CAPTIONS: THIS IS ME SOME WHERE IN OUR DISTRICT.
আজকের সকালটা ছিল একটু অন্যরকম। মাঝে মধ্যে যদিও ভোরে ঘুম থেকে উঠা হয়।
কিন্তু সেই ভোর সকালে উঠার অভ্যাস করা যাচ্ছে না। বাড়িতে কিছু আত্মীয় বেড়াতে আসছিলো।
তাদের মধ্যে একজন ভোর সকালেই নাস্তা করে চলে গেলো।
আর সেই হইচইয়েই ঘুম ভেঙ্গে গেলো।
যখন ঘুম ভাঙ্গে তখন ছিলো সকাল ৭ টা। একটু পরই আমি বিছানা ছেড়ে উঠলাম।
হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম। নাস্তা করলাম চা বিস্কুট, তাছাড়া বেশি কিছু খাওয়া হয়নি।
তবে আজ আর শরীর চর্চাটা করা হলো না। যদিও ভোরে ঘুম থেকে উঠেছিলাম।
কিন্তু একটু তাড়াহুড়া ছিলো বাইরে যেতে হবে।
বাহিরে যাওয়ার কারন হচ্ছে বড় ভাই এবং কিছু বন্ধুদের সাথে দেখা করা। সব কাজ শেষ করে ৯ টায় বের হলাম।
প্রায় ২ কিলোমিটারের মত দূরের রাস্তা পাড়ি দিলাম। দেখা করলাম প্রথমে বড় ভাইয়ের সাথে তারপর কিছু কাজ ছিলো সেই কাজগুলো সারলাম। কাজ করলাম অনেক্ষণ প্রায় ৩ ঘন্টা।
কাজ সেরে উনার সাথে কিছুক্ষণের একটা আড্ডা দিলাম।
CAPTIONS: TRAVELLING WITH ELDER BROTHER.
সেই সাথে বড় ভাইয়ের পক্ষ থেকে ছিলো ছোট্ট একটা ট্রিট " ১ টা স্পীড ড্রিংক, এবং অলিম্পিকের কেইক"।
এগুলো খেয়ে তারপর উনার কাছ থেকে বিদায় নিলাম।
সময় তখন প্রায় ২ টা বেজে ১০ মিনিট, একটা বন্ধুকে ফোন দিলাম। ফোন দিলাম সেই বন্ধুকে যার সাথে আমি বেশি সময় কাটাই। যে আমার বেশি ক্লোজ, তাকে।
ও আসার পর অনেকটা সময় ধরে আড্ডা দিলাম। কিছুক্ষণের মধ্যে আরেকজন চলে আসলো।
সেও খুব ক্লোজ। তারপর আরো কিছুক্ষনের একটা আড্ডা দিলাম।
CAPTIONS: WE ARE CHATTING TOGETHER AT THE RESTAURANT.
প্রিয় মানুষ গুলো বা ফ্রেন্ডসরা একসাথে বসলে যা হয় আরকি তাই হলো। আড্ডা দেয়া ফান করা, এটা ওটা গল্প করা।
তারপর কফি খেলাম। লোকাল ফাস্টফুডের দোকান হিসেবে কফি অবশ্য ভালোই বানায়।
অনেকটা প্রশংসারই যোগ্য।
ক্লোজ বন্ধুটার সাথে অবশ্য দেখা করার একটা কারন ছিলো। সে কিছু ফাইল নেট থেকে ডাউনলোড দিয়েছিলো।
ফাইল গুলো বলতে একটা সিরিজ "প্রিজন ব্রেক" নামের।
এই সিরিজের নায়ক মাইকেল স্কোফিল্ড। তার ক্যারেক্টার টা অসম্ভব ভালো লাগে। একমাত্র কমেডি ছাড়া সবই আছে এটাতে। পুরো সিরিজ জুড়েই টানটান উত্তেজনা, আসলে কখন যে কি হয় বলা যায় না এমন টাইপের।
এটা ছিলো মূলত, ৪র্থ সিজন।
তবে আগের সিজন তিনটা দেখা হয়ে গিয়েছিলো আরো আগেই। তাই তার সাথে দেখা করা এবং এগুলো নিয়ে আসা।
৩ টা ৩০ মিনিট, অনেকক্ষণ আড্ডা শেষে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে কিছুক্ষন সময় নিলো।
প্রায় ২ কিলোমিটার রাস্তা তাই হেটে যেতে
১৫ মিনিট লাগলো। তবে রিক্সা নিলে হয়তো এতটা সময় লাগে না। গ্রামের বাজার বলে আমরা হেঁটেই যাই।
প্রতিদিনই যাওয়া হয় তাই।
৪ টা ৫ মিনিটে রুমে আসলাম। আজকে এখন পর্যন্ত গোসল করিনি। তাই গোসল করলাম।
আজকে একটু বাহিরে ছিলাম বলেই একটু বিলম্ব হচ্ছে। তাই রুটিন মানা গেলো না। বাড়ি থাকলে হয়তো এমনটা হতো না।
গোসল শেষে রুমে এসে একটু ফ্রেশ হলাম। ভাত খাওয়ার প্রস্তুতি নিলাম। কারন দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি।
খেতে বসলাম ভাত আসলে গরমই ছিলো কারন এই মাত্র রান্না করা হয়েছে তাই।
খাবারের আইটেমে ছিলো
১। ভাত
২। মাছের তরতারি
৩।মাছ +শুঁটকির তরকারি
যদিও আমরা সংকর জাতি, আর সংকর জাতি হিসেবে আমরা মাছ ভাত খুবই পছন্দ করি।
অনেকটা খিদেও পেয়েছিল বলা যায়। তাই খাবার টা উপভোগ করলাম৷
৫ টা বেজে ৩০ মিনিট, এটা অনেকটা হাঁটাহাঁটি করার সময়। অলস সময় ও বলা যেতে পারে।
এই সময়টাকে কাটাতে হয় একটু ঘুরাফেরা করেই। বের হলাম। বাড়ির সামনেই একটা রাস্তা ছিলো সেখানে একটু হাটলাম।
খুব একটা লোকজন নেই।
CAPTIONS:VIEW OF NATURE WHICH IS NEAR OF OURS
জনমানবহীন যেটাকে বলে। এরকমই অনেকটা।
কখনো কখনো দুএকজন মানুষ আবার কখনো নেই।
সময় ৭ টা বেজে ১০ মিনিট, চা খেলাম। চা খেতে খেতে ফেসবুক টা একটু চেকিং করলাম। এটা অনেকটা এরকম যে এক হাতে চায়ের কাপ আবার অন্য হাতে মোবাইল ধরে স্ক্রল করা। ফেসবুক টা আসলে এই সময়েই ব্যবহার করি।
কারন ফেসবুকের সাথে চা খাওয়া টা উপভোগ করা যায়।
শুধু ফেসবুক নয় অনলাইনের অন্যান্য সব কার্যক্রম শেষ করলাম একে একে।
সর্বোপরি, আজকের দিনটা একটু অন্যরকম ছিলো অন্যান্য দিনের চেয়ে। খুবই উপভোগ করেছি।
Thank you for taking part in the diary game.
#STEEM ON
#onepercent
#bangladesh
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit