... amazing beauty of soft-green nature. Somewhere uncultivated crop fields, somewhere forest-hills, somewhere-or crooked rivers, river tides, rows and rows of boats floating in the river.I tried to draw this picture of rural bengal with grains and rivers.
চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই দেশের গ্রাম। কোথাও অবারিত ফসলের মাঠ, কোথাও বন-পাহাড়, আবার কোথাও-বা আঁকাবাঁকা নদী, নদীর জোয়ার, নদীতে ভেসে চলা সারি সারি নৌকা। শস্য-শ্যামল আর নদী আঁকা গ্রাম-বাংলার এই ছবিটি অংকন করার চেষ্টা করলাম।