CAPTIONS: A CUP OF COFFE.
দিনের শুরুটা ভালোই ছিল। ঘুম থেকে উঠেও বিছানা ছাড়লাম না। শুয়ে শুয়ে মোবাইল চাপলাম ৩০ মিনিটের মত।
তারপর ফাইনালি ৮.৩০ মিনিটে বিছানা ছাড়লাম।
বাহিরে তো আবহাওয়া গরম ছিলো। তারপরও হুমরি খেয়ে পড়ে থাকা। কিভাবে যে এতোটা সকাল পেরিয়ে গেলো বুঝা গেলো না।
বিছানা পত্র ঠিকঠাকভাবে রেখে উঠলাম। দাত ব্রাশ করলাম৷ যথারীতি ভাবে, একটু ব্যায়াম করা যেটা আমি প্রতিদিন করে থাকি। এক্সারসাইজ করলে শরীর টা অনেকটা হালকা লাগে।
তাই এটা করা, অবশ্য অন্যকোন কারন এর মধ্যে নিহিত নাই।
ভোর সকাল উঠলে হয়তো সময় টা একটু বেশি পাওয়া যেত । কিন্তু দেরিতে উঠায় সেটার চান্স প্রায় কম ছিলো ।
কারন সকাল বেলার প্রত্যেকটা মুহুর্তই জরুরি ।
শুধু আমার যে বা আমি আমার কথা বলছি সেটা না। বরং ওই সময়টা আমাদের সবারই প্রয়োজনীয় সময়। বলা বাহুল্য এই সময়ে আমরা আমাদের নানা ধরনের কাজ সামলাই।
কারো ক্ষেত্রে হয়তো এমনটা ঘটে না। যাইহোক, এটা যার যার মর্জি।
প্রাকৃতিক সজীব বাতাস নিলাম, হাঁটাহাঁটি করলাম। এমনিতেই ঘন্টা খানেক সময় কেটে গেলো।
৯টা ৪০ মিনিটে, নাস্তা করলাম৷
CAPTIONS: SOME PIECES OF BRED
অনেকদিন পর খেয়েছি বলে হয়তো একটু স্বাদই লাগলো। সাথে ছিলো চা, কোনো রকম কম্বিনেশন হয়ে গেল।
CAPTIONS: A CUP OF BLACK TEA.
১১ টায়, একটু মোবাইলের কাজ গুলো শেষ করলাম। কাজ বলতে অনেকটা শখের বশেই করা হয়। কারন এতে কোনো ধরনের বাদ্য বাদকতা থাকে না।
মুলত, আমরা অনলাইনের বিষয় আসায় গুলো করে থাকে নেহাত বিনোদনের জন্যই নতুবা আর কিছুই না।
গোসল করলাম প্রায় ১২ টার দিকে। তারপর রুমে এসে একটু মোবাইল হাতে নিলাম।
২ টা ৩০ মিনিটের দিকে দুপুরের খাবার খেলাম। আজকে কোথাও যাওয়া হয়নি। তাই বাড়িতেই অবস্থান করছি। সেই সুবাদে ঠিক টাইমেই লাঞ্চ করতে পারলাম।খাওয়াদাওয়া শেষ করলাম প্রায় ৩ টা ০ মিনিটের দিকে।
খাবারের তালিকায় ছিলো মূলতঃ
১।ভাত
২। গরুর মাংস
৩।মাছের তরকারি
খাওয়াদাওয়া শেষে আজকের পত্রিকা টা একটু চেক করলাম। বেশ কয়েকটা আর্টিকেল পরখ করা হলো।
বেলা ৪ টার দিকে একটু ইউটিউবে ঢুকলাম। বেশ কিছু গান প্লে করলাম।
এবং সাই সাথে বিভিন্ন ধরনের ভিডিও প্লে করলাম।
দিনটা কেমন যেন ধীরগতির মনে হচ্ছে। এটাও মনে হচ্ছে যেন সময়টা কাটছেই না। বাসায় থাকলে সাধারণত একাই সময় কাটাতে হয়। সঙ্গী হিসাবে শুধু মোবাইকেই সাথে পাওয়া যায়।
সময় বিকাল ৫ টা বন্ধুদের সাথে একটু দেখা করতে গেলাম।
CAPTIONS:WALKING ON THE WAY.
এবং আরও একটি কাজ ছিলো সেটাও সারলাম।
ওদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। এবং কফি খেলাম,
CAPTIONS: SITTING IN A RESTAURANT WITH MY FRIENDS.
এভাবেই বিকাল বেলা চলে গেলো।
৭ টা বেজে ১০ মিনিট,
আর দশটা দিনের মত একই ভাবে কাটালাম। খুব ক্লান্ত অনুভব করছিলাম। হয়তো বা সাড়াদিনের ক্লান্তিকরতা এখন চেপে বসছে।
বরাবরের মতই চা খেলাম। আমি সবসময়েই এটা পছন্দের তালিকায় রাখি। কেনো জানি চা ছাড়া দিনটি যেনো পরিপূর্ণ হয়না। তাই মুলত চা খাওয়া হয়। চা খেতে খেতে অনেকটা সময় মোবাইল ইউজ করলাম৷
সাধারণত মেসেঞ্জারেই পরে থাকা। এটা ওটা কথোপকথন করা। ফেসবুক গ্রুপের পোস্ট গুলা দেখা। সাথে টেলিগ্রাম, এবং আদার প্লাটফর্মের এক্টিভিটিস পরখ করা।
সবকিছু যদি অনুকূলে থাকে তাহলে রাত ১০ টা ডিনার করবো। ভালোই ছিল দিনটি।
CAPTIONS:
Good work bro, carry on
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Already 4 post payout without @steemcurator01 vote 😂, it is discouraging me.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit