আমার তোলা লেবু ফুলের আলোকচিত্র 📸 🌹 / 💞|| ১০% প্রিয়, beautycreativity জন্য ।

in hive-144064 •  2 years ago 

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু লেবু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20221014_094222.jpg

source
Device :- Redmi note 7

ফুলের আলোকচিত্র

IMG_20220228_165348 (1).jpg

IMG_20220228_165456 (1).jpg

লেবু আমাদের সকলের অতি পরিচিত ফল। লেবু ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাকলে হলুদ হয়ে যায়। লেবু চিরসবুজ সপুষ্পক উদ্ভিদ। লেবু মূলত রসের জন্য। বাংলাদেশে সবত্র লেবু ফল গাছ দেখতে পাওয়া যায়। লেবুর অনেক জাতের রয়েছে। জাত ভেদে ফল বড় এবং ছোট হয়ে থাকে। লেবুর বহুমুখী ব্যবহার রয়েছে। লেবুর রস টক স্বাদযুক্ত হয়। সাইট্রিক অ্যাসিড কারণে লেবুর রস টক যুক্ত হয়ে থাকে। লেবুর রস শরবত বানিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাওয়া হয়। বিশেষ করে কোমল পানীয়তে লেবুর রস ব্যবহার করা হয়ে থাকে। খাদ্যের স্বাদ দ্বিগুণ করতে রান্নার কাজে লেবুর রস ব্যবহার করা হয়। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লেবুর রস ব্যবহার করা হয়ে থাকে।

IMG_20220228_165449 (1).jpg

IMG_20220228_165528.jpg

লেবুতে অনেক পুষ্টিগুণ রয়েছে যা মানব দেহে জন্য একান্ত প্রয়োজন। ভিটামিন সি এর অন্যতম উৎস হিসেবে লেবুকে বিবেচনা করা হয়ে থাকে। লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে যা মানব দেহের জন্য খুবই প্রয়োজন। লেবু মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেবুতে ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরো অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে।

IMG_20220228_165515 (1).jpg

IMG_20220228_165519.jpg

লেবু ফুল দেখতে খুব সুন্দর। লেবু ফুলের পাপড়ি সাদা, হালকা গোলাপি ও বেগুনি রঙের পাপড়ি গুলো দেখতে বেশ সুন্দর। লেবু ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ খুব সুন্দর লেবু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে আপনার ফটোগ্রাফিটি খুব ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Thank you for letting me know.

আপনি খুবই সুন্দর একটা লেবু ফুলের ফটোগ্রাফি করেছেন। ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। ‌

Thank you very much

আপনি অনেক সুন্দর লেবু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ। খুব সুন্দর করে শেয়ার করেছেন ধন্যবাদ।

To share nice feelings about the post. Thank you very much.

আমার প্রথম দেখা লেবু ফুল। অসাধারণ ফটোগ্রাফি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

See my post for expressing your feelings so beautifully. Thank you very much.

ভাই আপনার লেবু ফুলের ফটোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

To share nice feelings about the post. Thank you very much.

I wish I could see one of detail pictures. You should try to get the focus on the subject that you want to take. Keep trying and learning!

Hope brother, are you well? It was really nice to see your comment. I will try to follow your advice. Thank you very much for commenting on this post. Be well bro, thanks.