খুব সকালে ঘুম থেকে উঠে বাহির থেকে ঘুরে এসে ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় করে গরু গোয়ালে গিয়ে গরুর মলমুএ আর্বজনা গুলো পরিষ্কার করে দিয়ে। খড় কেটে গরু গুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর একটু পরে বজারে যাই। বাজারে গিয়ে হালকা নাস্তা করে আমাদের ঔষধের দোকানে গিয়ে বসলাম lদোকানে বসে থাকতে প্রায় ১১.০০ টা বেজে গেলো তাড়াতাড়ি দোকান থেকে বাড়িতে ফিরে এসে খাওয়া করে নিলাম।
খাওয়া শেষে গরু গুলোকে খড় কেটে দিয়ে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর পানি দিয়ে ধৌত করে দিলাম।গোয়াল ঘর থেকে বেরিয়ে গোসল শেষ করে রেডি হয়ে জামা কাপড় পরে বাইক নিয়ে শহরের উদ্দেশ্য রওয়ানা দিলাম। শহরে যাওয়ার পর প্রথমে এক বড় ভাইয়ের সাথে দেখা করে তারপর পাইকারি ঔষধের দোকানে গিয়ে ঔষধ নিয়ে সেখান থেকে বেরিয়ে সোনালী ব্যাংকে গেলাম সেখানে ব্যাংকের কাজ শেষ করে মসজিদে গিয়ে জোহরের নামাজ আাদায় করে নিলাম প্রায় তিনটার দিকে।
নামাজ পড়ে মসজিদেই একটু বিশ্রাম নিলাম প্রখর তাপের কারণে।মসজিদ থেকে বেরিয়ে হালকা একটু খরচ করে নিলাম। একটা দোকানে গিয়ে চায়নিজ খাবার চিকেন ফ্রাই ও রাইস খেয়ে নিলাম।খাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।বাড়িতে আসতে আসতে ৫.০০টা বেজে গেলো। বাড়িতে ফিরে আসার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওজু করে আসরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ কালাম পড়া শেষ করে একটু গরুর গোয়ালে গেলাম। গোয়ালে গিয়ে অসুস্থ গরুটার জোর দেখলাম তখনও ১০৬ ডিগ্রি তাপমাত্রা তাড়াতাড়ি পানি এনে মাথায় পানি দিলাম।
পানি দিয়ে শরীরের তাপমাত্রা
কমানোর চেষ্টা করা হলো।এরমধ্যেই মাগরিবের আজান হলো তাড়াতাড়ি ওজু করে মাগরিবের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় শেষে আবার জোর দেখলাম তখনও ১০৬ ডিগ্রি তাপমাত্রা তাড়াতাড়ি দুইটা ইনজেকশন দিয়ে দিলাম। ইনজেকশন দেওয়ার পর বাজারে আসলাম আসার পর দোকানে বসলাম। আমি দোকানে বসলে বাবা এশার নামাজ পড়ে বাড়ি চলে গেলো।
আমি দোকানে প্রায় ৯.৩০ টা পযন্ত থাকার পর দোকানে বাড়িতে ফিরে আসলাম। বাড়ি আসার পর গুরুগুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল পরিষ্কার করে রাতের খাবার খেয়ে নামাজ পড়ে নিলাম।তারপর গরুটাকে আবার একটা ইনজেকশন দিলাম। তার পরে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ঘরে ঢুকে বিছানায় ঘুমাতে গেলাম কিন্তু আমাদের কয়েকটা বাড়িতে বিদ্যুত নাই। ট্রান্সফর্মার জলে যাওয়ার কারণে তাই ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেলো প্রচুর গরমের কারণে।
*My Introduction post : my introduction post to steem newcomers communit
কোড বের করে সেটি এই পোস্টে যদি ব্যবহার করতেন ,তাহলে পোস্টের মান অনেক বেড়ে যেতো। কোড ব্যবহারের সিস্টেম দেখতে ভিডিওটি প্লে করেন।
#onepercent #bangladesh
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit