আমার তোলা বিভিন্ন বুনো ফুলের আলোকচিত্র 📸 🌹 / 💞|| ১০% প্রিয়, beautycreativity জন্য ।

in hive-144064 •  3 years ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বুনো ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20220409_194915.jpg

বিভিন্ন বুনো ফুলের আলোকচিত্র

IMG_20220302_101706.jpg

IMG_20220228_173229.jpg

পৃথিবীতে হাজার হাজার প্রজাতির নানান রং বেরঙের ফুল হয়েছে। আমাদের এই দুই নয়নে কত ধরনের ফুল দেখে থাকি তার কোন নির্দিষ্ট হিসেব নেই। আমরা যখন বিভিন্ন অফিস-আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন পার্কে যায় তখন নানান ধরনের উন্নত মানের বিভিন্ন দেশি-বিদেশি বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্যের অনেক রং এর ফুল দেখে থাকি। আমরা যারা শহরে বসবাস করি ইট পাথরের শহরে থাকতে কর্ম ব্যস্ততা কারণে আমাদের মন অশান্ত হয়ে পড়ে। আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। তখন আমরা মানসিক শান্তি জন্য প্রাকৃতিক মাঝে হারিয়ে যেতে চাই ।।

IMG_20220302_082803.jpg

IMG_20220302_120000.jpg

তখন আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য স্থানসমূহ তে ঘুরে বেড়ায় আমাদের চোখে নানা ধরনের ফুল এসে ধরা দেয়। বা বিভিন্ন পার্কে যায় অনেক রকমের রংবেরঙের অপরূপ সৌন্দর্য বৈচিত্র্যময় গঠন নান্দনিকতা ফুল দেখে আমাদের মন ভালো হয়। আমরা সকলে অনেক ধরনের ফুলের সাথে পরিচিত। যে ফুলগুলো আমরা বাগানে চাষাবাদ করি বা, বাসাবাড়ির উঠানে, ছাদে, বেলকুনিতে যে ফুলগুলো আমরা সচারাচর গ্রহণ করে থাকি। তাছাড়া বিভিন্ন ঋতুতে আমরা গাছে গাছে বিভিন্ন রকমের ফুল দেখে থাকি। যেগুলো দেখতে অনেক সুন্দর এবং ফুলের সৌন্দর্য হৃদয় কেড়ে নেয়।

IMG_20220302_115913 (1).jpg

IMG_20220302_101654.jpg

আমরা যারা গ্রামে বসবাস করি তারা সাধারণত বুনো ফুল সাথে পরিচিত । যারা শহর এলাকার লোকজন এই ফুলগুলো দেখার সুযোগ হয় না বা, শহর এলাকা বুনো ফুল দেখা যায় না। বুনো ফুল গুলো বিভিন্ন জায়গায় জন্মে থাকে। এগুলো চাষাবাদ বা পরিচর্যা করতে হয় না। এগুলো আবার প্রাকৃতিক ভাবে বিলীন হয়ে যায়। বিভিন্ন ঋতুতে বা মৌসুমী বিভিন্ন ধরনের বুনোফুল দেখতে পাওয়া যায়। অনেক অনেক ধরনের বুনো ফুল রয়েছে।

IMG_20220302_120013.jpg

IMG_20220409_200441.jpg

বুনো ফুল গুলো কৃষি জমিতে, রাস্তার ধারে, বিভিন্ন ফসলের সাথে, পুকুর, খাল, বিল, বিভিন্ন জলাশয়ের ধারে , অব্যবহৃত জমিতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে বনফুল গুলো ছোট হয়ে থাকে। তবে এর বৈচিত্র্যময় গঠন নান্দনিকতা অপরূপ সৌন্দর্যের কারণে সবার নজর কাড়ে। এই ফুলগুলো যেহেতু বনফুল এগুলোর অনেক ধরনের নাম রয়েছে। অঞ্চল ভেদে এই ফুল গুলো নামের পরিবর্তন দেখা যায়। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নামে ফুলগুলোকে ডাকা হয় ‌। বিশেষ করে শীতের মৌসুমে এই ফুলগুলো বেশি দেখা যায়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট আলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার বনফুলের পোস্টটি দেখতে খুব অসাধারণ।

Thank you from the bottom of my heart.

beautiful grass flower

Thank you so much

You show various flowers here.
Thank you for entertaining us all with your collection of flowers.
And improve the quality of your images and focus on the content you want to capture.

I warmly welcome you to the red rose to express your thoughts nicely after seeing my whole post.

this is my favorite theme, i really like wild flower or grass flower....best photo my brother.

I sincerely thank you from the bottom of my heart for commenting.

I was really impressed to see some of the photographs you took. It was great. Great photography. Good luck to you

Thank you so much brother

Wow your photography is just awesome. The small flowers look so beautiful. I wish you all the best.

Thank you very much. To express such a nice opinion about the post.

তোমার ফটোগ্রাফি দেখে আমি অবাক হয়ে গেলাম। খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। এভাবে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই। শুভকামনা রইল আপনার জন্য।

Thank you so much for looking at my post and nicely expressing your opinion

আপনার তোলা ফটোগ্রাফিক গুলো সুন্দর হয়েছে । তবে আপনার ছবিগুলো আমার মতে আরো একরু ফোকাস করলে ছবিগুলো পরিষ্কার ভাবে বুঝা যেত। এছাড়াও আপনি ভালো একজন ফটোগ্রাফি।

Thank you very much for your kind advice.