Appics এ আমাদের কমিউনিটি যাত্রা শুরু হয়েছে খুব বেশিদিন নয়। এখন পর্যন্ত appicsb ...

in hive-142013 •  4 years ago 

... angladesh ট্যাগ এ 10000+ পোস্ট করা হয়েছে সেটা Appics এর অন্যান্য কমিউনিটি তুলনায় অনেক বেশি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটিভ না হলে হয়তো এতো গুলো পোস্ট হতে আরো কয়েক মাস লেগে যেত। ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত এসেছেন ,আশা করি ভবিষ্যতে এভাবে একটিভ থেকে কমিউনিটি গর্বিত করতে সহযোগিতা করবেন।
কমিউনিটির শুরুর দিকে হয়তো আরনিং করার ব্যাপারটা একটু কষ্ট সাধ্য ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন কনটেস্ট সে ব্যাপারগুলোকে সহজ করে দিয়েছে। এই অবস্থান ধরে রাখতে হলে আমাদের আরো শক্তিশালীভাবে আগাতে হবে।
আপনার ফ্রেন্ড কে ‌ Appics এ যোগ করার জন্য কার কি প্লান,অথবা ইনভাইটেশন এ কোনো সমস্যা হচ্ছে কিনা,অথবা কমিউনিটি গ্রোআপ করতে আপনার কোনো আইডিয়া থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখে জানান ,ইফেক্টিভ কমেন্টস গুলোতে ভোট দেয়ার চেষ্টা করব।
Special Thanks to @saifulfrank ,your support helping us to grow community more fast and efficiently.

f203242470e8b8003d51d0aa79cda98a

Powered by APPICS - visit us at appics.com

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I've so many plans on inviting my friends and I'm executing them well 😁

We are here always 💪, don't lose hope! আমরা করবো জয়, নিশ্চয়ই।

Great achivement. Proud to the community

Let's make our community more and more strong...🤗🤗....

One of the most active community in Appics world.. Thank you so much brother. I just share my opinion and both of you are amazing and what both of you are doing for this community cannot be described in words 🙏