অনেক ভোরে ঘুম থেকে উঠে বাহির থেকে ঘুরে এসে একটু পরে চারদিকে ফজরের আজান হওয়া শুরু আমাদের মসজিদে আজান হলো ওজু করে ফজরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ আাদায় শেষে গোয়াল ঘরে ঢুকে প্রথমে আবর্জনা গুলো পরিষ্কার করে দিয়ে। খড় কুটো দিয়ে গরু গুলো কে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়িতেই হালকা নাস্তা করে দোকানে গিয়ে দোকান খুলে বসে পড়লাম। দোকানে বসে থাকতে থাকতে ১১.০০ টা বেজে গেলো।
দোকান থেকে বাড়ি এসে খাওয়া করলাম খাওয়া করে গরু গোয়ালে ঢুকে গরুগুলোকে খাবার দাবার দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আবার একটু পরে বাজারে গেলাম হাটের দিন বাবা দোকানে আসতে বললে দোকানে থাকতে থাকতে প্রায় তিনটা বেজে গেলো বাড়ি ফিরে এসে হালকা কাজ করে
গোসল করে অজু করে জোহরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে খাওয়া করে নিলাম।
খাওয়া শেষে বাড়িতে আরও কিছু কাজ করতে করতেই আসরের আজান হলো তাড়াতাড়ি ওজু করে আসরের নামাজ আাদায় করে নিলাম। নামাজ শেষে আবার বাজারে আসলাম বাজারে খরচ করে দোকানে বসে পড়লাম।
দোকানে বসে থাকতে থাকতে মাগরিবের আজান হলো মসজিদে গিয়ে অজু করে জামাতের সহিত মাগরিবের নামাজ আাদায় করে নিলাম।বাকি নামাজ শেষে আবার দোকানে গিয়ে ঔষধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম।
কারণ ছোটো ভাইটার প্রচুর পেট ব্যথা।তো বাড়িতে কিছু সময় থাকার পরে খাওয়া করে নামাজ আাদায় করে আবার দোকানে গেলাম।
দোকান থাকতে থাকতে ৯.৩০ টা বেজে গেলো দোকান বন্ধ করে বাড়িতে আসলাম। বাড়িতে ফিরে এসে গরু গোয়ালে ঢুকে গরু গুলো কে রাতের খাবার দাবার দিয়ে খড় দিয়ে পরিষ্কার করে দিয়ে। গোয়াল ঘর থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করে বিভিন্ন খবর দেখে ফেসবুক ঘাটাঘাটি করতে একটা খবর দেখে নিলাম যেমন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানানো হবে। পরীক্ষা সম্পর্কিত প্রতিটি বিষয় আমরা পর্যালোচনা করছি। বেশ কিছু অপশন আমাদের হাতে আছে। তবে, আমরা চাই আমাদের পরীক্ষার্থীরা যেন ভবিষ্যতে কোনভাবেই ক্ষতিগ্রস্থ না হয়। তাই, সার্বিক দিক পর্যালোচনা করা হচ্ছে। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না।
My Introduction post : my introduction post to steem newcomers community