THE DAIRY GAME:(19/09/2020)আজকের দিনলিপি

in hive-141731 •  4 years ago  (edited)

বিছানা থেকে উঠে বাড়ির বাহির থেকে ঘুরে এসে ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় করে গরু গোয়ালে গিয়ে গরুর মলমুএ আর্বজনা গুলো পরিষ্কার করে দিয়ে। খড় কেটে গরু গুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু পরে বজারে যাই। বাজারে গিয়ে হালকা নাস্তা করে আমাদের ঔষধের দোকানে গিয়ে বসলাম।

IMG_20200920_100029.jpg

দোকানে বসে থাকতে থাকতে প্রায় ১০.০০ বেজে গেলো তাড়াতাড়ি দোকান থেকে বাড়িতে ফিরে এসে খাওয়া করে নিলাম। খাওয়া শেষে গরু গুলোকে খড় কেটে দিয়ে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর পানি দিয়ে ধৌত করে দিলাম।গোয়াল ঘর থেকে বেরিয়ে গোসল শেষ করে রেডি হয়ে জামা কাপড় পরে বাইক নিয়ে স্কুলের উদ্দেশ্য রওয়ানা দিলাম। স্কুলের সামাজিক দুরও মেনে মিটিং করে শেষ করে বাড়িতে ফিরে আসতে আসতে ২.৩০ টা বেজে গেলো।জোহরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় করে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে একটু বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।

IMG_20200920_100048.jpg

হালকা একটা ঘুম দিলাম।ঘুম থেকে উঠতে উঠতে আসরের আজান হলো তাড়াতাড়ি ওজু করে আসরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে গোয়াল ঘরে ঢুকে খড় কেটে গরু গুলোকে বিকেলের খাবার দাবার দিয়ে গোয়াল পরিষ্কার করে। গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাজারে গিয়ে হালকা খরচ করে বাড়ি ফিরে আসতে আসতেই মাগরিবের আজান হলো মাগরিবের নামাজ আাদায় করে নিয়ে ছেলেকে একটু সময় দিয়ে আবার বাজারে গেলাম বাজারে গিয়ে দোকানে বসে পড়লাম।
IMG_20200920_100023.jpg
বাবা নামাজ পড়ে বাড়ি ফিরে গেল। আমি দোকানে বসে থাকতে থাকতে রাত ৯.৩০ টা বেজে গেলো। তারপর হালকা খরচ করে বাড়িতে ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে গোয়াল ঘরে ঢুকে খড় কেটে গরু গুলো কে রাতের খাবার খেতে দিলাম। তারপর দেখি একটি গরু খাচ্ছে না।তারপর গরুটির কানে হাত
দিয়ে দেখলাম গরুর জোর আসছে।তারপর ওজু করে এশারের নামাজ আাদায় করে রাতের খাবার দাবার শেষ করে। দোকানে গিয়ে গরুর ঔষধ নিয়ে আসে খাইয়ে দিলাম।
IMG_20200920_100057.jpg

তারপর রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়বো এমন দেখি ছেলেটা কাদছে জোরে তারপর জোরের ঔষধ খাইয়ে দিলাম। তারপর মোবাইলে একটু খবর দেখে নিলাম । খবর টি পেয়াজের ভারত থেকে পেঁয়াজ আসার খবরে বাংলাদেশের বাজারে দাম আরেকটু কমেছে। ভারত বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে, এমন খবরও ইতিবাচক প্রভাব ফেলেছে। আজ রোববার দাম আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Screenshot_20200920_100315.jpg

গতকাল শনিবার পুরান ঢাকার শ্যামবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়, যা দুই দিন আগের তুলনায় ২০ টাকার মতো কম। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে। তো খবর দেখা শেষকরে
ঘুম দিলাম।
*My Introduction post : my introduction post to steem newcomers community

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Good post brother. You will use captions in the pictures of your post And mention in the caption. When and where did you take the picture? And what is the name of that place? You can use Google location code. How to use google location code? You can understand that by looking at this post. #diarydoctor #bangladesh #affable

A video has been made in Bengali about how to Find & use Google Plus Address ( code). Don't miss it

There are many contests going on in Steemit. You participate in the contests. If you can do any one of art, music, photography, story writing, cooking. Then you must participate in the contests. Here you will find all the contest links of this week.
UPDATED| compilation of On going contests on Steem |Categorized