হেই আরিফ, আপনাকে ধন্যবাদ APPICS এ পোস্ট করার জন্য। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে APPICS এ আপনি অন্যের তোলা ছবি পোস্ট করতে পারবেন না। APPICS এর প্রথম রেস্ট্রিকশনের মধ্যে হলো আপনি অন্যের ছবি চুরি করে পোস্ট করতে পারবেন না। আপনাকে নিজের তোলা ছবি পোস্ট করতে হবে। আর ২য় রেস্ট্রিকশনের মধ্যে হলো,আপনি আপত্তিকর ছবি পোস্ট করতে পারবেন না। দেখতে পাচ্ছি, আপনি ইতিমধ্যে কিছু চুরি করা ছবি পোস্ট করেছেন। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, পরবর্তীতে এমন পোস্ট করলে আপনার একাউন্ট ব্লাক লিস্টে তুলবো, এবং আপনার পরবর্তী সব পোস্টে ফ্লাগ দিবো। (যদি কেউ আপনার পোস্টে ফ্লাগ দেয়,তাহলে আপনার পোস্টে যা আর্ন হবে সেটা ০০.০০$ হয়ে যাবে)। আবারো মনে করিয়ে দিচ্ছি,অন্যের ছবি পোস্ট করা থেকে বিরত থাকুন।
RE: ☁☁Today is a red Friday and the sky is red
You are viewing a single comment's thread from:
☁☁Today is a red Friday and the sky is red
ওকে বড় ভাই আর হবে না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit