THE DAIRY GAME:(01/10/2020)আজকের দিনলিপি

in hive-141731 •  4 years ago  (edited)

কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বাহির থেকে ঘুরে এসে একটু পরে চারদিকে ফজরের আজান হওয়া শুরু আমাদের মসজিদে আজান হলো ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় শেষে গোয়াল ঘরে ঢুকে পরিষ্কার করে দিয়ে। খড় কুটো দিয়ে গরু গুলো কে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়িতেই হালকা নাস্তা করে দোকানে গিয়ে দোকান খুলে বসে পড়লাম। দোকানে বসে থাকতে থাকতে ১০.০০টা বেজে গেলো।দোকান থেকে বাড়ি এসে খাওয়া করলাম খাওয়া করে গরু গোয়ালে ঢুকে গরুগুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে গোসল করে নিলাম। গোসল শেষ করে জামা পরে রেডি হয়ে বাইক নিয়ে শহরের উদ্দেশ্য রওয়ানা দিলাম। প্রথমে গেলাম হোমিওপ্যাথি ডাক্তার এর কাছে ওনার সাথে কথা বলে আমার একটা ওষুধ নিলাম।

IMG_20200929_180159.jpg

ওখানে ঔষধ নিয়ে গেলাম আমাদের দোকানের ঔষধ নেওয়ার জন্য পাইকারি দোকানে সেখানে গিয়ে দোকানের ওষুধ নিয়ে। আবার আরেকটি দোকানে গিয়ে গরুর ঔষধ নিলাম। ঔষধ নেয়া শেষ করে জোহরের নামাজ আাদায় করে নিলাম। তারপর গেলাম এক বন্ধুর সাথে দেখা করতে। বন্ধুর সাথে দেখা করে কথাবার্তা শেষ করে হালকা কিছু খরচ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম। বাড়িতে এসেই আসরের আজান হলো ওজু করে আসরের নামাজ আাদায় করে নিয়ে। গরু গুলো কে বিকেলের খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর গেলাম এক জায়গায় তিনজন মিলে আমার বাইকে করে। যাওয়ার পর প্রথমে রাস্তার একটা গর্ত ভরাট করে দিলাম আমরা তিনজন মিলে। তার পরে সেখান থেকে বাইকে করে আবার তিনজন মিলে একসাথে গেলাম একটা গ্রামে সেখানে আগেই একজন আমাদের জন্যে অপেক্ষা করতেছিলো।তো ওর সাথে দেখা হলো সে নিয়ে গেল তার বাড়িতে। সেখানে আমরা এক বস্তা তালবীজ বা প্রায় দুইশতো তালবীজ নিয়ে আবার তিনজন মিলে একসাথে

IMG_20201001_074942.jpg

বাইকে চড়ে তালের বস্তাসহ বাড়িতে ফিরে আসলাম। বাড়ি ফিরে এসেই মাগরিবের নামাজ আাদায় করে নিলাম জামাতের সহিত। নামাজ পড়ে আবার কিছু সময় পরে বাজারে গিয়ে গেলাম এক বন্ধুর বাড়িতে গেলাম দেখা করতে। ওর সাথে দেখা করে কথাবার্তা বলে বাজারে এসে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসলাম। তারপরে গরু গুলো কে রাতের খাবার দাবার খড় দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ওজু করে এশারের নামাজ আাদায় করে নিয়ে আবার রাতের খাওয়া শেষ করে নিলাম।ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করে বিভিন্ন খবর দেখে ফেসবুক ঘাটাঘাটি করতে করতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না।
My Introduction post : my introduction post to steem newcomers community

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Felicitaciones amigo , No entendi nada , pero las letras tan diferentes de su abecedario son hermosa tipografia que parecen una partitura musical ¡¡¡