আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। প্রতিদিনের মত আজকেও আমি আমার দিনলিপি উপস্থাপন করবো।
ঝির ঝিরে বৃষ্টির আমেজে শুরু হয়েছিলো আজকের সকালটা। ভোর ৫ টায় ঘুম থেকে উঠেই দেখি ঝির ঝির বৃষ্টি। বৃষ্টির জোর খুব বেশি না হালকা। তাই অযু করে ফজরের নামাজের জন্য প্রস্তুত হলাম। নামাজ পড়ে এসে খালি পেটে এক গ্লাস পানি পান করলাম। আজকের সকালটা বেশ শীতল ছিলো তাই একটু শারীরিক ব্যায়াম করলাম।
ব্যায়াম শেষ করে একটু বাহিরে হাটতে বের হলাম। প্রায় ৩০ মিনিট হাটাহাটি করলাম অবশ্য হাটাহাটি বাড়ির আসে পাশেই করতে হয়। তার পর বাড়িতে এসে হালকা নাস্তা খেলাম।
- মুড়ি
- কলা
- বিস্কিট
হালকা নাস্তা করে আল্লাহর নাম নিয়ে একটু টেবিলে বসলাম। কতক্ষন পড়েছি সেটা বলতে একটু লজ্জাই লাগছে। তাও বলছি খুব হলে ১০ মিনিটের মত পড়েছি ১০ মিনিটের কম হবে বলেই মনে হচ্ছে আমার। আজ প্রায় এক সপ্তাহ পরে বইয়ের সাথে সন্ধি হয়েছিল।
তার পর একটু বাড়ির আসে পাশেই ঘুরগুর করছিলাম। ফুলগাছের ফুল গুলো আজকে বেশ চমৎকার লাগছিলো। শীতল আবহাওয়া আর ফুলের স্পর্শে সকালটা খুব ভালই কাটছিলো। পাশেই দেখলাম আগাছার মধ্যে বেড়ে ওঠা পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে। বাহ্ খুব সুন্দর লাগছিলো।
তার পর ঘরে এসে সকালের নাস্তা করলাম, আজকের নাস্তা গুলা হলো।
- ভাত
- পটল ভাজি
- মূসুরের ডাউল
- আলু ভর্তা
আমার সকালের নাস্তার অন্যতম হলো আলু ভর্তা ডাউল। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা শেষ করে হালকা একটু বিশ্রাম করলাম। বিশ্রাম করে একটু বাজারের দিকে হাটতে লাগলাম। বাজারে গিয়ে চা বিস্কিট খেয়ে ১০ টা ৩০ মিনিটের দিকে বাড়ি আসলাম।
বাড়িতে এসে একটু গেমস খেলতে শুরু করলাম। সত্যি কথা বলতে গেম খেলতে শুরু করলে সময় কেমনে যায় টের ই পাই না। প্রায় দুই ঘণ্টা গেম খেললাম।
তার পর গোসল করে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবারে তালিকায় ছিলো।
- ভাত
- লাউ শাক
- ছোট মাছ
- সেমাই
দুপুরের খাবার শেষ করে প্রতিদিনের মতো একটু ঘুমিয়ে পরলাম। এক ঘণ্টার মতো ঘুম স্থায়ী হয়েছিলো। ঘুম থেকে জেগে উঠে শুয়ে শুয়েই একটা নাটক দেখলাম। টয়া শাওনের অভিনীত নাটকের নাম ( স্বামী কাঠগড়ায় ) অনেক ভালো ছিলো নাটকটা।
তার পর একটু নদীর দিকে রওনা হলাম, অনেক দিন হলো নদী দেখা হয় না। আজকে নদীর পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছিলো। বাহ্ অনেক সুন্দর পরিবেশ আকাশটা হালকা কালো মেঘে আচ্ছন্ন ছিলো বেশ ভালই লাগছিলো। সেই মুহূর্ত টা থামিয়ে রাখার ইচ্ছে হলো কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল সময় থেমে থাকেনা। তাই সেই মুহূর্ত টা ক্যামেরা বন্ধী করে নিলাম।
নদীর তীরে অনেক সময় সুন্দর মুহুর্ত উপভোগ করলাম। তার পর বিকেল ৫ টার দিকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আসরের নামাজ আদায় করলাম। নামাজ পড়ে ফেসবুক লগইন করলাম, বেশ কিছুক্ষণ ফেসবুক চালাইলাম। গ্রুপে বন্ধুদের সাথে অনেক সময় আড্ডা দিলাম। ভালো লাগল একটু ফুটবল খেলবো। যাই হোক বেশ ভালো সময় পার করছি আজকে।
ধন্যবাদ সবাইকে
thank you so much for your beautiful post. You can share this in tweeter and facebook so that people can know this amazing platform. Keep postting 🤙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit