hive-141731 •  5 years ago 

আসসালামু আলাইকুম।সকলের সুস্থতা কামনা করছি।প্রতিদিন খুব ভোরে উঠে ফজরের নামাজটা মসজিদে পড়লেও আজ ঘুম থেকেই উঠতে পারি নাই।গতকালের ক্লান্তিতে শরীর পুরো ঝিমিয়ে ছিল।কখন যে এলার্ম বেজেছে টেরই পাইনি।যাই হোক,সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে ঠিক ৯ টার সময়।ঘুম থেকে উঠে বিছানা ঠিক করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে।ফ্রেশ হতে হতে আম্মু সকালের নাস্তা রেডি করল।সকালের নাস্তা শেষে ওষুধ খেয়ে বসলাম ফেসবুকে।নিউজফিড স্ক্রল করতে করতে ১০ টা ২০ বেজে গেল।বন্ধুর কলে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলাম।চলে গেলাম দূর থেকে আসা এক বন্ধুর সাথে দেখা করতে।তার সাথে দেখা করে বাসায় ফিরলাম।বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে গাড়ি পরিষ্কার করা শুরু করলাম গতকালের বৃষ্টি কাদায় একদম নাজেহাল অবস্থা।গাড়ি ধুরে গোসল করে চলে গেলাম মসজিদে যোহরের নামাজ পড়তে।যোহর পড়ে বাসায় এসে দেখি ছোটমামা এসেছে।মামার সাথে কুশল বিনিময় করে দুপুরের খাবার খেতে বসলাম।খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম সিনেমা দেখতে।বারবার দেখা সত্বেও প্রিয় কে.জি.এফ সিনেমা দেখলাম আবার।
IMG_20200802_214500_359.jpg

এরপর শুরু হলো বৃষ্টি।বৃষ্টি শেষে বের হলাম আরেক বন্ধুর সাথে দেখা করতে।যেতে যেতে আছরের আজান দিল।পথিমধ্যে এক মসজিদে নামাজ আদায় করলাম।এরপর বন্ধুর সাথে দেখা করলাম।এর মধ্যেই এক ভাই কার্ড খেলার প্রস্তাব দিল।হাল্কা নাস্তা করে বসে গেলাম।প্রথম ম্যাচ জিতলাম বিশাল ব্যবধানে।
এরপর তারা হাল্কা নাস্তা করাল।
IMG_20200802_185808_084.jpg

সন্ধ্যার পর অন্য এক বন্ধুর বাসার উদ্দেশ্যে রওয়ানা হলাম । তার বাসায় গিয়ে আন্টির জোরাজুরিতে আরো একদফা নাস্তা করতে হলো।

IMG_20200802_190656_311.jpg
আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বের হলাম বাসার উদ্দেশ্যে।রাস্তায় দেখা হলো আরো কিছু পরিচিতজনের সাথে।কুশল বিনিময় করলাম।এরপর হাটতে থাকলাম।এরই মাঝে এক বোনের কল আসল।তার সাথে গল্প করতে করতেই বাসায় ফিরলাম।বাসায় ফিরে হাতমুখ ধুয়ে এশার নামাজ আদায় করলাম।এরপর আবার গাড়ির পিছনে লাগলাম।গাড়িতে পালিশ করে ওয়াইফাই অন করে ফোন নিয়ে বসলাম।এরপর ইউটিউবে রিফাত ভাইয়ের নতুন ভিডিও দেখলাম।ফেসবুকে নটিফিকেশনগুলো চেক করলাম।গুরুত্বপূর্ণকিছু মেসেজের উত্তর দিলাম।এরপর স্কুলের গেট টুগেদারের বিষয়ে আলোচনা শুরু করলাম। সাথে কম্পিউটার অন করে কিছু ছবি এটিট করতে বসলাম
15963841420906957854876565791863.jpg
হঠাৎই মনে পড়ল আজকে তো ডায়েরি গেম পোস্ট করা হয়নি।বসে গেলাম পোস্ট করতে।একদিকে পোস্ট লিখছি আর অন্যদিকে এডিট করছি।মোটামুটি ব্যস্ততার মধ্যে দিয়েই কাটল আরেকটা দিন।ধন্যবাদ।শুভরাত্রি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

The attractive part of K.G.F movie is the personality of the hero. The hero is a criminal but has a different types of personality.

Thanks for sharing your diary with us,

Here is a little tips,

  • adding a caption in your photo will make it lot more attractive.

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some early tips!

Also join LUCKY 10S

greeting from @tarpan

কে.জি.এফ সিনেমা আমার কাছে অনেক প্রিয়ও একটা সিনেমা। এই সিনেমা আমি ৫-৭ বার দেখেসি। অনেক সুন্দর একটা মুভি। এই মুভি অ্যাকশন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আবার এই মুভি দেখবো কারণ এই মুভি যত দেখি যতই দেখতে মনে চায়.

আপনার লেখা গুলো গোছায় লেখার চেষ্টা করুন৷ আমি আপনার লেখা বুঝতে পারতেছি৷ কিন্তু এই লেখা গুলো বিদেশিরা ট্রান্সলেশন করতে গেলে অনেক সমস্যায় পরে যাবে। আপনি যদি সম্পূর্ণ লেখাই নিজের মত করে লিখেন তাহলে হবে না৷ আপনাকে সাধু ভাষায় লিখতে হবে৷ আশা করি বুঝতে পারছেন।

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game

Also join LUCKY 10S