#রঙতুলিতে_প্রাণের_ক্যাম্পাস🎨 প্রিয় বাকৃবি, তোমার সাথে আবার যেদিন দেখা হবে সেদিন ...

in hive-142013 •  4 years ago 

... হয়তো তোমার আকাশে এক ঝুম বৃষ্টি নামবে,বৃষ্টির প্রতিটি ফোটা শতগুণে বাড়িয়ে দিবে তোমার সৌন্দর্যকে,কোন না কোন রিকশাওয়ালাকে অপেক্ষা করতে দেখা যাবে জব্বারের মোড়ের কোন এক কোণে, কতদিন হলো সেই দেবদারু গাছের সারির পাশের রাস্তাটি দিয়ে যাওয়া হয়না!বৃষ্টির রেশ একটু কমতেই অতঃপর রিকশাটিতে চড়ে বসবো আমি,একে একে চোখে পড়বে কেন্দ্রীয় মসজিদ,টি.এস.সি.! আরেকটু এগোতেই হাতের বাঁয়ে সেই শহীদ মিনারটিকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখা যাবে,চিরচেনা বৃষ্টিস্নাত পথ দিয়ে এভাবেই এগোতে থাকবো এবং প্রতিটি নিঃশ্বাসে নিজের অজান্তেই হয়তো হারিয়ে যাবো তোমার এই রুপসাগরের মাঝে।
পুনশ্চঃ (ক্যাম্পাসে যেদিন প্রথম আসি,দেবদারু গাছের সারির এই রোডটি পুরো মনে গেঁথে গিয়েছিলো,অনেক বেশি ভালবাসি ১২৫০ একরের এই সবুজ স্বর্গটিকে💚💚💚মনের মাঝে জমে থাকা হাজারো আবেগ আর অনুভূতি রঙতুলিতে মিশিয়ে সেই ভালবাসাটুকু অবশেষে ঢেলে দিলাম এক টুকরো কাগজে)

625142de935e92c3873424e22438ffe2

Powered by APPICS - visit us at appics.com

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

❤❤❤

মনেরভাবটা দারুণভঙ্গিতে প্রকাশ করেছেন।👍

লেখায় মুগ্ধ দিভাই।👌😍