সকাল ঘুম থেকে উঠে ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। ফজরের নামাজ আাদায় করে গোয়াল ঘরে ঢুকে প্রথমে আবর্জনা গুলো পরিষ্কার করে দিয়ে। খড় কেটে গরু গুলো কে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়িতেই হালকা নাস্তা করে নিলাম।নাস্তা করে বাজারে গিয়ে দোকান খুলে বসলাম। দোকানে থাকতে থাকতে প্রায় সকাল ৯.০০ টা বেজে গেলো তাড়াতাড়ি দোকান থেকে বাড়ি ফিরে এসে গরু গুলো কে খড় দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে।বাড়ির ঘরের টিনে চড়ে টিন গুলো ঠিক করে ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে দিয়ে দিলাম।
টিন ঠিক করার আগে একটু বৃষ্টি হলেই পড়তো ঘরে। তো টিনের উপর থেকে নেমে গেলাম আমাদের পুকুর পাড়ে সেখানে একটি সজিনার গাছ পানিতে পড়ে গেছে। তো গাছটি ওঠা গেল না ঐগাছে কুমড়া ও ধুমকরলার গাছ চড়ে ছিলো। তো সেই গাছের সাথে ও গুলো পড়ে গিয়েছিল। পুকুরের পানিতে পড়া গাছের উপর দিয়ে আসতে আসতে যেয়ে একটা কুমড়া ও চারটি ধুমকরলা পেড়ে নিয়ে ওখান থেকে নেমে এলাম। তারপর বাড়িতে এসে তারাতারি গোসল করে নিলাম গোসল শেষ করে খাওয়া করে নিলাম। খাওয়া শেষে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্য রওয়ানা দিলাম।
গোসল করে নিলাম। স্কুলে আসার পর স্কুলে কাজ কাম শেষ করতে করতেই ২.৩০ টা বেজে গেলো।তারপর জোহরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় করে সরাসরি শহরের উদ্দেশ্য রওয়ানা দিলাম। শহরে এসে হোটেলে গিয়ে ভাত খাওয়া করে। একটু ব্যাংকে গেলাম। ব্যাংকের কাজ শেষ করে আমার কলিগের বাসায় গিয়ে ওনার সাথে কথা বলে কাজ শেষ করে। এক বড় ভাইয়ের সাথে মোবাইলে কথাবলে নিয়ে। তার পরে এক দোকানে গিয়ে বসবো এমন সময় আরেক বড় ভাইয়ের সাথে দেখা হলো। ওনার সাথে কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম। বাড়িতে আসতে আসতে প্রায় ৫.৩০ টা বেজে গেলো। তাড়াতাড়ি ওজু করে আসরের নামাজ আাদায় করে নিলাম। আসরের নামাজ আাদায় করে ছেলের সাথে একটু সময় দিয়ে একটু পরেই মাগরিবের আজান হলো তাড়াতাড়ি নামাজ আাদায় করে।
গরুর গোয়ালে গিয়ে গরু গুলো কে দেখে গোবর গুলো পরিষ্কার করে দিয়ে ময়ার কয়েল জ্বালিয়ে দিয়ে। বাজারের উদ্দেশ্য রওয়ানা দিলাম। বাজারে গিয়ে দোকানে বাবার সাথে দেখা করে গরুর খাবার খরচ করে দোকানে এলাম দোকানে আসতে আসতেই এশারের আজান হলো বাবা মসজিদে গেল আমিও মসজিদে গিয়ে অজু করে এশারের নামাজ জামাত এর সহিত আদায় করে বাকি নামাজ আাদায় করে আবার দোকানে আসলাম। বাবা নামাজ পড়ে বাড়ি গেলো। আর আমি দোকানে বসে পড়লাম দোকানে থাকতে থাকতে প্রায় রাত দশটা বেজে গেলো
তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার পর গুরু গুলো কে রাতের খাবার খেতে দিলাম। তারপর খড় দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে আমিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম। তারপর ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করে বিভিন্ন খবর দেখে ফেসবুক ঘাটাঘাটি করতে করতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না।
My Introduction post : my introduction post to steem newcomers community