Why child called "street child"? because of living on the street? But why they are ...

in hive-142013 •  4 years ago 

... in street? Why?
Is there none to give them a place to stay? How selfies we are actually!
In the Farmgate, Dhaka,Bangladesh, this child stay on the street. They spend here whole night. In the whole city there are a lots of people like them. I don’t know when it will be finished. But if we try to do something for them obviously we can & they may release from here. They also may go to the school like others child.

আমি পথশিশু দের এই ছবিটা তুলেছিলাম ২০১৯ সালে, ফার্মগেট থেকে। যারা লক্ষী সিনেমার নিচেই রাত কাটায়।

শিশু, নামটা শুনলেই মনে ভেসে আসে "ভালোবাসা" কিন্ত যে শিশুদের নাম শুনলে মনে ভেসে আসে "টোকাই" শব্দ টা তারাই "পথশিশু"! না জানি কতটা খারাপ লাগে তাদের! আমি জানিনা আমরা কেন তাদের পথশিশু ডাকি, তারা রাস্তায় থাকে তাই? হ্যা আমার প্রশ্ন তো সেখানেই, " তারা কেন রাস্তায় থাকবে"?
এর কোন সঠিক উত্তর না থাকলেও, আমাদের কৃপনতা, মুর্খতা, আর অসচেতনতাই দ্বায়ী! আমাদের বিবেক কি নাড়া দেয় না এসব শিশু দের দেখে? আমরাও কি পারতাম না তাদের জায়গায় থাকতে?

আমাদের ও সরকারের উচিত তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দেয়া, না হলে এ সংখ্যা দ্রুত বাড়বে। সুশিক্ষার দ্বারাই আমাদের দেশে "টোকাই" নামটা দূর করা সম্ভব!

একটা কথা বলতে চাই, জন্মদিনে পথশিশুদের সাথে কেক কেটে শুধু ফেসবুকে না দিয়ে তাদের জন্য ভবিষ্যতে এ কিছু করার চিন্তা করা উচিত আমাদের। আমরা চেষ্টা করি কয়েকজন পথশিশু কে "শিশুতে" রুপান্তরিত করি। নিঃসন্দেহে আমরা চাইলেই সম্ভব। আসুন, লোক দেখানো ভালোবাসা ছাড়া এসব শিশুদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, যাতে তারা একটু নিরাপদে ঘুমাতে পারে ও শিক্ষা গ্রহণ করতে পারে।
#bestofbd

ab2e393fca0652ff6580b804f8d20568

Powered by APPICS - visit us at appics.com

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

They just need shelter and education. As we are not able to give them economical support we can give them knowledge. You know we some friends planning to open a school where we have plan to teach them primary education. I don't know if we would successful or not but i will try my best.. Let's do whatever we can

Wah. A great thinking. Best wishes brother ❤❤

This is very sad...If parents die from COVID19 etc there is no place for the children to be. No food no family no love no home...I see on the news the devastation in your country and pray you all even though I'm net that religious. I'm sure there must places or shelters for children especially, or maybe they are full!? They need schooling as well. They are in my heart🥰🙏🧑‍🤝‍🧑👭👬

Ya. You are right. I don’t what happen, I also pray for them

Bangladesh appics community do something for them 😣😣😣 .

💞🙏

❤🙏😁