আমার তোলা বৃষ্টির দিনের আলোকচিত্র 📸🌹 | ১০% 💞 প্রিয়, বিউটি ক্রিয়েটিভিটি জন্য 💖

in hive-144064 •  3 years ago  (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বৃষ্টির দিনের আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টার দেখবেন।

আসুন শুরু করি

IMG_20210713_161532.jpg

https://w3w.co/prelude.initiatives.overhaul

বাংলা পঞ্জিকার আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই দুই মাস প্রচুর মুষুলধারে বৃষ্টি হয়। চারদিক পানি তে ভর্তি হয়ে যায়। বৃষ্টি বলতে সাধারণত পৃথিবীর বায়ুমন্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় পরে মেঘ গুলো ছোট ছোট ফোটা হয়ে পৃথিবীতে ঝরে পড়ে।

IMG_20210713_161524.jpg


এই আলোকচিত্র গুলো আমি বৃষ্টি হওয়ার মুহূর্তে তুলে ছিলাম। বৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তে মেঘগুলো দেখতে কালো এবং সাদা রঙের হয়ে গেল । চারদিকে অন্ধকার আচ্ছন্ন নেমে আসলো। মেঘ গুলোকে দেখে মনে হচ্ছে। দূরবর্তী কোন পাহাড়ের মতোন। মেঘগুলো দেখতে আমার কাছে খুব অসাধারণ লাগছে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে মুষুলধারে বৃষ্টি হতে লাগলো। বৃষ্টি সাথে বজ্রপাত হতে লাগলো।

IMG_20210531_141307_1.jpg
https://w3w.co/slush.bodes.skinny

এই আলোকচিত্র টি আমি বৃষ্টি হওয়ার মুহূর্তে উঠেছি। তখন চার দিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে নিচু জায়গায় পানি তে ভর্তি হয়ে গেছে। অবিরাম বৃষ্টি হচ্ছে চারদিকে শুধু ঝিম ঝিম বৃষ্টি আওয়াজ শোনা যাচ্ছে।

IMG_20211025_061609.jpg

IMG-20220202-WA0022.jpg

বৃষ্টিতে চারদিক কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে শীতের সকাল। বৃষ্টি হওয়ার অনেক পর আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন কেটে গেছে। অর্থাৎ চারদিক আবার স্বাভাবিক নিয়মে ফিরে আসছে। আকাশ পরিষ্কার হতে লাগলো।

IMG_20210919_165939.jpg
https://w3w.co/deerskins.stylings.arduous

IMG_20220131_073915.jpg

বৃষ্টি হওয়ার পর বৃষ্টির ফোঁটাগুলো ঘাসের উপর এবং কচুর পাতার উপর পড়েছে। পাতা এবং ঘাসের উপর বৃষ্টির ফোঁটাগুলো দেখতে বেশ অসাধারণ দেখাচ্ছে। সত্যিই এই দৃশ্য দেখতে খুবই ভালো লেগেছে আমার। পাতার উপরে ছোট ছোট বিন্দুর মতন দেখা যাচ্ছে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ বিকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃষ্টির দিন আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ

Rainy day photography has been so beautiful. I like rainy days very much. I like to get wet in the rain. Thanks for sharing the beautiful photography.

Very nice
There was an invitation to come to my ID.

Thank you for sharing some of your photography here with us.

You have share some beautiful photographu,thanks for sharing with us.