প্রতিদিনের মতো ভোর সকালে উঠে ওজু করে ফজরের ওয়াক্তের সালাদ আদায় করলাম। তারপর আমি আমার ছোট্ট গরুর খামারে ঢুকলাম এবং গরুর খামারটা পুরো পরিষ্কার করলাম খুব সুন্দর করে। এরপর গরু গুলোকে খাবার ও খড় দিয়ে খামার থেকে বেরিয়ে এলাম।আমার ছোট্ট খামারে চারটি গরু আছে। এ-ই ছোট খামার নিয়ে আমি সপ্ন দেখি।
এ-ই খামার একদিন অনেক বড় হবে অনেক রকম দেশি-বিদেশি গরু থাকবে। এবং আমি আমার ছোটো ছোটো সপ্নপুরন করব ইনশাআল্লাহ। কেননা জীবনে অনেক ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ধংস করেছি। বাইরের অনেক ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এখন বাড়িতে গরুর খামার নিয়ে সপ্ন দেখে দেখে দিন পার করছি। আর খামারের গরুর যত্নআওি করে যাচ্ছি। খামারের কাজ শেষ করে সবজি বাগানের মাচা গুলো একটু ঠিক করে দিলাম আর গাছ গুলোকে মাচায় উঠিয়ে দিলাম।
এরপর বাড়ি এসে পরিষ্কার পরিছন্ন হয়ে বাজারে ঔষধের দোকানে গেলাম। দোকান থেকে বাড়ি আসলাম খাওয়া শেষে আবার দোকানে গেলাম। দোকানে ১২.০০টা পর্যন্ত থেকে বাড়ি আসার সময় গরুর খাবার নিয়ে বাইকে চড়ে বাড়ি আসলাম। তারপর একটু আরাম করে বাড়ির কিছু কাজ ছিলো কাজ গুলো করে গরু গুলোকে খাবার দাবার দিয়ে গোসলখানায় গিয়ে গোসল করলাম। তার পর ওজু করে জোহরের নামাজ আদায় করে নিলাম। তারপর রুমে গিয়ে একটু টিভি চালু করে ঈদের নাটক দেখার জন্য বিভিন্ন চ্যানেল দেখে বাংলাভিশনে একটা অপি করিমের নাটক দেখা শুরু করলাম নাটকের নাম ভিকটিম অপির বিপরীতে ছিলো আফরান নিশো। নাটকের গল্পটি ভালোই লাগলো গল্পটি এমন আফরান নিশো একটি অফিসের কমকর্তা । তো অফিসের মহিলা কর্মী আফরান নিশোর কাছে একটা ফাইল নিয়ে আসলে ফাইল দেখে নিশো প্রচুর রাগ দেখালেন মহিলাকে। তারপর ওই মহিলা বাসায় এসে ফেসবুকে একটা পোস্ট করে ছেড়ে দিলেন খারাপ কিছু লেখে। তারপর নিশোর জীবনে টানাপোড়েন শুরু হলো আর এভাবেই এগিয়ে চললো নাটকটি। নাটক দেখা শেষ করে আসরের আজানের একটু আগে গরু গোলোকে খাবার দাবার দিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর বিকেল বেলা বসে আছি দেখলাম আকাশ মেঘ মেঘ।
বসে থাকতে থাকতে মাগরিবের আজান হয়ে গেলো নামাজ আদায় করে বাইকটা নিয়ে বাজারে গেলাম মা এর মোবাইল টা নিয়ে। মোবাইল একটু সমস্যা করতে ছিল সেটা ঠিক করে আনলাম।আসে একটু আমাদের ঔষধের দোকানে বসলাম তারপর একটু এশার আজান হলো। এশার নামাজ পড়ে আবার গরু গুলোকে একটু খাওয়ালাম। তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া শেষ করলাম। তারপর একটু মোবাইলটা নিয়ে খবর দেখা শুরু করলাম। একটা খবর দেখে খারাপ লাগে বারবার ঈদুল আজহার সময় চামড়া নিয়ে খবর।
একটা গরুর চামড়ার মূল্য ৫০-১০০ টাকা ছাগলের চামড়া ২-১০ টাকা। এটা দেশের সম্পদ কিন্তু দেখে মনে হয় দেখার কেউ নাই। তার পর খবর শেষ করে ঘুমাতে গেলাম।
আপনার পোস্টটি খুবই চমৎকার হয়েছে .তোমার পোস্ট তুমি টুইটার ফেসবুক শেয়ার করতে পারো। এতে করে নতুন নতুন মেম্বার এখানে যোগদান করবে।
All Time Follow Now @steemitblog
Greeting From @bd-steemian Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি খুবই চমৎকার হয়েছে
All Time Follow Now @steemitblog
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম ছবিটি অনেক সুন্দর হয়েছে৷ ভালো লিখেছেন৷ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit