ভোর ৫.০০ টায় ঘুম থেকে উঠে ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। রাত থেকে বৃষ্টি চলতেছে বৃষ্টিতে ভিজে গোয়ালে গোয়ালের আবর্জনা গুলো পরিষ্কার করে খড় কেটে গরু গুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম। তারপর একটু হালকা নাস্তা সেরে নিলাম। বৃষ্টি তখনও হচ্ছে তো আর বাজারে না গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করে বিভিন্ন খবর দেখে নিলাম ফেসবুকে ও ঘাটাঘাটি করে আরও অনেক কিছু কাজ করতে করতেই ঘুমের আবেশ চলে আসলো তারপর হালকা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ১১.০০বেজে গেলো। বিছানা ছেড়ে উঠে ভাত খাওয়া করে নিলাম। ভাত খাওয়া শেষ হলে বসে বসে ছেলের সাথে খেলা করতেছি এমন সময় বাবা বাড়ি আসলে আমাকে বললো দোকান টা খোলা রাখে আসছি দোকান টা বন্ধ করে দিয়ে আসো।আমি কথা শুনে দোকানে গিয়ে বসে পড়লাম বৃষ্টিতে বসে থাকতে থাকতে ১.৩০ টা বেজে গেলো। হালকা খরচ করে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসতে আসতে ২.০০ টা বেজে গেলো। তাড়াতাড়ি গোয়ালে ঢুকে খড় কেটে গরু গুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর
পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ওজু করে জোহরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে একটু ঘরে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম বৃষ্টির দিনে ঘুম টাই বড় কাজ।ঘুম থেকে উঠে আসরের আজান হলো তাড়াতাড়ি ওজু করে আসরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে গোয়ালে গিয়ে গরু গুলো কে একটু লবন পানি দিয়ে খড় দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করে গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে পরিষ্কার হয়ে নিলাম। ছেলে ও
আমি এক সাথে অনেক খেলা করলাম খেলা করতে করতেই মাগরিবের আজান হলো ওজু করে মাগরিবের নামাজ আাদায় করে নিলাম।আবার একটা ঘুম দিলাম থেকে উঠে দেখি এশারের আজান হলো তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাজারে গেলাম বাজারে গিয়ে গরুর খাবার খরচ করে দোকান খুলে বসে কিছু সময় পরে বাড়িতে ফিরে আসলাম। ফিরে আসার পর গোয়ালে গিয়ে আবর্জনা পরিষ্কার করে দিয়ে খড় কেটে গরু গুলো কে রাতের খাবার দাবার দিয়ে গোয়ালে মশার কয়েল জ্বালায়ি দিলাম। তারপর গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে আমিও পরিষ্কার হয়ে ওজু করে এশারের নামাজ আাদায় করে নিলাম। তার পরে রাতের খাওয়া সেরে নিয়ে ঘরে গেলাম। ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে বিভিন্ন খবর দেখে ফেসবুক ঘাটাঘাটি করে আরও অনেক কাজ করে মোবাইলটা রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম।
My Introduction post : my introduction post to steem newcomers community