CAPTIONS: THIS IS ME AT THE HOME.
৯ টায় ঘুম থেকে উঠলাম। তারপর দাত ব্রাশ করলাম এবং হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম।
যথারীতি আমার রুটিনের কাজ গুলো সারলাম শুধু মাত্র এক্সারসাইজ ছাড়া। এক্সারসাইজ টা বাদ যাওয়ার কারন হচ্ছে, একেতো দেরিতে ঘুম থেকে উঠলাম। তারপর আবার গরম আবহাওয়া।
এই ধরনের আবহাওয়ায় বাহিরে যাওয়া যায় না।
শরীর চর্চা না করতে পারায় একটু খারাপ লাগছে। এটা হয়তো নিয়মই, যা আপনি প্রতিদিন করেন তা যদি একদিন না করেন তাহলে একটু খারাপ লাগারই কথা। এটা শুধু আমার বেলাই কার্যকর না, হয়তো প্রত্যেকের বেলায়ই এটা ঘটে থাকে।
১০ টায় নাস্তা করলাম। এটা সাধারণত আনকমন
সময় কারন গ্রাম অঞ্চলে এসময় কেউ নাস্তা করে না। তারা মূলত এসময় ভাত খেয়ে থাকে।
নাস্তা করে একটু বের হলাম উঠোনে। ছবি তুললাম কয়েকটা।
CAPTIONS:TAKING SELFIE AT THE OUTSIDE.
ঘরের বিতরে গরম, বাহিরেও গরম, তবে ঘরের তুলনায় এই মূহুর্তে বাহিরেই ভালো লাগে, তার স্পেশাল কারন মাঝে মাঝে বাতাস আসে।
১১ টায় রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মোবাইল ইউস করলাম। পত্রিকার পাতা গুলো চেক করলাম।
তারমধ্যে দুএকটা ভালো আর্টিকেল পড়লাম। ফেসবুকের নোটিফিকেশন গুলো চেক করলাম।
চ্যাট লিষ্টে থাকা কয়েকটি বন্ধুর সাথে হাই হ্যালো কথা বলা।
তার সাথে টেলিগ্রামটাও চেক করে নিলাম।
১২ টায় গোসল করলাম। রুটিন ঠিক রাখতে পারলাম যতটুকু বুঝা গেলো। সময় মেনে আমাজন করলে সেটাতে একটা প্রশান্তি কাজ করে। যাইহোক, গোসল করলাম ফ্রেশ হলাম।
২ টার দিকে এক আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেলাম। বেড়াতে যাওয়াটা অনেকটা হঠাৎই, আমার সাথে ছিলো আরও দুইজন।
আত্মীয় বাড়ি পৌছানোর পর কোল্ড ড্রিংক খেলাম।
CAPTIONS:ITS COLD DRINK WHICH WE TAKING AT THE RELATIVE HOUSE.
তারপর একটু পর দুপুরের খাবার দিলো।
দুপুরের খাবারের আইটেম গুলো আগে থেকেই সাজিয়ে রেখেছিলো।
১।ভাত
২।কচু শাক সাথে চিংড়ি মাছ
৩। মুরগির মাংস
৪।গরুর মাংস
৫।ডিম
৬।কৈ মাছ
যাইহোক, খাওয়াদাওয়া শেষ করে কিছুক্ষন বিশ্রাম নিলাম। তারপর চলে আসলাম।
৩ টা ৩০ মিনিট, কাছের এক বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলাম। কোনো কারন নাই, এমনি বেড়াতে যাওয়া। অনেকদিন হলো বেড়াতে যাওয়া হয়নি। তাই ভাবলাম যাওয়া যাক।
আমাদেরকে দিলো শরবত এবং চিকেন নুডলস।
CAPTIONS: THIS IS CHICKEN NOODLES WHICH WE TAKING AT THE ELDER BROTHER HOUSE.
৫ টা বাজে, চলে আসলাম। গ্রামের বাজারে বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়া। সাধারণত বাজারে আসলে দেখা করে যাই। তাই বাজারে এসে বন্ধুকে ফোন দিলাম। অনেকসময় আড্ডা দিলাম, ঘুরাঘুরি করলাম।
৭ টা ৩০ মিনিটে, রুমে বসে আছি। ভাবছি আজকে অনেক যায়গায় ঘুরলাম। অনেক মানুষের সাথে কথা বললাম। অনেক কিছু খেলাম। একটু পর চা খেলাম। মনে হচ্ছে যেন টায়ার্ডনেস টা দূর হবে।
ফেসবুক টা আবার চেক করলাম। নোটিফিকেশন এবং নিউজফিডে ঘাটাঘাটি করলাম।
রাত ১০ টায় রাতের খাবার খাবো।
আজকের দিনটা আমার কাছে ভালোই কাটলো।