"অন্ধকার গেলো ঘুচে
আলো তারে দিলো মুছে" -মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুর।
বিজ্ঞান হল বিশেষ জ্ঞান যা আরণ্যক মানুষকে নতুন সভ্যতার সংস্পর্শে এনে করে তুলেছে আধুনিক। মানুষ হয়েছে বিজ্ঞানের দাস।বিজ্ঞান মানুষকে দান করেছে তার নিরঞ্জন কৃণা। আধুনিক জীবনে বিজ্ঞানের অবদান গুরুত্বপূর্ণ। সমাজে প্রতিটি সভ্য স্তরের মানুষের জীবনের বিজ্ঞানের দান গুরুত্বপূর্ণ। প্রতিক্ষেত্রে বিজ্ঞান আমাদের অপরিহার্য অভ্ররূপে বিবেচিত হয়েছে। বিজ্ঞান দান করেছে আবেগ, কেড়ে নিয়েছে প্রাচীনত্ব, করে তুলেছে অভিনত্ব।
মানুষ যখন প্রদীপ জ্বালাতে শিখে যায় তখন থেকেই সাধারণত বিজ্ঞানের সূচনা হয়। বিজ্ঞানের সূচনা আদিমকালে সুপ্ত স্তরে ছিলো। পরে অর্থাৎ আদিমযুগের ক্রমবিকাশের যুগে সুপ্ত বিজ্ঞান তার প্রবাহ পথকে অসীম করে তুলেছে। জেমস মিল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর শিল্প বিপ্লবের সময় থেকেই আধুনিক বিজ্ঞানের সূচনা প্রাপ্তি ঘটে।
প্রত্যাহিক জীবনে বিজ্ঞানের অবদান গুরুত্বপূর্ণ। মানুষের বিশেষত প্রতিটি সভ্য মানুষের প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানের অবদান গুরুত্বপূর্ণ। একটি সভ্য মানুষের প্রতিদিনের বিষয়ের রুটিন দেখলে বোঝা যাবে যে, সে কী হারে বিজ্ঞানের ব্যবহার করে। সকালে ঘুম থেকে উঠার সময় যে বিজ্ঞানের ব্যবহার হয় তা হল এল্যার্মের আওয়াজ। ঘরে যে বৈদ্যুতিক পাখা, যে লাইট জ্বলে তাও বিজ্ঞানের কৃপায়। বাড়িতে যে ট্যাংকিতে পানি তোলা হয় তাও বিজ্ঞানের স্নেহ পালিত। বাড়ির যে এ.সি মেশিন, রেফ্রিজেটর সব কিছু বিজ্ঞানের দান।
শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। বিজ্ঞান শিক্ষিত মানুষ গড়ে তুলতে সাহায্য করে।শিক্ষা ক্ষেত্রের ডাস্টার, চক, ব্লাকবোর্ড, চেয়ার টেবিল সবকিছু বিজ্ঞানের দান। শিক্ষা ক্ষেত্রের ক্রীড়াশিক্ষা ও স্বারীরিক শিক্ষার ক্ষেত্রেও বিজ্ঞানের অবদান গুরুত্বপূর্ণ।
দৈনন্দিন জীবনে যে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটেছে তাও বিজ্ঞানের অবদান। কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি, উন্নত ধরনের বীজ, সার ও কীটনাশক ব্যবহারের ফলে ফসল বহুগুনে বৃদ্ধি পেয়েছে। আর এ সব কিছু বিজ্ঞান এর জন্য সম্ভব হয়েছে।
বিজ্ঞান আজ দূরকে করেছে নিকট। পৃথিবীকে এনেছে ঘরের কোণে। টেলিফোন, ইমেল, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে কয়েক সেকেন্ড এর মাধ্যমে যোগাযোগ করা সম্ভব।
দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ অনেক উন্নত হয়েছে ঠিকই কিন্তু মানুষ বিজ্ঞানের কুফলগুলি দূর করতে পারে নি। তাই সমাজ বিজ্ঞানীরা বলেছেন -
"বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ"।
মানুষ যে পরস্পর নির্ভর হয়ে সামাজিক সৌহার্দ্যের মাধ্যমে জীবন ধারণ করত তা চলে গেলো, স্বার্থ সর্বত্ব কৃত্রিম জীবন।
দৈনন্দিন জীবনে যে দিকে তাকাই না কেনো বিজ্ঞানের প্রভাবকে অস্বীকার করার উপায় নেই। তবে এটাও ঠিক অতিরিক্ত বিজ্ঞান এর প্রভাবে মানুষকে করে তুলেছে যন্ত্র নির্ভর। তাই কৃত্তিম মানুষ বিজ্ঞানের শুভশক্তি কে ভূলে গিয়ে অশুভ শক্তিকে কাজে লাগাচ্ছে নিজেদের জীবনে। সুতরাং আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান নির্ভরতা যেনো আমাদের মানবিক বোধকে নষ্ট না করে।
I am inviting @arjinarahman & @shohanrahman to participate in this contest.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nicely you have writen about science & technology & tnx a ton for mention me vaia.I will try to participate.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সাইন্স নিয়ে সুন্দর পোস্ট করার জন্য।
লাইনগুলো সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much bro
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit